পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুল-প্রদীপ (গুজরাট উপকথা ) এক গরীব ব্রাহ্মণের একটিমাত্র ছেলে । ছেলেটির যেমন বুদ্ধি তেমনি লেখাপড়ায় মন । কিন্তু ব্রাহ্মণের অদৃষ্ট খারাপ, তিনি পয়সার অভাবে ছেলেকে একটু আদর করতে পারেন না, ভাল করে খেতে দিতে পাবেন না। এইজন্যে তার মনে বড় দুঃখ । একদিন ছেলেকে ডেকে তিনি বললেন, “তোমার নাম রেখেছি কুল-প্রদীপ, আমার আশা আছে ভবিষ্যতে আমার বংশ তুমি উজ্জল করবে। কিন্তু এখন যে তোমায় খেতে দিতে পারছি না, তাব কি ?” কুল-প্রদীপ ছেলেমানুষ হ'লে কি হয়, বাপের কষ্ট সে খুব বুঝত। সে বললে, “বাবা তুমি কিছু ভেব না, আমি এবার নিজে রোজগার করতে চললুম।” ব'লে ত সে গ্রাম ছেড়ে সহরে চ’লে গেল । সেখানে গিয়ে বাজারের মাঝপানে একু দোকান খুলে বসল। দোকানে জিনিষের মধ্যে ছিল, একটা খালি বাক্স, খানকতক সাদা কাগজ, আর দোয়াত-কলম। তার পব দোকানের সামনে দাড়িয়ে সমস্তদিন ধ’রে চেচাতে লাগল, *এখানে বুদ্ধি বিক্ৰী আছে, যে দামের চাও সেই দামের পাবে। কে নেবে গো চলে এস।” তাই না শুনে কত লোক ভিড় করতে লাগল, কিন্তু অতটুকু ছেলের কাছ থেকে কে আর বুদ্ধি নিতে যাবে? যে আসে সেই একটু দাড়িয়ে দেখে চলে যায়, খদের আর জোটে না। শেষটা সন্ধ্যে যখন হয়-হয়, তখন গোবর-গণেশ ব’লে একটি ইঁদা ছেলে সেইখন দিয়ে যাচ্ছিল, সে কিসের গোলমাল হচ্ছে, এগিয়ে দেখতে এল। “বুদ্ধি চাই, বুদ্ধি SAAAAAA S S AAAAA HHHS SJGGS SCA AJHHHHu 9יחלזונfהל জিনিষ বিক্রী হচ্ছে, তাই সে গম্ভীরভাবে জিজ্ঞেস করলে, “কত ক’রে সের দিচ্ছ ?” কুল-প্রদীপ তখনি জবাব দিলে, “ওজন ক’রে বিক্ৰী করি না, যেমন পয়সা দেবে, ঠিক তেমনি জিনিষ পাবে।” গোবর-গণেশ বললে,“তবে দাও ত দেখি দুপয়সার!” তার হাত থেকে দুটাে পয়সা নিয়ে কুল-প্রদীপ এক টুকুরো কাগজে লিখলে, “দুজন লোক যেখানে ঝগড় করবে, সেখানে কখনো দাড়ি ও না ।” লিখে সে গোবরগণেশের ক্টোচার খুটে কাগজটা বেশ ক'রে বেঁধে’ দিলে । তাই নিয়ে ত গোববগণেশ বাড়ী চলল। বাড়ী গিয়ে তার বাবাকে বললে, “আমি দুপয়সায় বুদ্ধি কিনে এনেছি !” তাব বাবার নাম ছিল ধতুৰ্দ্ধর । তার টাকাকড়ি ছিল অনেক হাজার, কিন্তু কানাকড়ির বুদ্ধি ছিল না। তিনি ত শুনেই দেখতে চাইলেন, কিরকম বুদ্ধি কেন হয়েছে। দেখে’ই মহাখাপ্পা ! বললেন, “সকলেই জানে যে ঝগড়ার কাছে দাড়াতে নেই, খালি তুই জানিস্ না । তাই ব’লে এই দুলাইনের জন্যে দু-দুটো পয়সা খরচ করলি ?” তখনি তিনি বুদ্ধির দোকানে গিয়ে হাজির হলেন, তার পর কুলপ্রদীপকে যা-নয় তাই ব’লে গালাগালি দিতে লাগলেন। সে চুপটি করে শুনতে লাগল, শেষটা যখন তিনি বললেন, “তুমি আমার ছেলেকে বোকা পেয়ে পয়স ঠকিয়ে নিয়েছ, এখনি ফিরিয়ে দাও, নইলে চৌকিদার ডাকব !”—তখন কুলপ্রদীপ বললে, “ও কিনতে এসেছিল তাই বিক্ৰী করেছি। এখন ও যদি আমার বুদ্ধি ফেরৎ দেয়, তা হ’লে আমিও পয়সা ফিরিয়ে দেব।” ধনুৰ্দ্ধর কাগজখানা দোকানের বাক্সের উপর রেখে দিলেন । কল পদীপ মাথা নেড়ে বললে, “উচ্চ কাগজ