পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মধ্যযুগের তীবামুঠি বিভিন্ন প্রকারের দেহাকৃতি লক্ষ করিব । মূৰ্ত্তিশিল্পে ও তাহা বিশেষভাবে প্রতিফলিত হইয়াছে । বারাণসীর—- প্রকৃত প্রস্তাবে প্রাচীন কাশীরাজ্যের—অধিবাসীগণ কতকটা ক্ষুদ্রাকৃতি গোলগাল পেশীশূন্য দেহযুষ্টি বহন করে । তাহাদিগের বক্ষঃস্থল অপ্রশস্ত, মুখ গোলারুতি এবং তাহাতে তীক্ষ অংশ নাই, কিন্তু তাছাদের দৃষ্টি অতি গভীর, চিন্তাশীল মনের পরিচায়ক । সমস্ত দেহের গঠন শারীরিক অনুশীলন অপেক্ষ মানসিক অসুশীলনের অধিক সাক্ষ্য প্রদান করে । সারনাথ চিত্রাশালায় এতদ্দেশীয় বৌদ্ধমূৰ্ত্তি-সমূহের সহজভাবে দাড়াইবার প্রণালীটি মথুরার বোধিসত্ত্বমূৰ্ত্তির ক্রীড়ামল্লের লড়াইবার পদ্ধতির সহিত তুলনীয়। ইহ। ইতে বারাণসীৰ ভাস্কৰ্য্য-শিল্পের পদ্ধতি কতকটা স্পষ্টীকৃত হইবে । ” যখন আমরা বারাণসী-ভাস্কয্যের পরিচ্ছদ এবং অলঙ্কারের সহিত গান্ধার- ও মথুরা-মুৰ্বির পরিচ্ছদ ও অলঙ্কারের তুলনা করি, তখন কতকগুলি । प्रउि স্পষ্ট বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। প্রথম জলবায়ুর কারণবশতঃ বারাণসীর অধিবাসীগণ সাধারণতঃ অধিক পরিচ্ছদ পরিধান করে না। অপর পক্ষে তাহাদিগের বিশেয়ত, নারীসম্প্রদায়ের, অলঙ্কারের উপর সাতিশয় । অনুরাগ দেখা যায়। ইহার প্রমাণের জন্য দূরে যাইতে হইবে না। বারাণসীর মেলায় যদি কোন পরিদর্শক গমন করেন মুহুর্তেই তিনি অলঙ্কারের ভারে প্রপীড়িত কতকগুলি নারীমুক্তিকে বিচরণ করিতে দেখিতে পাইবেন । অপরপক্ষে গান্ধারের ছায় শীতপ্রধান দেশে দেহকে সাজাইবার জন্য অলঙ্কার অপেক্ষ। পরিচ্ছদই অধিক উপযোগী । তাই