পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৯০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

:৬ষ্ঠ সংখ্যা ) আসল মংলবট ঢাকা দিবার জন্য ও তাছা সিদ্ধ করিবার জন্ত, তাহা হইলে ভাল কাজের বরাদেড় বাধা দেওয়া চলে। কিন্তু সেন্থলে বাধাদাতাদের বেসরক" ধ্যবস্থা দ্বার সেই ভাল কাজ করিবার ক্ষমতা থাকা উচিত। দুর্ভিক্ষে, মহামারীতে, জলাভাবে লোকের প্রাণ যাইতে বসিলে তাহ রক্ষার জন্ত সরকারী টাকার বরাদ এইজাতীয় । কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার কয়েকটি প্রশ্নপত্রে এরূপ ছাপার ভুল অাছে, যে, প্রশ্নগুলির ঠিক উত্তর দেওয়া অসম্ভব। এরূপ ভুল নূতন নয়। প্রশ্নপত্র বিলাতে ছাপা হয় বলিয়া এইরকম ভুল হয় । কিন্তু কারণ যাহাই হউক, ভুলের জন্য পরীক্ষিত ছাত্রদের ক্ষতি হওয়া উচিত নয় । অধিকাংশ ছাত্রছাত্রীই ত পাস হয় ; সব ক’টাকেই পাস করিয়া দিলে আর দুঃখ থাকে না । ভবিষ্যতে যদি এরূপ বন্দোবস্ত করা হয়, যে, পরীক্ষার ফী জমা দিলেই পাস্, তাহা হইলে প্রশ্নপত্র ছাপান, পরীক্ষকদিগকে টাকা দেওয়া, নানা কেন্দ্রে পরীক্ষার বন্দোবস্ত করা, ইত্যাদির খরচটা বাচিয়া যায়, এবং ছেলেমেয়েগুলাও অনেক ঝঞ্জাট ও উদ্বেগ হইতে নিস্কৃতি পায় । প্রশ্নপত্ৰসকল বিদেশে মুদ্রণের বন্দোবস্তের মধ্যে যে গভীর জাতীয় অপমান ও কলঙ্ক উহ রহিয়াছে, তাহা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতার হুঙ্কারকারীদেরও ভাবিয়া দেখিবার বিষয় । বিশ্ববিদ্যালয়কে তাহারা এবিষয়ে স্বাধীন করিতে পারেন নাই । এদেশে প্রশ্ন না ছাপাইবার কারণ এই যে, প্রশ্ন চুরি যাইতে পারে। চুরির সুবিধার জন্য খুস্থ দিবার ও যুদ্ৰ লইবার লোক অনেক আছে । অন্ত সব দেশের লোকেরা আমাদের চেয়ে সাধু কি অসাধু, তাহ বিবেচনা করিবার আবশ্বকতা নাই। অন্য সভ্য দেশের লোকেরা কিন্তু নিজেদের প্রশ্ন নিজেরাই ছাপে ; হয় ত তাহাতে কখন কখন পরীক্ষার আগেই প্রশ্ন বাহির হইয়াও যায়। কিন্তু তথাপি তাহারা অন্য দেশে ছাপিবার হীনতা স্বীকার করে না । আমেরিকার প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে ও অন্য কোন কোন স্থানে পরীক্ষার সময় ছাত্রদের পাহারা দিবার বন্দোবস্ত নাই ; তাহাদের আত্মসম্মানবোধের ( sense of honourএর ) উপর নির্ভর করা হয় । শাস্তিনিকেতন এহ্মচৰ্য্য আশ্রমের নিয়মও এইরূপ । খলিফার পদ লোপ - • মৌলানা শোকৎ আলি মুস্তাফ কমাল পাশা মহাশয়ের বিবিধ প্রসঙ্গ—খলিফার পদ লোপ bNుని SAASA SAASAASSAAAAA AAAASAAAAASA SAASAASSAAAAAAS AAAAA AAAASA SAMSAeSeSASAMSeeAMSASAMSA