পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

tూమ్రుతి حیی .ھی_ অর্থ ব্যয় করিতেছে। । ফ্রান্স, নিজের খরচ ধার করিয়া চলাইয়াও চেকো-সোভাকিয়া, এস্থোনিয়া, লথুয়ানিয়া, পোল্যাণ্ড, ইউগো-সুভিয়া, রুমেনিয়া প্রভৃতিকে অজস্র অর্থ সাহায্য করিয়াছে। উদ্দেশু, েৈয়ারোপে আপনার এবাধিপত্য স্থাপন। ফলে যুদ্ধের জন্ম ফ্রান্স, যা ধার করিয়াছিল, শাস্তির পরে তাহা অপেক্ষা অধিক ধার করিয়াছে। ১৯০৯ খৃঃ অব্দে ফ্রান্সের ১৪৪৮ বিলিয়ন ফ্রাঙ্ক ধার ছিল। ১৯২৩ খুঃ অব্দে ফ্রান্সের ৩• বিলিয়ন ফ্রাঙ্ক ধার হইয়াছে। এত ধার করিয়া ফ্রান্সের টাকার বাজারে দুর্ণাম হইয়াছে। আজ বেশী জদেও ফ্রান্সে টাকা পাইতে অসুবিধা হইতেছে। কাজেই ছাপাখানায় মোট ছাপা থামিতেছে না। ফ্রাঙ্কের মূল্যও গড়াইতে স্বল্প করিয়াছে । শাস্তিপূজা ছাড়িয়া শক্তিপূজা করিলেই এই দশ হয়। রুশিয়া, অষ্টিয়া, পাল্যাণ্ড ও জাৰ্ম্মেনী একপ্রকার দেউলিয়া । এবার বুঝি ফান্সের পালা । আ ভারতের দারিদ্র্য স্যার মোক্ষগুণ্ডম বিশ্বেশ্বরায় বলেন— “যুদ্ধের পূৰ্ব্বে ভারতের সম্পত্তির মোট পরিমাণ পাচ হাজার চারি শত কোটি টাকার বলিয়া নির্দেশ করা হইয়াছিল । ইহাতে জন প্রতি ১৮• < টাকার দম্পত্তি হয় । ক্যানাডায় জন প্রতি সম্পত্তি ৪,৪০০ টাকার কিছু বেশী ; ব্রিটিশ যুক্তরাজ্যে ( বিলাতে ) জন প্রতি ৬০ ০০২ ৷ বৰ্ত্তমান সস্ত টাকার দিনেও ভারতের জন প্রতি বাৎসরিক আয় ৪৫২ হইতে ৬• < টাকার ভিতর । উৰ্দ্ধতম ৬০ ২ টাকা ধরিয়া হিসাব করিলেও জন প্রতি মাসিক আয় দাড়ায় পাচ টাকা করিয়া । . ক্যানাডায় জন প্রতি বাৎসরিক আয় se-২ টাকা, বিলাতে ৭২৪২ টাকা। সমগ্র ভারতের বাণিজ্য জন প্রতি ২০ < হইতে ২৫২ টাকা ; ক্যানাডায় ৫১০ ও বিলাতে ৬৪০ আমাদের অধিকাংশ মাম্য দ্বীন’ ভাবে জীবন নিৰ্ব্বাহ করে বলিয়া মৃত্যুর হার ভারতবর্ষে ভয়ানক উচু। ভারতবর্ষে যেখানে হাজারে ৩• هههد ,astm-saه I ૨૭ન છાજ, ૨, ૧૭ SAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAAS জনেরও বেশী মৃত্যু হয় সেখানে পূৰ্ব্বোক্ত দুই দেশে মৃত্যুর হার হাজারকরা ১৪ জনেরও কম । ভারতে মানুষের বঁচিবার অাশা গড়ে ২৪ বৎসর, ইউরোপে প্রায় ৪৫ বৎসর। শিক্ষার অবস্থাও এদেশে অতি হীন । শতকরা ছয় জনেরও কম লিখিতে পড়িতে জানে। যেকোনো মাপকাঠির দ্বারা পরীক্ষাতেই ভারতের এই দীনতা ও অক্ষমতা প্রকাশ পায়।” স্বাধীন মুসলমান স্তর টমাস আরনল্ড বলেন, পৃথিবীর ২২ কোটি মুসলমানের মধ্যে মাত্র তিন কোটি চল্লিশ লক্ষ মুসলমান স্বাধীন ও ইউরোপীয় শাসন হইতে মুক্ত । এই অল্পসংখ্যক স্বাধীন মানুষগুলিও যে জগদব্যাপারে নিতান্ত নগণ্য নহে ইহা মুসলমানদের পৌরুষ ও শক্তিমত্তার পরিচায়ক । জগতে হিন্দুর সংখ্যা আহমানিক ২২ কোটি ২৪ লক্ষ ; ইহার মধ্যে নেপালের আন্দাজ পঞ্চাশ লক্ষ ও বিদেশীয় দুই চার জন হিন্দু নাগরিককে বাদ দিলে প্রায় সকলেই পরাধীন। - তুরষ্কের রেড ক্রেসেণ্ট মিশন তুরষ্কের রেড, ক্রেসেণ্ট মিশনের চারিজন প্রতিনিধি আনটোলিয়ার স্বদেশপ্রত্যাগত তুর্ক, বন্দীদের দুৰ্গতি মোচনের উদ্দেশ্যে ভারতে অর্থ সংগ্ৰহ করিয়া বেড়াইতেছেন। মিঃ মেহিউদ্দিন জামাল নামক মান্দ্রাজের এক ধনী বণিক্‌ এক লক্ষ টাক। ইহঁাদের হাতে দান করিয়াছেন । ইহা তাহার তুর্ক-গ্রীতির পরিচায়ক সন্দেহ নাই। এরকম বদান্ততাও প্রশংসনীয়। যাহা হউক, উত্তর-বঙ্গের বস্তাপীড়িত লক্ষ লক্ষ মুসলমানের দুঃখ মোচনের জন্ত ইনি কত টাকা দান করিয়াছিলেন, লোকে হয়ত তাহাও জানিতে চাহিতে পারে । আমাদের কথায় অনেকের ভুল বুঝিবার আশঙ্কা ও ফলে আমাদের উপর ক্লষ্ট হইয়া উঠিবার ভয় থাকিলেও, আমরা মুসলমান ভাইদের কয়েকটি কথা স্মরণ করাইয়া দিতে বাধ্য হইলাম । দুর্ভিক্ষ বঙ্গ ঝড় মহামারী