পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৬৬ جیمی هاه SAASAASAASAASAASAASAASAASAA AAAS AAASASAAAAASAAAAMAAAASASASS ऋभ कब्र !* সহসা দ্বারের দিকে দৃষ্টি পড়িতেই লগ্নাজিত শিহরিয়া উঠিল। তাহার গগুৰয় অসম্ভবরূপ রক্তিম জাভা ধারণ করিল। সে নীরব নিম্পদের স্তায় পড়িয়া রহিল । ধীরে ধীরে শয্যাপার্থে উপস্থিত হইয়। আগন্তুক অপলকনেত্রে লগ্রাজিতার মুখের দিকে চাহিয়া রহিল। তার পর বাপরুদ্ধকণ্ঠে কহিল—“এডক্ষণ বাইরে থেকে তোমার সব কথাই শুনেছি, ভগ্নী। কিন্তু, ক্ষমা চাইবার কোন কাজ ত তুমি করনি, বরং আমিই আজ তোমার কাছে নতমস্তকে ক্ষমার ভিখারী । সে-দিন অবিশ্বাসের কাজল চোখে লেপে তোমার উপর অদ্যায় দোষারোপ করেছিলুম ; তাই প্রভু আজ আমায় জীবন-মরণের সমস্তায় ফেলে, সে ভ্রম ভেঙ্গে দিলেন । আর দিলেন-যতদিন বেঁচে থাকৃব, ততদিনের জন্য একটা তীব্ৰ অমুশোচনা ৷” লগ্নাজিত ধীরে ধীরে চক্ষু মেলিয়৷ মৃদ্ধস্বরে কহিল – “প্রভুর রুপায় আজ আমার সকল সাধ পূর্ণ হয়েছে, ন-চাওয়ার মধ্য দিয়ে তিনি আমায় যে এতটা পাইয়ে দিলেন, এ করুণা শুধু তাতেই সাজে ! অহুশোচন কেন ভাই ? আমি ত তোমার জন্য এ জীবন উৎসর্গ করিনি ; সেবাই আমার জীবনের উদ্দেশু, তাই সেবাতেই আত্মনিয়োগ করেছি। আশীৰ্ব্বাদ কর, জন্মজন্মাস্তরে - যেন এমুনি করে পুরের জন্ত জীবন ত্যাগ করতে পারি।" যুবরাজ কথা কহিতে পারিলেন না ; তাহার নয়নআসার লগ্নাজিতার হস্ত ভিজাইয়। দিল । লগ্নাজিত৷ বলিল—“ছি ভাই, আনন্দের দিনে এমন উত্তল হ’য়ো ন। ভগ্নীর উপর যদি যথার্থই সহানুভূতি এসে থাকে, তুমিও দরিত্রের সেবায় আত্মোৎসর্গ কর ; তাতেই ভায়ের উপযুক্ত কাজ করা হবে।” তার পর গুরুর দিকে ফিরিয়া প্রশাস্তকণ্ঠে কহিল—“প্ৰভু ! একটি কথা জানতে সাধ হচ্ছে ; এ দীনা কি নিৰ্ব্বাণের অধিকারিণী ?" সন্ন্যাসী এতক্ষণ নিৰ্ব্বাক্ হইয়াছিলেন ; এবার গাঢ়স্বরে বলিলেন--"ওঁ কথা আমায় জিজ্ঞাসা করবার আগে, নিজের মনকে প্রশ্ন করলেই পাৰ্বতে, মা। বাসনার নিৰ্ব্ব-স্তু ত সামনেই হয়ে শূেল অস্তরের নির্বাণ

  1. . - **

