পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] ২৭,৬৮,০০,০০০ ইয়েন বরাদ্ধ আছে । অর্থাৎ স্থলযুদ্ধবিভাগের জন্ত ৩০ কোটি ৭৫ লক্ষ টাকা এবং জলযুদ্ধবিভাগের জন্ত ৪১ কোটি ৪০ লক্ষ টাকা। ভারতবর্ষের নৌযুদ্ধ-বিভাগ নাই। স্থলযুদ্ধ-বিভাগের জন্য ১৯২৩-২৪ সালের বরাদ্ধ, কম করিয়াও, ৬২ কোটি টাকা। অর্থাং জাপান সরকার অপেক্ষ ভারতসবুর্কারের আয় অনেক কম, কিন্তু ভারতের স্থলযুদ্ধ-বিভাগের ব্যয় জাপানের ঐ ব্যয়ের দ্বিগুণের কিছু বেশী । আর একটা লক্ষ্য করিবার বিষয় আছে। জাপান ৩০ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করে কত বড় সৈন্যদলের জন্য? শান্তির সময়েও উহার সংখ্যা ২,১২,৭৩১ জন। কিন্তু যুদ্ধ ঘটিলে আরো সৈন্য চাই বলিয়। ইহা অপেক্ষ অনেক বেশী লোক আগে হইতে যুদ্ধে শিক্ষিত হইয়া থাকে। প্রথমেই ৫,৩৯,৯২২ জনকে পাওয়া যায়, তাহার পর দরকার হইলে আরও পাওয়া যায় ১২,৫০,০০০ । এত বড় সৈন্যদলের বার্ষিক খরচ ৩০ কোটি ৭৫ লক্ষ টাকা এবং ইহার সাহায্যে জাপান পৃথিবীর বলবত্তম জাতির সমকক্ষ বলিয়া সম্মান ও ভয়ের পাত্র । ভারতবর্ষ বার্ষিক ৬২ কোটি টাকা । আগের বৎসর ছিল ৬৭ কোটি ) খরচ করিয়া কত বড় সেনাদল রাখিয়াছেন ? গোর সৈন্য প্রায় ৭৬,০০০, এবং দেশী সিপাহী প্রায় ১,৭০,০০০, মোট ২,৪৬,০০০ জন । জাপানের দ্বিগুণ খরচ করিয়া ভারতবর্গ বলবত্তম জাতির ভয় উৎপাদন করা দূরে থাক, উত্তরপশ্চিমসীমান্তের অৰ্দ্ধস্বাধীন অৰ্দ্ধভ্য ক্ষুদ্র ক্ষুদ্র পাঠান জাতিদের ৪ ভয় উৎপাদন করিতে পারেন না । ভারতবর্ষের সামরিক ব্যয়ের আধিক্যের একটি প্রধান কারণ এই, যে, গোরাসৈন্য ও ইংরেজ সামরিক কৰ্ম্মচারীদগকে খুব বেশী বেতন ও ভাত দিতে হয়। কোন শ্রণীর সামরিক কৰ্ম্মচারীদিগকে কত দিতে হয়, তাহ। iানিবার জন্য আমাদের হাতের কাছে এখন কোন বহি ইি। কিন্তু কিছু তথ্য দিতেছি ; তাহার সহিত জাপানের লনা করা যাইতে পারিবে। ১৯২৩ সালের হুইটেকারের প্রকা অনুসারে সর্বনিম্নশ্রেণীর ব্রিটিশ সামরিক কর্মচারীরা রতবর্ষের কোন রেজিমেণ্টে নিযুক্ত হইয়া আসিবামাত্র Tড়াতেই মাসিক ৪২৫ টাকা বেতন পান। জাপানের ১৬ বিবিধ প্রসঙ্গ—ভারতের ও জাপানের সামরিক ব্যয় ১২১ সৰ্ব্বনিম্নশ্রেণীর সৈনিক কৰ্ম্মচারী সব-লেফটেন্যান্ট র। পান মাসিক ১০৬৷s —ষ্টারতের সর্বনিম্ন শ্রেণীর ইংরেজ সেনানীর সিকি । অন্যান্য শ্রেণীর জাrানী সেনানীদের বেতন ও দিতেছি । - জেনার্যাল লেফটেন্যান্ট জেনারেল৮১২ - মেজর মেজর জেনার্যাল ৭০০২ | ক্যাপ্টেন কর্ণেল ৫৭৫ < | লেফটেন্যান্ট ১২৬০—১৫০২ ইহা হইতে দেখ। ঘাইতেছে, যে, ভারতে সৰ্ব্বনিম্ন শ্রেণীর ইংরেজ সেনানী জাপানের লেফটেন্যান্ট কর্ণেল অপেক্ষ বেশী বেতন পায় ! এক্ষণে একটা কথা উঠিতে পারে, যে, জাপানের স্থলযুদ্ধ-বিভাগে ভারত অপেক্ষা কম খরচ হইলেও, উহার নৌযুদ্ধ-বিভাগে আরো ৪১ কোটি ৪০ লক্ষ টাকা খরচ হয়। কিন্তু তাহ ধরিলেও জাপানের মোট সামরিক ব্যয় ৭২ কোটি ১৫ লক্ষ টাকা । কিন্তু ভারতেরও মোট সামরিক ব্যয় ১৯১৯-২০ সালে ৮৬ কোটি ৯৭ লক্ষ ৭৫ হাজার হইয়াছিল । ভfহাতে কি ভারতবর্ষ প্রবলা পরাক্রাস্ত হইতে পারিয়াছিল ? তাহাতেও ভারতবর্মকে ব্রিটিশসিংহের ল্যাঞ্জে বাধা থাকিতে হইয়াছিল। কিন্তু জাপান ৭২ কোটি ১৫ লক্ষ টাকা গরচ করিয়া স্বাধীন ও প্রবল পরাক্রান্ত আছে, কাহারে। ল্যাজে বাধা নাই । জাপানের সমুদয় স্থলসৈন্য ও নৌসৈন্য, এবং সৰ্ব্ববিধ সামরিক কৰ্ম্মচারী জাপানী । তাহদের প্রাপ বেতনাদি দেশেই খরচ হয় ও থাকে। যুদ্ধজাহাজ ও সৰ্ব্ববিধ যুদ্ধসম্ভার ও সরঞ্জাম জাপানীরা নিজেরাই করে, এবং তাহার লাভটা নিজেরাই ভোগ করে। এ অবস্থায় তাহারা সহজেই আমাদের চেয়ে বেশী ট্যাক্স দিতে পারে, এবং সামরিক ব্যয় ও ৭২ কোটি করিতে পারে। আমরা সকল বিষয়ে স্বাধীন হইলে এবং দেশের টাক দেশে রাথিতে পারিলে, ৭২ কেন, ১০ • কোটি টাকা সামরিক ব্যয় করিতে পারি। জাপানী প্রধান মন্ত্রী মাসিক ১৫ • • ও অন্যান্য মন্ত্রীরা মাসিক ১০০০ টাকা বেতন পান, ইত্যাদি কথা অনেকবার । বলিয়াছি । এইরূপ কম বেতনে উচ্চ অঙ্গের"কাজ জাপানে ৮৫৪ve | লেফটেন্যান্ট-কর্ণেল ৪১২॥৩ ૭૨૪ २००२-२4 ०२