পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] e কথাটা অসত্য নহে। সৰ্ব্বপ্রথম যপন স্বদেশী আন্দোলনের মধ্যে চবুকার প্রবর্তন হয় তখন কোনও মহিলা-সমিতির অন্তভূক্ত হইয়া মাধবী কখন-কখন অন্য মহিলাদের সহিত বাড়ী বাড়ী চরকা বিক্রয় করিয়া ফিরিয়ছে ; সেই, কথার উপর নির্ভর করিয়া মাধবী সুমিত্ৰলর প্রশ্নেঃ এই উত্তর iধ । স্বমিত্র পুনরায় মুখ টিপিক্ষ একটু হাসিয়া কহিল, *দেখুন, আমি এই প্রথম চলক কি.সি । চরকা চালাতে মি জানিনে। আপনি আমাকে চরকা চালান fમશિc ofઃ ૩’ ?” মাধবী আগ্রহভরে কহিল, “দেখ মই কি ! চরকা চালান শিখিয়ে দিয়ে তবে আমি যাব ।” সুমিত্র স্মিতমুখে কইল, “বশ্ব একদিনেই কি শিখে নিতে পারব ? মাঝে মাঝে যদি দয়া করে’ আপনি আসেন তা হ’লে বড় ভাল হয় ! তা নইলে বৃথা কিনে কি হবে বলুন ?” মাধবী মাথা নাড়িয়া কহিল, "না, না, বৃথা হবে কেন ? একদিন দেখিয়ে দিলেই আপনি বুঝে নিতে পারবেন ; তারপর অভ্যাস করলে আপনিই আয়ত্ত হ’য়ে আসবে।” দাসী চরকা ও অণল লইয়া উপস্থিত হইল । চরকাটা হাতে লইয়া নাড়িয়া-চাড়িয়া দেখিতে দেখিতে স্থমিত্রা বলিল, “বা, বেশ চমৎকার দেখতে ত? আচ্ছা কালো রং কেন দিয়েছেন ?” মাধবী উত্তর দিল, “কালো রং পেছনে থাকুলে সাদা সূতো ভাল দেখা যায় বলে’ ” চবুকাটা দেখিতে দেখিতে দক্ষিণ দিকের কোণে হঠাৎ দৃষ্টি পড়ায় স্বমিত্রার মুখ আরক্ত হইয়া উঠিল। কিন্তু তখনি নিজেকে সংযত করিয়া লইয়া সে মুখ তুলিয়া চাহিয়া বলিল, “আচ্ছ, আমার নাম স্বমিত্রা, তা আপনি জানেন ?” স্বমিত্রার কথা শুনিয়া মাধবী প্রথমটা বিমূঢ় হইয়া নিঃশব্দে চাহিয়া রহিল ; তাহার পর মৃদু হাসিয়া কহিল, “হ্যা, আমি তা জানি।” “জানেন ? তাই বুঝি চবুকার কোণে আমার নামের রাজপথ \ున& প্রথম অক্ষরটা একেবারে খোদাই করিয়ে এনেছেন ?” বলিয়া সুমিত্রা হাসিতে লাগিল। চরকার দক্ষিণ কোণে স্বরেশ্বর তাহার নামের আদ্যাক্ষর ‘সু’ পরিচ্ছন্নভাবে ছুরি দিয়া খুদিয়া রাখিয়াছিল। লে-কথা মাধবীর একেবারেই মনে ছিল না ! স্বমিত্রার প্রশ্নে মনে-মনে বিশেষরূপে পুলকিত হইয়া সে বলিল, “ও-টা আমি খোদাই করিয়ে আনিনি ; ভগবানই খোদাই করিয়ে রেখেছেন ! মিল যখন হবার হয় তখন এমনি করেই হয় !" “কি করে’ হয় ?” মাধবী সাহাস্যে বলিল, “এমনি অক্ষরে অক্ষরে মিল হয় ।” মাধবীর কথা শুনিয়া স্বমিত্রার মুখ ঈষৎ আরক্ত হইয়া উঠিল। তাহার পর তাহার হাস্তোম্ভাসিত মুখ মাধবীর প্রতি তুলিয়া সে কহিল, "আবার মানুষে যখন ধরা পড়ে তখন এমনি কথায় কথায় ধরা পড়ে !” সশঙ্কচিত্তে মাধবী জিজ্ঞাসা করিল “কে ধরা পড়ে ?” সুমিষ্ট হাস্তে সমস্ত মুখখান লেপন করিয়া স্থমিত্রা বলিল, “মাধবী ধরা পড়ে ! নিজের পরিচয় নিজের কাধে বয়ে এনে যে পরিচয় লুকোতে চেষ্টা করে,সে ধরা পড়ে ” স্বমিত্রার কথা শুনিয়া বিস্ময়বিহবল-নেত্রে মাধবী ক্ষণকাল নিঃশব্দে চাহিয়া রহিল ; তাহার পর সহস৷ রহস্তের মৰ্ম্মোদঘাটন করিয়া নিজের দক্ষিণ স্বন্ধের উপর শাড়ীতে বিদ্ধ স্ববর্ণ ব্রোচের উপর হাত দিয়াই হাসিয়া ফেলিল। এই ব্রোচটিতে স্বর্ণক্ষরে লিখিত ছিল ‘মাধবী’ । সজ করিবার সময়ে অভ্যাসাকুযায়ী সে যখন এই বহু-ব্যবহৃত অলঙ্কারটি পরিধান করিয়াছিল তখন একেবারেই খেয়াল হয় নাই যে, ইহার মধ্যে তাহার নাম লিখিত আছে | অতি অল্প সময়ের মধ্যেই এই দুইটি পরস্পর-প্রত্যাশী হৃদয় স্বধৃঢ় বন্ধনে আবদ্ধ হইয় গেল। একই মাধ্যাকর্ষণ যেমন দুইটি বিভিন্ন স্রোতস্বতীকে টানিয়া টানিয়া সংযুক্ত করিয়া দেয়, তেম্নি স্বরেশ্বরের আকর্ষণ মধ্যবর্তী হইয়া এই দুইটি তরল প্রাণকে ক্রমশ: নিকট হইতে নিকটতর করিয়া অবশেষে একেবারে এক করিয়া দিল। ছুইটি