পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্য। ] ব্যবসাগত লাভ ও সামাজিক লাভ Stro ব্যবসাগত লাভ ও সামাজিক লাভ ( , ) ব্যক্তি যদি নিজের স্ববিধা বুঝে কাজ করে এবং তার স্বাধীনতায় যদি হস্তক্ষেপ করা না হয় তা হ’লে সকল ব্যক্তি নিজের স্থবিধা বুঝে কাজ করলে সামাজিক উন্নতি স্ববিধামত হবে, এই ধরণের একটা ভুল ধারণা অনেকের মনে আছে । * সামাজিক স্ববিধা তত বেশী হবে, যত বেশী সামাজিক আয় বেড়ে চলবে ; কিন্তু ব্যক্তির আত্মস্থবিধাবোধ ( self-interest ) সব সময় সামাজিক আয় ন৷ বাড়াতেও পারে। ব্যক্তির ক্ষমতা সাধারণতঃ দুইভাবে ব্যবহৃত হয়। ১ । ভোগ্য উৎপাদনে, ২ । ভোগ্য আহরণে । উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যে, যদি প্রকৃতিকে একটি আম গাছ বলে ধরা হয় আর যদি একদল ছেলেকে মনুষ্যজাতি বলা যায়, তা হ’লে সামাজিক আয় হবে কতকগুলি অাম। এখন গ্রত্যেক ছেলেই যদি আমের ফসল বৃদ্ধি ও গাছ থেকে আম পাড়ায় মন দেয়, তা হ’লে সামাজিক আয় বাড়বে, কিন্তু কয়েকটি ছেলে যদি অপরের পাড়া আম কিছু কিছু সংগ্রহ করে’ নিজেদের কাছে রাখে, অর্থাৎ সামাজিক আক্সের দিকে =নজৱ = দিনক্সে শুধু লিজেদের অক্সের দিকেই লক্তর দেয়, তা হ’লে সামাজিক আয় কমে যাবে। উৎপাদন না করে শুধু আহরণে ( বা অপহরণে ) যত বেশী সামাজিক শ্রম খরচ হয়, সমাজের ক্ষতি ততই বে হবে। কাজেই ব্যক্তির আত্মসুবিধাবোধ যে সামী আয় উৎপাদনের উপকরণগুলিকে সব সময় সমা ে দিক্‌ থেকে শ্রেষ্ঠ ব্যবহারে লাগাবে, এমন কোন কথা নেই। এমন অনেক কাজ ও ব্যবসায় আছে যাতে সামাজিক লাভ খুবই বেশী অথচ তাতে কোনো ব্যক্তি নিজের জন্য + কখনও শক্তি ব্যয় করবে না, কেননা তাতে সেন ব্যক্তিহৱ লাভ নেই বা

  • এই ধারণার বশবৰ্ত্তী লোকেরা ইয়োরোপে Laissez Faire ***l leave alone school of thinkers atto offsö

+ অবশ্য এখানে বেগুন-ভোগী কৰ্ম্মচারীদের কথা ধরা হচ্ছে না । খুব কম আছে। এসব ক্ষেত্রে সমাজই সংঘবদ্ধভাবে অনেক কাজ করে থাকে । যেমন, সহর বা দেশের স্বাস্থ্য রক্ষা, ডাক ও তারে খবর পাঠাবার বন্দোবস্ত, শাস্তি রক্ষার জন্য পুলিস ও সৈন্য রক্ষা, সাধারণের মানসিক উন্নতির জন্য পাঠাগার, অবৈতনিক পাঠশালা, জাদুঘর, চিড়িয়াখানা ইত্যাদি স্থাপন। এসবগুলির দিকে সামাজিক শক্তি কমই যেত, যদি সমাজ ব্যক্তির আত্মস্থবিধা-বোধের উপর সব ছেড়ে দিয়ে বসে’ থাকৃত । সামাজিক স্বাচ্ছন্দ্যের জন্য সংঘবদ্ধভাবে অনেক কাজ করতে হয় এবং না করলে সমাজের অশেষ দুৰ্গতি হয় । অজ্ঞানত, পরাধীনতা ইত্যাদি কারণে আলেক সময় সমাজ BSBB gBBJeBBkS DBJJDD JBBBS DDS থাকার সামিল হ'য়ে থাকে । আমাদের দেশ তার একটি উদাহরণ । এইরকম ক্ষেত্রে যে কারণেN সমাজ সনমাজিক স্বাচছন্দ্য ৱদ্ধির চেষ্টা কৱ ভেও অক্ষম, সেই কারণ সৰ্ব্বাগ্রে দর করা দরকার। তা নইলে, কি করে সমাজ সামাজিক স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করতে পারে, তা জেনে কোম ফল নেই। সামাজিক আয় যে-সব উপকরণের সাহায্যে উৎপাদিত হয়, সেগুলিকে তিন ভাগে আগেই বিভাগ করা হয়েছে ; প্রকৃতি, মহিষ ও মুলধন। কেউ যেন না ভাবেন, ধে, উপকরণগুলির একটি ভাণ্ডার আছে এবং তার থেকে ইচ্ছামত কিছু কিছু বার করে নিয়ে সামাজিক আয় প্রতি বৎসর স্বৰ্ষ্ট হয়। উপকরণগুলি এবং আয়, চুইই অনবরত আসছে আর ধাচ্ছে । এদের একটি ভাণ্ডারের সঙ্গে তুলনা না করে একটি প্রবাহের সঙ্গে তুলনা করলে অনেকটা ঠিক হয়। উপকরণের প্রবাহ ক্রমাগত উপকরণ নিয়ে আসছে । মৃতন জমি হচ্ছে, আবার জমি লোপ পেয়েও যাচ্ছে ; জমির উর্বরতা নষ্ট হ'য়ে যাচ্ছে, আবার বাড়ছে ; কোথাও মাছ ধরার নূতন ক্ষেত্র আবিষ্কৃত হচ্ছে, কোথাও মাছ লোপ পেয়ে যাচ্ছে ; খনি আবিষ্কৃত