SAASAASAASAASAASAAAS খিলাফৎ সম্বন্ধীয় টেলিগ্রামের উত্তরে ঠিকৃই লিথিয়াছেন, যে, উহা বিশদ নহে । যাহা হউক, উহা হইতে একটা কথা বেশ পরিষ্কার বুঝ। যাইতেছে, যে, তুরস্ক গবর্ণমেণ্ট কেবল ভূতপূৰ্ব্ব তুরস্ক-স্বলতানকে খলিফার পদ হইতে ববৃথাস্থ করেন নাই, খলিফার পদটাই উঠাইয়া দিয়াছেন । ইহাতে ভারতীয় ও অন্যান্যদেশীয় মুসলমানদের ক্ষুব্ধ হইবারই কথা। কারণ, খলিফা মুসলমানদের ধৰ্ম্মনেতা, এবং তাহদের তীর্থস্থানসকল রক্ষা করা ও তখায়.নিরাপদে তীর্থদর্শনাদি অর্থাৎ হজ করিতে মুসলমানদিগকে সমর্থ কর। তাহার কাজ ছিল । ভূতপূৰ্ব্ব খলিফাকে পদচ্যুত করিয়া তাহাকে তুরস্ক হইতে বহিষ্কৃত করিবার কারণ বুঝ। কঠিন ; নহে । তুরস্কে সাধারণত স্ত্র প্রতিষ্ঠিত হইয়াছে তাহার দ্বারা আগেকার স্বলতান-খলিফা রাষ্ট্রীয় ক্ষমতা ছ’তে বঞ্চিত হইয়াছিলেন । তাহার রাজত্ব লোপে তাঁহার ও তাহার বংশের ও দলের সকল লোকের আননা হইয়াছে, মনে করিবার কারণ নাই ; বরং দুঃখ ও ক্রোধ হইবারই কথা । সেই কারণে, তিনি বা র্তাহার বংশের বা দলের কেহ কথন ষড়যন্ত্র করিয়া রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করিতে চেষ্টা করিবেন না, ইহা বিশ্বাস করা কঠিন ; অন্ততঃ তিনি ও র্তাহার পরিবারবর্গ দেশে থাকিতে এ বিষয়ে সৰ্ব্বদাই সাধারণতন্থের কৰ্ম্মীদের মনে সন্দেহ থাকিবে । এরূপ সন্দেহ যে অমূলক নহে, তাহ প্রমাণ এই, যে, ভূতপূৰ্ব্ব স্বলতান-খলিফাকে স্বইস্ গবণমেণ্ট তাহাদের দেশে থাকিতে এই সৰ্ত্তে অনুমতি দিয়াছেন, যে, তিনি কোনপ্রকার রাজনীতির সহিক্ত জড়িত থাকিবেন না ; তা ছাড়া, তিনি যে হোটেলে আছেন, তাহাতে তুর্ক রাজকীয় পতাকা উড়ান হইয়াছে ( এবং তুরস্ক সাধারণতন্ত্র তাহাতে আপত্তি করিয়াছেন )। তাহাতেও বুঝ। যাইতেছে, যে, তিনি এখনও জানিকে স্বলতান ও খলিফা মনে করেন। অতএব বুরু গেল, নিঃসন্দেহ হইবার জন্য, যড়যন্ত্রের সম্ভাবনা লোপ করিকল্প জন্য এবং সাধারণতন্ত্রের ভিত্তি দৃঢ় করিবার জন্য ভূতপূৰ্ব্ব মুলতান-খলিফাকে পদচু্যত ও বহিষ্কৃত করা হইয়াছে । অনেক দেশে রাজতন্ত্র লুপ্ত ও সাধারণতন্ত্র প্রতিষ্ঠিত হইবার সঙ্গে সঙ্গে রাজা ও রাজবংশের অনেকে নিহত হইয়াছিলেন । ইংলণ্ডে ফ্রান্সে ও ৯ রাশিয়ায় এইরূপ ঘটিয়াছিল। চীনদেশে তাহা হয় নাই, তুরস্কেও তাহা । হয় নাই। এ বিষয়ে অধৃষ্টিয়ান ও “অসভ্য তুর্কের খৃষ্টিয়ান ও সহ্য অনেক ইউরোপীয় জাতি অপেক্ষ মামুষের মত ব্যবহার করিয়াছে তাহারা , তাহাদের ভূতপূৰ্ব্ব| রাজাকে কেবল পদচু্যত ও বহিষ্কৃত করিয়াছে । এখন প্রশ্ন উঠিতে পারে, যে, ভূতপূৰ্ব্ব স্বলতান