পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“সত্যমৃ শিবম্ সুন্দরমূ” “নায়মাত্মা বলহীনেন লভ্যঃ” ২৩শ ভাগ NうNうo ৬ষ্ঠ সং २झ ९€3 চৈত্র, ১ সংখ্যা মাঘের বুকে সকৌতুকে কে আজি এল ? মাঘের বুকে সকৌতুকে কে আজি এল, তাহা শামা ন জানে প্রভাতী-গানে কি নামে তাবে ডাকে বুঝিতে পারে। তুমি ? আছে কি নাম কোনো ? শোননি কানে, হঠাৎ গানে কহিল, “আহ, আতl," কোকিল শুধু মুহু হু সকল বন-ভূমি ? আপন মনে কুহরে কুহু শুষ্ক জরা পুষ্প-ঝরা, ব্যথায় ভরা বাণী । হিমের বাযে কুঁ{ণন-ধর কপোত বুঝি শুধায় শুধু, “জানি কি, তারে জানি ?" শিথিল মন্থর y ه با سه o ওঠে মাতি’ “কে এল” বলি’ তরাসি উঠে শীতের সহচর। আমের বোলে কি কলরোলে স্ববাস ওঠে মাটি অসহ উচ্ছ্বাসে । গোপনে এল, স্বপনে এল, এল যে মায়া-পথে, আপন মনে মাধবী ভণে কেবলি দিবfরাতি পায়ের ধ্বনি নাহি । “মোরে সে ভালোবাসে ।" ছায়াতে এল, কায়াতে এল, এল সে মনোরথে অধীর হাওয়া নদীর পারে দখিন-হাওয়া বাহি’ । ক্ষ্যাপার মত বহিছে ক’রে অশোক-বনে নবীন পাতা “বল ত কি যে করি ?” আকাশ পানে তুলিল মাথ, শিহরি’ উঠি' শিরীষ বলে, “কে ডাকে মরি, মরি।” কহিল, “এসেছ কি ?” মৰ্ম্মরিয়া থরথর কঁাপিল আমলকী । কেন যে আজি উঠিল বাঞ্জি’ আকাশ-কঁাদ বঁাশী জানিস্ তাহা নাকি ? কাহারে চেয়ে উঠিল গেয়ে দোয়েল চাপা-শাথে রঙীন যন্ত মেঘের মত কি যায় মনে ভাসি’ “শোন গো, শোন শোন ।” কেন যে থাকি থাকি' ?