তোমায় কত তিরস্কার করেছিলুম। এস অপরাধিনীকে জাতি যে তোমার চোখে-মুখে ফুটে রয়েছে। মারের - [ ২৩শ ভাগ, ২য় খণ্ড مسيحیہمحیاميم حمیم. সাধ্য কি যে ওই পবিত্র অঙ্গ স্পর্শ করে।” লয়াজিতার নয়নজ্যোতি মলিন হইয় আসিতেছিল। গুরু-বাক্য তাহার বদনে তৃপ্তির রেখা ফুটাইয়া তুলিল । বহু কষ্টে সে হস্ত উত্তোলন কল্পিয় সিদ্ধাচাৰ্য্যকে প্রণাম করিতে গেল, কিন্তু সমর্থ হইল না। সন্ন্যাসী তাহা বুঝির নিকটে আসিয়া বলিলেন—“থাকৃ মা, আমি তোমার প্রণাম গ্রহণ করছি।” অতি কষ্টে লগ্নাজিত বলিল—“অস্তরে নিৰ্ব্বাণআলোক প্রজ্জলিত করে তাপসী গৌতমী প্ৰভু অমিতাভের চরণে যে আত্মনিবেদন করেছিলেন, সেই পবিত্র গাথা আমায় একবার শ্রবণ করান । সিদ্ধাচাৰ্য্য উদাত্তস্বরে আবৃত্তি করিতে লাগিলেন— “বুদ্ধবীর নমোতাখ, সবসত্তানমুমম্। যো মাং দুকুখ পমোচেলি অঞ,ঞং চ বহুকং জনং। সবব দুকুখং পরিঞ এগতং হেতুতহ বিসোসিত । অরিয়টুঠঙ্গিকে মগ গৈ নিরোধো ফুসিতো ময় ॥ মাতা পুত্তো পিতা ভাত অৰ্য্যিকা চ পুরে অহং । যথা ভূচং অজানস্তী সংসারিহং অনিচ্চিসং ॥ দিটুঠোহি মে সে ভগবা অস্তিমোযং সমুদ্রসধো । নিকৃথীনে জাতি সংসারে নখি দানি পুনর্ভবো ॥" + সঙ্গে সঙ্গে মৃত্যুদূত লগ্রাজিতার জীবনের উপর মরণের যবনিকা টানিয়া দিল। সন্ন্যাসীর সে গভীর স্বরও যেন দূরে, বহুদূরে ছড়াইয়া লগ্রাজিতার আত্মাকে অমৃতলোকের পথ দেখাইয়া চলিল। উদয়াদিত্য পরম শ্রদ্ধার সহিত মরণtহতার শয্যায় মস্তক অবনত করিল। শ্ৰী বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায় 'श् बूकमश्। त्रु गोबरबर्छ। आणनात्क नबकाब्र। কেবল জামাকে নহে, বহুজনকে আপনি দুঃখমুক্ত করিয়াছেন। এখন আমি সৰ্ব্বদুঃখপরিজ্ঞাত এবং দুঃখের হেতুভুত তৃষ্ণও এখন श्रांभांद्र बिरुक-विभूब्रिठ ॥ ७थन श्रांभि श्रांर्षी श्रहेत्रिभार्श चवजश्वप्न নিৰ্ব্বাণ-সাক্ষাৎ পাইয়াছি। ইতিপূৰ্ব্বে আমি মাতা পুত্র পিতা জাত আর্য্য হইয়া কতবারই সংসারে জাসিয়াছি । যখজ্ঞানের অভাৰে বার वांग्न जांभांद्रे मरणांटग्न श्रांनिष्ठ इऐब्रांरक्ष । किरू अशांब्र थांबि छांमरमरब আপনাকে দর্শন করিয়াছি । স্বতরাং এই আমার শেখ দেহ-ধারণ। dरैवान्न श्रांभांब्र छन्नप्°य; थांब्र त्रांभांब्र शूनङ्ग९°खि नोंदे । दए জন্মান্তরের পর জন্মের হেতু তৃষ্ণাকে চিনিয়াছি, আর তাহাকে পরিত্যাগ করিতে সমর্থ হইয়াছি । স্বতরাং আমি এখন মুক্ত-অৰ্থৎ।”