পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] উত্তর-বঙ্গ-সেবাশ্রম ৭২৫ উত্তর-বঙ্গ-সেবাশ্রম o *缸 o أي L D DDD D SAeAAAS আশ্রমের চিকিৎসাধীন রোগীদের অবস্থা- বালক-বালিকার সংখ্যাই অধিক উত্তর-বঙ্গ- সবাশ্রমের এ স্মীর রাজসাহী জেলায় বিভিন্ন স্থানে কেন্দ্র স্থাপন কfরয়। পুর্ণ উদ্যমে সেবা-কার্য্য চালাইতেছেন । র্তাহাদের প্রচেষ্টায় নাটোর মহকুমায় একটি কালাজ্বর দাতব্য চিকিৎসালয় স্থাপিত হইয়াছে। বর্তমানে ৯০টি রোগী চিকিৎসাধীন আছে ; প্রতিদিনই নূতন নূতন রোগীর সমাগম হয়। একমাত্র নাটোর মহকুমাতেই দুই হাজারের উপর কালাজরের রোগী আছে । ইহাদের চিকিৎসার জন্য অন্তত: ১৫টি গ্রাম্য-কেন্দ্র স্থাপন করা য়োজন । এই জেলার অন্যান্য মহকুমাতেও কালাজরের রোগীর সংখ্য অল্প নহে । সাধারণের সমবেত চেষ্টা ব্যতীত এই দুর্ভাগ্যদের জীবনরক্ষার কোনই উপায় নাই । আমরা আশা করি জনসাধারণ যথাসাধ্য সাহায্য করিয়া কৰ্ম্মীদিগের উৎসাহ বৰ্দ্ধন করিবেন ও লো ক-সেবায় সহায় হইবেন। আশ্রমের অধ্যক্ষ স্বামী সত্যানদের নিকটে (পো: নওগ, জেল রাজসাহী ) সাহায্য পাঠাইতে হইবে ।