পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] --~~ AASAASAASAASAASAASAAAS যায় শুধু সেই-পরিমাণ মালই তারা তৈরী করবে। তাতে সীমাস্থিত ব্যবসাগত নেট লাভ অন্য ব্যবসায়ের চেয়ে সাধারণতঃ ঢের বেশী থাকৃবে। অর্থাৎ চেষ্টা করে” কম মাল বাজারে ছেড়ে কোন ব্যক্তির বা কয়েক ব্যক্তির লাভ হবে বটে কিন্তু সামাজিক উৎপাদন শক্তি ঠিক যে অম্লপাতে সব ব্যবসায়ের মধ্যে বিভক্ত হ’লে সামাজিক আয় সব-চেয়ে বেশী হ’ত তা হবে না। এই জাতীয় অবস্থাকে ব্যবসায়ে একাধিকার ( monopoly ) বলা যায়। এই একাধিকার সম্পূর্ণও হতে পারে অথবা অসম্পূর্ণও হতে পারে। কোন ভোগ্যের সরবরাহ যদি সম্পূর্ণরূপে কোন ব্যক্তি বা সংঘের উপর নির্ভর করে তা হ’লে তাকে সম্পূর্ণ একাধিকার বলা যায় ; আবার যদি সেই ভোগ্যের সরবরাহের এমন একটা অংশ মাত্র কোনো ব্যক্তি বা সংঘের হাতে থাকে যে অংশ কমিয়ে বাড়িয়ে বাজার দর বাড়ান কমান যায়, তা হ’লে সে ক্ষেত্রে অসম্পূর্ণ একাধিকার আছে বলা যায়। যেমন, কারুর হাতে সমস্ত সরবরাহের অৰ্দ্ধেক যদি থাকে তা হ’লে নিজের ংশের পরিমাণ শতকরা ২৫ পরিবর্তন করলে সমস্ত সরবরাহের শতকরা ১২॥০ পরিবর্তন হবে । তার ফলে যদি একক প্রতি (per unit ) নেট লাভ ১ থেকে বেড়ে ১ হ'য়ে যায়, তা হ’লে ঐরকম করে সরবরাহের পরিমাণ কমিয়ে সরবরাহকারীর লাভ আছে। কেননা, আগে ১• • খণ্ডে যদি ১০০ নেট লাভ হ’ত, এখন ৭৫ খণ্ডে ৭৫ × ১l = ১১২॥০ হয় । এ গেল ব্যবসাগত লাভ ; তা ছাড়া আর একটা দিক্‌ আছে। সামাজিক শক্তি ঐ ব্যবসায়ে যদি অবাধে ব্যবহৃত হ'তে না পারে তা হ’লে অন্য অল্প লাভের ব্যবসায়ে সেই শক্তি ব্যবহৃত হবে। ফলে সামাজিক স্বাচ্ছন্দ্য যতটা হওয়া উচিত তা হবে না। কি উপায়ে কোন কোন ব্যবসায়ে ব্যক্তি বা ব্যক্তিসংঘবিশেষ একাধিকার স্থাপন করে, তা ভাল করে বলবার স্থান নেই ; কিন্তু মোট-মুটি বলা যায় যে সাধারণত কারবারের আয়তন ক্রমশ: বাড়িয়ে বা অপরের সঙ্গে কারবার মিলিয়ে সমস্ত বা অধিকাংশ সরবরাহ লোকে আয়ত্তাধীন করে । যেসব দ্রব্যের ব্যবহার মূল্যবৃদ্ধি হ'লেও বেশী কমে না, ( যেমন হন, চাল, ডাল, কাপড় ইত্যাদি অবশু 9 ----۹ سb ব্যবসাগত লাভ ও সামাজিক লাভ ՏԵՏ প্রয়োজনীয় জিনিষগুলি ) সেগুলির সরবরাহে একাধিকার হ’লে সরবরাহের পরিমাণ না কমিয়েই যথেচ্ছ দাম ক্রেতার কাছ থেকে আদায় করা যায় । অনেক সময় এক বা কয়েক-জন মূলধনী লোক (Capitalist) বাজারের সব মাল কিলে’ ফেলে, বিক্রি করা না করা নিজের ব৷ নিজেদের হাতে এনে ফেলে অর্থাৎ Corner করে । তখন তারা যা খুসি দাম আদায় করে । এতে সাধারণ লোক ও ভবিষ্যৎ সরবরাহের কনটাক্টধারীরাই ( যার একটা নির্দিষ্ট দরে, একট। নির্দিষ্ট সময়ে কোন জিনিবের একটা নির্দিষ্ট-পরিমাণ সরবরাহ করার দায়িত্ব নেয় ) বেশীর ভাগ জাদ হয় ! এইজাতীয় আরও নানfপ্রকার *fSą={q q#ffŲ Fft33 ( injurious monopolyā ) উদাহরণ দেওয়া যায়। কিন্তু একাধিকার থাকৃলেই ষে তা অনিষ্টজনক হবে এমন কথা নেই। অনেক ব্যবসায়ে যতই কারবারের আয়তন বাড়ান যায় ততই উৎপাদন সহজ হ’য়ে আসে । ( এইসব ব্যবসায়ে ক্রমশঃ বিলীয়মান *#CS; fox wood increasing returns of{soভাবে দেখা যায় । ) এমন ব্যবসায়ে যদি ( খরচের তুলনায় ) ন্যায্য দামে জিনিষ বিক্রয় করা হয় তা হ’লে সামাজিক লাভ বই ক্ষতি হবে না । বৃহদায়তন কারবারের গুণ অনেক। প্রথমেই দেখছি শ্রমবিভাগ ও তার ফলে কৰ্ম্মপটুতার বৃদ্ধি। একটা কারবারে যদি বোতল তৈরী হয় এবং সব লোকই যদি কাচ গলান থেকে স্বরু করে ঝুড়িতে বোতল রাখা অবধি সব-কিছু করতে থাকে তা হ'লে যত সহজে কাজ হবে এবং ঘণ্টায় যত বোতল তৈরী হবে তার চেয়ে অনেক বেশী হবে যদি কেউ শুধু চুল্লি ঠিক রাখে এবং কেউ গলান কাচ বের করে’ আনে আর কেউ ফু দিয়ে বোতলকে আকৃতি দেয়, ইত্যাদি। এতে একই কাজ ক্রমাগত করার ফলে সেই কাজটুকু করার ক্ষমতা বেড়ে যায় এবং নানা কাজ করলে যে ক্রমাগত মাথা খাটিয়ে কাজ করতে হয়, সেটি না হওয়ায় শ্রমলাঘবও হয় । নানা ব্যবসায়ে কাৰ্য্য বা শ্রমবিভাগ নানা প্রকার হ’তে পারে। কোন কোন কাজে খুব বেশী হ’তে পারে ; যেমন যেসব জিনিষ নানা জিনিষ বা খণ্ড জুড়ে'