পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ) । ہ۔--سے.۔--م.یہ۔-بی...مہ-سم. এইটুকুর দাম যা তাই হচ্ছে, সীমাস্থিত নেট উৎপাদনের দাম। অবশ্য ঐটুকু বেশী উৎপাদন করতে গিয়ে উৎপাদন খরচ বা ক্রেতাদের কিনবার ইচ্ছা বদলে যেতে পারে। কাজেই প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে সমগ্র উৎপাদনের দামের মধ্যে যা তফাৎ বা ব্যবসায়ীর লাভে যা তফাৎ তাকে সীমাস্থিত নেট উৎপাদনের দাম বলে ধরা যায় না। আমরা আগেই বলেছি, যে-কোন পরিমাণ উপকরণ যদি নানা ব্যবহারে লাগান যায়, তা হ’লে সৰ্ব্বক্ষেত্রে সীমাস্থিত প্রয়োজনীয়তা সমান হ’লে সেই উপকরণসমষ্টি থেকে সৰ্ব্বাপেক্ষা বেশী প্রয়োজনীয়তা পাওয়া যায় । এখন সমাজের যে পরিমাণ উপকরণ আছে ( প্রাকৃতিক উপকরণ, শ্রমশক্তি ও মূলধন ), তা নানা ব্যবসায়ে লাগে। সামাজিক আয় সৰ্ব্বাপেক্ষা বেশী হবে যদি সব ব্যবসায়ে উপকরণ ব্যবহারে সীমাস্থিত সামাজিক নেট লাভ সমান হয় ; ব্যবসাগত নেট লাভ নয়, সামাজিক নেট লাভ । কেননা, ডাকাতিতে শ্রমশক্তি ও মূলধন ( বন্দুক, ছুরি, ছোরা, লাঠি, সড়কি, নৌকা, ঘোড়া, ইত্যাদি ) ব্যবহার করলে ব্যবসায়গত নেট লাভ অর্থাৎ ডাকাতদের লাভ খুবই বেশী, কিন্তু সামাজিক লাভ বা আয়বৃদ্ধি তাতে কিছুই হয় না ; বরং ডাকাতিতে ধনক্ষয় হ’তে পারে এবং সম্ভোগ অনিশ্চিত হওয়ায় লোকের ধন উৎপাদনের ইচ্ছা কমে যেতে পারে। সমাজে যদি শুধু একপ্রকারই ভোগ্য উৎপাদিত হত, অর্থাৎ সামাজিক আয় মানে যদি ভোগ্যবিশেষের কোন পরিমাণ হত, এবং নানা উপায়ে যদি সেই একই ভোগ্যটি উৎপাদিত হ’ত, তা হ'লে যদি কোন উপায়বিশেষে উপকরণ ব্যবহৃত হলে সীমাস্থিত নেট উৎপাদন অন্ত সব উপায় অপেক্ষ দশগুণ হত, তবে অস্থ্য উপায়ে উপকরণ ব্যবহার না ক’রে যতক্ষণ পৰ্য্যস্ত এই উপায়ে ব্যবহার ক’রে সীমাস্থিত নেট উৎপাদন অন্য উপায়ের সীমাস্থিত নেট উৎপাদনের সমান হয় ততক্ষণ সামাজিক আয় বেড়ে চলত। কাজেই দেখা যাচ্ছে নানা ব্যবসায়ে অসমান সীমাস্থিত সামাজিক নেট লাভ হ’লে, উপকরণ স্থান পরিবর্তন (অর্থাৎ ভিন্ন ব্যবসায়ে লাগ লে ) কবুলে, সামাজিক আয় বাড়বে। অবস্ত ধরে’ নেওয়া হচ্ছে, যে, এই স্থান পরিবর্তন বা ব্যবসায় পরি ব্যবসাগত লাভ ও সামাজিক লাভ やbr@。 AASAASAASAASAASAASAASAASA SAAAAS AAASASAAAAASA SSASAS SSAS SSAS SSAS SSAS SSAS بیمه বর্তনের জন্ত কোন সামাজিক ক্ষতি হক্স = r কিন্তু আসলে উপকরণ স্থান বা ব্যবসায় পরিবর্তন করলে তাতে ক্ষতি আছে। যেমন, শ্রমশক্তি বা শ্রমজীবীকে যদি অন্ত ব্যবসায়ে লাগ বার জন্ত আগ্রা থেকে মাম্রাজ যেতে হয় তা হ'লে যাবার খরচ ত আছেই, যাত্রাপথে বিনা কাজে সময় নষ্ট আছে, ব্যবসায় পরিবর্তনে অভ্যাস পরিবর্তন করতে হ’লে কৰ্ম্মকুশলতার হানি আছে, নিজ বাসভূমি ছেড়ে গেলে সামাজিক ও আর্থিক সম্বন্ধ ( যেমন দোকান চেনা থাকার ফলে ধার পাওয়া, বা পথ ঘাট জঙ্গল জানা থাকায় বিনা পয়সায় উনুনের কাঠ কুড়িয়ে আনা ইত্যাদি ) বিচ্ছেদের ফলে ক্ষতি ইত্যাদি আছে । অথবা জমিতে নূতনরকম ফসল লাগাবার জন্য খরচ নানাপ্রকার হতে পারে, বা নূতন কাৰ্য্যে অনভ্যাসের ফলে কাৰ্য্যকরী শক্তি কমে যেতে পারে ইত্যাদি । রেল-লাইনের লোহা খুলে’ এনে অন্ত কাজে লাগালে প্রথমতঃ রেল লাইন বসাতে যে শক্তি খরচ হয়েছিল তার অপচয় হয় এবং নুতন ব্যবহারে লাগাতে গিয়ে লোহাও কিছু নষ্ট হ’তে পারে ; দ্বিতীয়তঃ লোহ। ব’য়ে অন্যত্র নিয়ে যেতে খরচ আছে, ইত্যাদি। কাজেই দেখা যাচ্ছে, যে, উপকরণকে এক ব্যবসায় থেকে আর-এক ব্যবসায়ে লাগাতে খরচ আছে। ক এবং খ এই দুই ব্যবসায়ে ( বা একই ব্যবসার ভিন্ন স্থানে ) উপকরণ ব্যবহারে যদি সীমাস্থিত বাৎসরিক নেট লাভ ( অর্থাৎ সীমাস্থিত মাত্রা থেকে বাৎসরিক য নেট আয় বা লtভ হয় ) বিভিন্ন-রকম হয়, ক থেকে খ-এ যদি সীমাস্থিত বাৎসরিক নেটলাভ গ পরিমাণ বেশী হয়, এবং যতটা উপকরণ স্থান বা ব্যবসায় পরিবর্তন করলে দুই ব্যবসাতেই (বা স্থানে ) সীমাস্থিত বাৎসরিক নেট লাভ সমান হয়, ততটা উপকরণ ক থেকে খ-এ নিয়ে যেতে যদি খরচ ছয় ঘ এবং ঘ কে এই কার্য্যে না লাগিয়ে অন্তভাবে ব্যবহার করলে এর থেকে যদি বাৎসরিক আয় হয় ঙ, তা হ’লে গ, ঙ অপেক্ষা বেশী না হ’লে উপকরণকে ব্যবসা বদলি করে’ লাভ নেই। গ, ঙ অপেক্ষা কম হ’লে এরকম স্থান বা ব্যবসায় পরিবর্তনে ক্ষতি হবে। কাজেই দেখছি, যে স্থান বা ব্যবসায় পরিবর্তনের খরচ যা হয়, তার বাৎসরিক পরিমাণ ( কেননা উপকরণ ব্যবহারেও