পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$২৬ বিশ্ববিদ্যালয় সম্বন্ধে ; এবং তাহার কারণও কতকটা তিনি ও তাঁহার সহচর-অম্লচরেরা । . . ভাইস চ্যান্সেলারের পদগৌরব, পদমাহাত্ম্য, ("traditions of the high office") ইত্যাদি নানা কথা আশুধাবু বলিয়াছেন, এবং উাহার জবাবের পাঠকদের (কারণ, ইহা বাহত লর্ড লিটনের জন্য লিপিত হইলেও বস্তুত: সৰ্ব্বসাধারণের জন্য লিপিত ) মনে এই ধারণা জন্মাইতে চেষ্টা করিয়াছেন, যে, তিনি বরাবর বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা ও নিজের স্বাধীনতা রক্ষা করিয়া জাসিয়াছেন, কখনও গবর্ণমেণ্টের ইচ্ছাচুবৰ্ত্তিত করেন নাই, "এবং এই হেতু লিটন তাহাকে তাহা করিতে বলায় তাহার ক্রোধ হইয়াছে। অতএব জিজ্ঞাসা করা যাইতে পারে, যে, লর্ড কার্জনের বিশ্ববিদ্যালয়-আইন সম্বন্ধে তিনি বক্তৃত। কিরূপ করিয়াছিলেন এবং ভোট কিরূপ দিয়াছিলেন। একই রকম কি ? রিজলী সার্কলার যখন জারী হয়, তখন তিনি উহ! প্রয়োগ করিয়া গবর্ণমেন্টের ছন্দানুবর্তী হইয়াছিলেন কি না ? স্বৰ্গীয় আব্দুল রকুল, ডাঃ আবদুল্লা স্বত্বাওয়ার্দি এবং কাশীপ্রসাদ জায়সওয়ালকে গবর্ণমেণ্টের বিরোধিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকত্ব হইতে বঞ্চিত হইতে হয়। অপ্রতিহত-প্রভাবশালী’স্বাধীন আশুতোষ তাহা কেন সহ করিয়াছিলেন ? অধ্যাপক কৃষ্ণকুমার মিত্র, ললিতমোহন দাস ও জিতেন্দ্রলাল বঙ্গোপাধ্যায়ের চাকরী কেন গিয়াছিল, এবং তাহাদের মতন কাজ করাতেও অন্ত কাহারও কাহারও কাজ কি প্রকারে বজায় আছে ? বিশ্ববিদ্যালয়ের শিক্ষা siz##*tf fRRR xiữì=RsR ( academic independenceএর ) জন্য তিনি বরাবর যুদ্ধ করিয়াছেন এবং অধীনতা কখনও মানিয়া লন নাই, বলিতেছেন ; কিন্তু আগেকার ইতিহাস ত তাহ বলে না। ভাইস-চ্যান্সেলার, না গুপ্তচর ? . স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের জবাবের শেষের দিকে আছে :--- It may not he impossible for you to secure the services of a subservient Vice-Chancellor. প্রবাঙ্গী-বৈশাখ, ১৩ge AA AMAMA AM AM AM AM AAAAS AAAAA AAAA AAAAM AAAAS AAAAA SAAAAA AAAAM AAAA AAAA AAAA AAAAS AAAAA AAAAM AAAA AAAA MeM MAAA SAAAAAS SSS MM M S M S M S M S M SeS eM M eM MM MM MeM eeS MM M S SS [ ২৩শ ভাগ; ১ম খণ্ড MSMS MAAA AAAA AAAS MM AAAA AAAA AAAAM AAAA S AAAAS AAAS SAAAAA prepared always to carry out the inundates of your Government, and.-to act as a spy on the Senate. He may enjoy the considence of your Government, but he will not certainly enjoy the confidence of the seiste and "tlië publie óf Bengal... We shall watch "with interest the performances of a Vice-Chancellor of this type, creating a new tradition for the office. এই কথাগুলি লেখা অত্যন্ত অন্যায় হইয়াছে। ইহাতে স্যার আশুতোষের আত্যন্তিক অহঙ্কার এবং অন্তদের সম্বন্ধে সাতিশয় হীন ধারণা প্রকাশ পাইতেছে। বাংলা দেশ কি এমনই মনুষ্যত্বহীন, যে আশু-বাবু ধরিয়া লইলেন, যে, যে-কেহ তাহার পর ভাইস-চ্যান্সেলার হইবেন, তিনিই গবর্ণমেণ্টের আঞ্জাম্ববর্তী হইবেন এবং অধিকন্তু সেনেটের উপর গোয়েন্দাগিরি করিবেন ? শ্ৰীযুক্ত ভূপেন্দ্রনাথ বঙ্ক ত এখন ভাইস-চ্যান্সেলার হইয়াছেন । তিনি কি গবর্ণমেণ্টের চিরকাল আজামুরৰ্ত্তিত করিয়াছেন, না কখনও গুপ্তচরের কাজ করিয়াছেন ? বেঙ্গলীতে দেখিয়াছিলাম, ভূপেন্দ্র-বাবু নাকি আশু-বাবুকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও রাজ রামমোহন রায়ের সমতুল্য লোক বলিয়া মত প্রকাশ করিয়াছেন । এই তুলনা আমাদের অসঙ্গত মনে হইলেও ইহাতে ভূপেন্দ্র-বাবুর কোন দাম্ভিকতা প্রকাশ পায় না। কিন্তু আণ্ড-বাবু, যে র্তাহার পরবর্তী যে-কোন ভাইস-চ্যান্সেলারকে (ভূপেন্দ্রবাবুকেও) গুপ্তচর মনে করিয়াছেন, তাহাতে কি প্রকাশ পায় ? আমরা ভূপেন্দ্র-বাবুর দলের কিম্বা অন্য কোন রাজনৈতিক দলের লোক নহি ; কিন্তু কোন দলের এমন কোন লোক নাই র্যাহার গুণ বা কৃতিত্ব সম্বন্ধে চোখ-কান বন্ধ করিয়া রাখিয়াছি। বঙ্গের অঙ্গচ্ছেদ ও তাহার পূর্ব হইতে ভূপেন্দ্র-বাবু তাহার জ্ঞান বুদ্ধি বিবেক অনুসারে দেশের সেবা করিতে গিয়া গবর্ণমেণ্টের খুব বিরোধিতাও বহুবার করিয়াছেন। এখন কয়েক বৎসর হইতে তিনি বৃটিশ গবর্ণমেণ্টের উচ্চপদস্থ কৰ্ম্মচারী হইয়াছেন বটে, কিন্তু তাহ টাকার জন্য নয়, সম্মানের জন্ত নয় (তিনি “স্তার হন নাই, যাহা তাহার পদের অন্তের হইয়াছেন ), গবৰ্ণমেণ্টের আজ্ঞানুবৰ্ত্তিত করিবার জন্যও নহে। চাকুরি লওয়ায় র্তাহার প্রভূত আর্থিক ক্ষতি হইয়াছে পুত্ৰশোক-সত্বেও