পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

beste প্রবাসী—চৈত্র, ১see [ २थ* छीन, २ग्न थस মোট সংখ্যা ১,১৪,৯১২ ধরিলে তাহারাই বাঁকুড়ার প্রধান অধিবাসী। বাকুড়ার সর্বাপেক্ষ দুঃখের বিষয় এই, যে, এই জেলায় প্রতি লক্ষে ২৭০ জন কুণ্ঠরোগগ্ৰস্ত। ভারতবর্ষের আর কোন জেলায় কুষ্ঠের প্রাদুর্ভাব এত বেশী নহে। বঙ্গে ইহার নীচে বীরভূম ( ১৪৮ ) বৰ্দ্ধমান ( ১১২ )। ইহার কারণ কি, বলিতে পারি না। বাঁকুড়ার কোন থানার এলাকায় লাখে কত কুষ্ঠী, লিখিতেছি :-বাঁকুড়া ৬৩৬, ছাতন ২৩১, ওন্দা ৩৪৫, তালডাংরা ২৯৭, গঙ্গাজলঘাটী ৫৪°, শালতড়া ৪৬৬, বড়জোড়া ৩৫৪, মেঝ্যা ৪৫২, খাতড়। ১৮৬, ইন্দপুর ৪২৩, রাণীবধি ৭৬, রাইপুর ১৩১, শিমলাপাল ২২৭, বিষ্ণুপুর ১৭০, জয়পুর ৯৪, পত্রিশায়ের ৮২, রাধানগর ১১৪, ইন্দস ৫৪, সোনামুখী ৩০৮, শিরোমণিপুর ৩২, কোতুলপুর ৭৪। প্রকৃত সংখ্য। ইহা অপেক্ষ অনেক বেশী । কারণ, নিজেকে কুষ্ঠরোগী বলিয়া প্রকাশ করিতে লোকে চাহে না, এবং কেহ কেহ জানেও না, যে, তাহার এই ব্যাধি হইয়াছে । এই জেলার শতকরা ৭৭ জন লোকের নির্ভর চাষের উপর ; অথচ নানা কারণে এখানে চাযের অবস্থা ভাল নহে। পূৰ্ব্বে সেই-সকল কারণের উল্লেখ করিয়াছি। বাকী শতকরা ২৩ জনের নির্ভর অন্যান্য কাজের উপর । বঙ্গে গড়ে প্রতি কৃষিকৰ্ম্মীর ভাগে ২,২১৫ একর চাষের জমী পড়ে ( এই জেলায় কত বলিতে পারি না ) । ইংলণ্ডে প্রতি কৃষিকৰ্ম্মীর ভাগে ২১ একার পড়ে। চাষী শ্রেণী সকলের আবালবৃদ্ধবনিত সকলের মধ্যে যদি উৎপন্ন শস্য সমান ভাগ করিয়া দেওয়া হয়, এবং যদি মেদিনীপুরে প্রত্যেকের ভাগের শস্তের দাম একশত টাকা ধরা হয়, তাহা হইলে সরকারী রিপোর্ট, অনুসারে বাকুড়া সব ডিবিজনে প্রত্যেক ভাগের দাম হইবে ১৩৫৪ টাকা, নোয়াখালীতে ১৩৯e, ত্রিপুরাজেলায় ১৪০২, মৈমনসিংহে ১৪২৩, ফরিদপুরে ১৪২৬, রাজশাহীতে ১৪৮১, ঢাকায় ১৪৮৮, বাকরগঞ্জে ১৫৩৩, নদিয়ায় ১৭১-2, এবং যশোরে ১৭৪৬ । এ জেলায় ষে চাষে ফসল কম হয়, তাহা এই তালিকা দ্বারা প্রমাণ হইতেছে। তাহার তালিকা Se, Sā్కపె83 | মাতৃ ভাষা। বাংলা হিন্দী ও উর্দু, পূৰ্ব্ব পাহাড়িয়া খেরওারী * কুরুখ, ওড়িয়। গুজরাতী মরাঠী পঞ্জাবী রাজস্থানী তামিল তেলুগু ইংরেজী পোর্তুগীজ এ জেলায় কত লোকের ८कांन् खांब भांङ्छांव, জিতেছি । মোট লোকসংখ্যা লোকসংখ্যা । హె,38,వాtఆ 8ססס\" و& У о У У a o २१३ כ\8 ు ኟግ צס\ রাজস্থানী ভাষা মাড়োয়ারীদের মাতৃভাষা। বাঁকুড়া জেলায় যাহাঁদের জন্ম এরূপ লোকের সংখ্যা ১৯২১ সালে ১১,১২,২২২ ছিল । কিন্তু তাহার মধ্যে গণনার সময় ৯,৯০,৩৫৩ জন এই জেলায় ছিল ; বাকী অন্যত্র বাস করিতেছিল। বঁকুড়া জেলায় র্যাহার জন্ম বা নিবাস, এই প্রবন্ধটি এরূপ কাহারে চোখে পড়িলে তিনি ইহার্তাহার আত্মীয়স্বজন বন্ধুবান্ধবকে পড়িতে বলিলে অমৃগৃহীত হইব। এই জেলার দুরবস্থা দূর করিবার জন্য কি করা উচিত, ও কি করা হইতেছে, অতঃপর তাহার আলোচনা যথাসাধ্য করিব । ২৬শে ফাঙ্কন, ১৩৩০ ৷ ঐ রামানন্দ চট্টোপাধ্যায়

  • সাঁওতালী, হে, কোড়, মুওারী, প্রভূতি ভাষা ইহার অন্তর্গত ।