পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՖծՀ বেনজীনের স্বরূপ গ্ৰহণ ৷ বেনজীনের অণুর বিষয়ে কেকুলে যখন গবেষণা আরম্ভ করেন তখন তাহার বয়স আটাশ মাত্র । - ইংলণ্ডে যেমন পার্কিন ব্র্যাগ রলি প্রভৃতি পরিবারে বৈজ্ঞানিক মনীষা পিতা হইতে পুত্ৰে সঞ্চারিত হইয়াছে, ফরাসী দেশে বার্থেলে-পরিবারে সেইরূপ পিতা ও পুত্ৰ উভয়েই বৈজ্ঞানিক খ্যাতি লাভ করেন। বার্থেলে যখন কাৰ্য্যকারী রসায়নের চর্চা আরম্ভ করেন তখন তাহার বয়স চব্বিশ মাত্র । স্বপ্রসিদ্ধ জৰ্ম্মান রাসায়নিক এমিল ফিসার যখন শর্কর জাতীয় পদার্থের বিষয় আলোচনা করিয়া বিশেষ খ্যাতি লাভ করেন তখন তাহার বয়স তেইশ মাত্র। এমিল ফিসারের পরিচয় প্রদান কর। অনাবশ্যক । সভ্যজগতে সম্ভবতঃ অতি অল্প লোকষ্ট আছেম যাহার ফিসারের নাম শুনেন নাই । প্রবাসী—বৈশাখ, ১৩৩০ .به سویی به موسیه حمایی ه-میه - ماه است ২৩শ ভাগ, ১ম খণ্ড ইংলণ্ডে রুত্রিম রঞ্জন শিল্পের স্বচনা করেন স্যার উইলিয়ম্ পারকিন অষ্টাদশ বর্ষ বয়সে। কৃত্রিম রঞ্জন শিল্পে জৰ্ম্মাণী যে অদ্ভূত প্রতিভা দেখাইয়াছে তাহা কাহারে অবিদিত নাই । ফরাসী বৈজ্ঞানিক পাস্তুর সাধারণ লোকের নিকট ক্ষিপ্তজন্তু দংশনের চিকিৎসা-প্রণালীর আবিষ্কারক বলিয়াই সমধিক পরিচিত। পরন্তু রসায়ন-শাস্ত্রে পাত্তরের থ্যাতি অন্ত কারণে। পাস্তুরই প্রথম আবিষ্কার করেন যে টারটারিক এসিডের দানাগুলি সূক্ষ্মভাবে পরীক্ষা করিলে দেখা যায় যে কতকগুলি দানার আকারের সহিত অবশিষ্ট দানার আকারের প্রভেদ এই যে একটি অন্তটির ছায়ার অনুরূপ। পাস্তুর যখন এ বিষয়ের আলোচনা করিতেছিলেন তখন তাহার বয়স বিশ মাত্র । পাস্তুরের প্রদর্শিত প্রভেদ সম্পূর্ণভাবে ব্যাখ্যাত হয় ইহার বিশ বৎসর পরে। ল্য বেল এবং স্বপ্রসিদ্ধ ফাণ্ট হফ, একই সময়ে ইহার ব্যাখ্যা প্রচার করেন । ল্য বেলের বয়ঃক্রম এই সময়ে মাত্র সাতাইশ এবং ফাণ্ট হফ বাইশ বৎসরের যুবক । ফাণ্ট হফের মনীষ৷ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন-কালেই প্রকাশ পাইয়াছিল— ছাত্রাবস্থায় একাদশ পৃষ্ঠাব্যাপী এক পুস্তিকা প্রকাশ করিয়া ফাণ্ট হফ বয়োজ্যেষ্ঠগণের উপহাসম্পদ হ’ন । বৰ্ত্তমান সময়ের শ্রেষ্ঠ জ্ঞানী পণ্ডিত আইনষ্টাইন্‌ অষ্টাদশ বর্ষ বয়সে র্তাহার অভিনব যুগান্তরকারী মতবাদের পরিকল্পনা করেন এবং ছাব্বিশ বৎসর বয়সে প্রথম প্রকাশ করেন । রবীন্দ্রনাথ বৈজ্ঞানিক না হইলেও অল্প বয়সে মনীষাক্ষরণের এক অতি উত্তম দৃষ্টান্ত। যে বয়সে আমাদের দেশের বালকের বিদ্যালয়ে ষত্বণত্ব শিক্ষা করিয়া থাকে সেই বয়সে রবীন্দ্রনাথ বঙ্গভাষাকে বহুমূল্য রত্বরাজি দিয়া সমৃদ্ধ করিয়াছেন । - মাত্রাজের পরলোকগত মনীষী রামাম্বুজম্ অসাধারণ প্রতিভা দেখাইয়াছিলেন আতি তরুণ বয়সে । আমাদের দেশেও অনেক অধ্যাপক ত্রিশ বৎসরের পূৰ্ব্বেই বৈজ্ঞানিক বিষয়ে গবেষণা করিয়া খ্যাতিলাত করিয়াছেন । حبیبیه حبیی هاکیرساختیم. ح۶میته حیعی حتی