পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্য } جیس*حمتہ حمیہ = ফ্রান্সের বন্ধুত্বের বন্ধন খুব দৃঢ় করে এলেন। দেশে ফেরবার সময় তিনি ফ্রা-নরাইয়ের কাছ থেকে তিন জন দূত ও বারোজন মান্দারিনকে সঙ্গে নিয়ে এসেছিলেন। এ ছাড়া তাদের সঙ্গে কয়েকজন যুবক ফ্রান্সে লেখা-পড়া শিখতে এসেছিল। শ্যামরাজ ফরাসী পাদ্রিদের তার রাজত্বে বাস করতে এবং সেখানে তাদের ধৰ্ম্ম প্রচার কবৃবার অধিকার দান করে এক সন্ধিপত্র লিখে দিলেন । এ ছাড়া ক্যাথলিক মাত্রকেই তিনি কতকগুলি কর থেকে অব্যাহতি দিয়েছিলেন। পরে শ্যামদেশের সঙ্গে ফ্রান্সের ব্যবসা-সম্বন্ধেও এক সন্ধি হয় । এই সন্ধি অনুসারে র্কাপাঞি দেজ, অ্যাদকে (ইণ্ডিয়া কোম্পানীকে) সেখানে ব্যবসার বিপুল স্থবিধা দেওয়া হয়। সন্ধির সর্ব অল্পসারে মাসিয় দ্য ফোবৃৰ্য্যাকে তার ইচ্ছার বিরুদ্ধে শ্যাম দেশে এক কাজের ভার নিয়ে থাকৃতে হয়েছিল । ফোৰ্বব্যাকে যে পদে নিযুক্ত করা হ'ল সে পদের নাম ফ্র দূত sసి করতে না পারে এমন ভাবে রাজ্যটিকে স্বরক্ষিত করে’ তোলবার ভার তার উপর দেওয়া হ'ল। শ্যাম ও ফ্রান্সের বন্ধুত্বের নিদর্শন-স্বরূপ শ্যামদূত ফ্রান্স থেকে তাদের দেশে ফরাসী সৈন্ত ও ইঞ্জিনীয়ার নিয়ে এলেন। ১৬৮৭ অব্দে ফিল্ড, মাশীল দেফার্জের অধীনে দুই দল ফরাসী সৈন্য শ্যামরাজ্যে পাঠান হয় । এদের মধ্যে কিছু সৈন্ত ব্যাঙ্কক এবং কিছু সৈন্য মাগু ইতে রাখা হ’ল । এই স্থানটি ঠিক ভারতের পণ্ডিচেরী সহরের বিপরীত দিকে । এই ভাবে তার নিজেদের রাজ্যের প্রধান দরজার চাবিগুলি ফরাসীদের হাতে বিশ্বাস করে ছেড়ে দিয়েছিল । কিন্তু এই দুই রাজ্যের মধ্যে যখন একটা বন্ধুত্বের সম্পর্ক পাকা হ’য়ে উঠবার চিহ্ন চারিদিক দিয়ে ফুটে উঠছিল, ঠিক তারই কু-বছর পরে ফ্রান্সের রাজ-দরবারে একটা বিষম হাঙ্গামা বেধে ভবিষ্যতের অনেক আশাই একেবারে নিখুল সাহ দি তুঙ্গক্রম রাজ সেনাপতি ও মীর-বহর। করে দিল । শ্যামরাজ্যের কোনো দিক দিয়েই যেন শত্রু আক্রমণ ঐ পরেশচন্দ্ৰ শৰ্ম্ম দূত ( জ্ঞানদাস বঘৈলী ) সোনালী পোষাকে হে দূত যখন, । মরণের মত গম্ভীর অতি রজনী হইলে ভোর— এল সে রাত্রিকাল ! দেখা দিলে আসি সুরভিত শ্বাসে তার পর দূত বিরাটু পত্র চিত্ত জাগিল মোর । , দিলে মোরে কোন ছলে ; মধ্য দিনের উজ্জল বেশে অসিত-বরণ কাগজ তাহার, আসিলে হে দূত যবে, জ্যোতির আখর জলে । করিল উদাস মোর তছু মন, তোমারে দেখিয়া ভুলেছিহ, দূত, তখন কি কথা হবে ? ভ’রেছিল মোর মন, গেরুয়া আকাশে ছড়াইলে যবে তুমি যার দূত পত্ৰ দেপিষ। সন্ধ্যার মুরজাল, পলিব কেমন জন ? শ্ৰী গিরিজানাথ মুখোপাধ্যায়