পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ) দাদা ভারি চাপা মাষ্ট্রঞ্জকেল কোনৰাই বলতে চান না। কিন্ম তোষাকে সূত্র এই অতিক্ষত্নের চত্বকাটি দেওয়াতে আমি নিঃসন্দেহে তে পেরেছি কত গভীরভাবে তিনি তোমাকে ভালোবাসেন * তাহার পর সংসাচুর্ক , ৰন্ধ কৰিয়া স্বমিত্রাকে জড়াইয়া ধরিয়া মাধবী ব্যস্ত হইয়া কহিল,"এ কি হুমিত্ৰা । তুমি কাছে কেন, ভাই : তোমার মনে এমন দুঃখ হবে জানলে আমি কখনই সব কথা তোমাকে বস্তাম न !” এ অনুতাপ-প্রকাশে অশ্রু কিছুমাত্র বাধা না মানিয়া বাড়িয়াই গেল। তখন ব্যস্ত হইয়া মাধবী সুমিত্রাকে শাস্ত করিতে লাগিল । সুমিত্রা প্রকৃতিস্থ হইলে মাধবী আৰ্দ্ৰকণ্ঠে বলিল, “তোমার দুঃখ আমাকে জানাবে না ভাই, স্বমিত্রা ?” স্বমিত্রা অশ্রু মার্জিত করিয়া মুছ হাসিয়া কহিল, “আজ তুমি প্রথম এসেছ, আজ তোমার সঙ্গে দুঃখ ভাগ করা ঠিক হবে না, ভাই। তুমি আমাকে চবুক চালান শিখিয়ে দাও।” মাধবী কিন্তু তেমন পত্রিীই নহে। ধীরে ধীরে সমস্ত কথাই সুমিত্রার নিকট হইতে জানিয়া লইল । সমস্ত গুনিয়া চিন্তিত হইয়া মাধবী ক্ষণকাল ভাবিতে লাগিল। তাহার পর স্বমিত্রার দিকে চাহিয়া প্রবলভাবে মাথা নাঞ্জি কহিল, ‘না, এ কিছুতেই হ'তে দেওয়া হবে না। যদি দরকার হয় বিমান-বাবুকে আমি অনুরোধ করব যাতে তিনি তোমাকে বিয়ে করতে রাজি না হন । বিমান-বাবু ভদ্রলোক ; কখনই তিনি এবিষয়ে অবিবেচনার কাজ করবেন না।” স্থমিত্ৰা উৎকণ্ঠিত হইয়া বলিল, “ন, ন, মাধবী, বিমান-বাৰুকে তুমি কোনো কথা বোলো না। তাতে খারাপ হবে।” মাধবী বলিল,“বেশ তা হ'লে তুমি নিজে শক্ত হোয়ো । ৬৯৭ S S AMAMAeMMAM AMAMMM MMMMMMMM MMMAMAMMAMMMS SSAAASAAAS তুমি যদি শক্ত হ’য়ে হাল ধরতে পার সুমিত্র, আমি ঠিক দাড় বেয়ে তোমাকে আমাদের বাড়ী নিয়ে যেতে পারি।” বলিয়। মাধবী হাসিতে লাগিল । e আরও কিছুক্ষণ কথাবাৰ্ত্ত কহিয়া এবং চরকা চালানর কৌশল সুমিত্রাকে যথাসম্ভব শিখাইয়া দিয়া মাধবী প্রস্থান করিল। * যাইবার সময়ে দুই বাহুতে সুমিত্রার গলবেষ্টন করিয়ু ধরিয়া সে বলিয়া গেল, “আমি তোমার আজীবন মুখ-দুঃখের সর্থী হলাম, মুমিত্রা । দরকার হ'লেই মনে কোরো ।” - মাধবী প্রস্থান করিলে মুমিত্রার মনে হইল তাহার বদ্ধ-জমাট ঘরের জানালা খোল পাইয়৷ হঠাৎ যেন বসন্তের এক ঝলক অবাধ উদাম হাওয়া বহিয়া চলিয়৷ গেল ! শুধু বঙ্কিয়াই গেল না, তাহার মন-নিকুঞ্জের সহস্ৰ কোরক ফুটাইয়া দিয়া গেল। তাহার চিত্তবীণায় গভীর ঝঙ্কার জাগাইয়া দিয়া গেল । অনচুভূতপূৰ্ব্ব আবেশে স্বমিত্রার মন আচ্ছন্ন হুইয়৷ আসিল ! মুরেশ্বরের নামের প্রথম অক্ষর যে তাহার নামেরও প্ৰথম অক্ষর, তাহ এপর্য্যস্ত এমনভাবে একদিনও মনে হয় নাই। চরকার সম্মুখে বণিয়া সেই সযত্ন-খোদিত অক্ষরটির প্রতি চাহিয়া চাহিয়া স্বমিত্রার মন দুলিতে আরম্ভ করিল। মনে হইল তাহা যেন শুধু বর্ণমালার একটি অক্ষরমাত্রই নহে, যেন প্রবল শক্তিসম্পন্ন কোন বীজমন্ত্ৰ ! ক্ষণকাল তন্দ্রবিমুগ্ধ থাকার পর সুমিত্র অঞ্চলে গলদেশ বেষ্টিত করিয়া চরকায় মাথা ঠেকাইয়ু পুন: পুনঃ প্রণাম করিল ; তাহার পর তাহার পড়িবার টেবিলের একধার মুক্ত করিয়া সযত্বে চরকাটি তথায় উঠাইয়া রাখিল । ( ক্রমশ: ) শ্ৰী উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়