পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

總 উড়ো চিঠি—ম হয়েশ্চন্দ্র চক্রবন্ধ। আয পাবলিশিং হাউস, কলেজ ষ্ট্রীট মার্কেট, কলিকাতা। ১৬৬ পৃষ্ঠা। কাপড়ে বাধা । দেড় টাকা । _ বর্তমান যুগ-সমস্ত কতকগুলি চিঠির আকারে আলোচিত হইয়াছে। প্রথম চিঠিতে যুদ্ধ ; দ্বিতীয় চিঠিতে মামুন ও জাতের অতীত ও বর্তমানের, সমাজ ও ব্যক্তির সম্পর্ক ; তৃতীয় চিঠিন্তে সাহিতা ; চতুর্থ চিঠিতে বাংলার উপর আধুনিক কালের প্রভাব ও কস্রোত ; পঞ্চম চিঠি যাই । ও নারীর সঙ্গে পুরুষের সম্পক ; সপ্ত ঃিঠিতে নেশন গড়ার সঙ্গে বৈরাগ ও ইহলোকে আসক্তির সম্পক . সপ্তম চিঠিতে নন্‌ কো-অপারেশন ও বিদ্যালয় ছাড় ; অষ্টম চিঠিতে যে আপাত করিতে পারে দেই বড় নয় এবং পুরুষ ও নারীর স্বরূপ ; নবম চিঠিতে ছেলেদের ভবিষ্যৎ প্রভৃতি বিষয় প্রধানতঃ অবলম্বন করিয়৷ বহু বিষয়ের আলোচন৷ এই চিঠিগুলিতে আছে । কোনোটিই একটি বিশেষ বিষয়কে অবলম্বন করিয়৷ শৃঙ্খলাবদ্ধ প্রবন্ধ নয়, কথা প্রসঙ্গে যে বিধ আদি৷ शृछिशा?छ ठांश्नऊँ জালোচনা করা হইয়াছে ; এইজন্য এগুলিকে চিঠি এবং উড়ে চিঠি নাম দেওয়া হইয়াছে। এই শৃঙ্খলার অভাবে চিঠিগুলি উচ্ছ স্থল হইছে, কিন্তু বিশৃঙ্খল হয় নাই । এইজন্ত লেখক নিজের নাম লইয়াছেন অশাস্ত। চিঠিগুলি গম্ভীর ভাবুকতায় ভর ; অথচ চিঠির ছাদে লেপা বলিয়৷ গুরুগম্ভীর না হইয়৷ বিষয়গুলি সরস ও সহজবোধ্য হইয়াছে। ভাল স্বন্দর বলল, বিষয়বিষ্কাস বিচিত্র এবং লেখকের সূক্ষ্ম পৰ্য্যবেক্ষণ ও পূঢ় অনুপ্রবেশের পরিচয় পংক্তিতে পঃক্ৰিন্তে । বর্তমান লেখকদের মধ্যে গ্রন্থকারের ভাবুক লেখক বলিয়া নাম আছে, তাহা এই পুস্তক দৃঢ়তর ও ব্যাপকতর করিবে । 衍一配 শচীন্দ্রনাথ rেনগুপ্ত। প্রকাশক লী রণজিৎ কান্ত্রীলাল, ৯৩১এ বহুবাজার ট্রীট, কলিকা: ১২০ পৃষ্ঠা। কাপডে বঁধে । পাচ সিক। । এই পুস্তকেও চিঠির আকারে বঙ্গ বিষয়ের অবতাবণ ও আলোচনা আছে । নারীর অবস্থা অধিকার ও কর্তব্য সম্বন্ধেই প্রধানতঃ চিঠিগুলি লেখা। চিঠিগুলি বেশ সরস সহজ ভাষায় ভাবুকত ও বিচক্ষণতার সহিত লেখা। নারী-সমস্তাটিকে লেখক ব - দিক্ হইতে নিরপেক্ষ দরদীর ভাবে দেখিয় বিচার করিবার চেষ্টা করিয়াছেন। স্ত্রী ও পুরুষ সকলেই এই বইখানি পড়িয় ভাবিয়া দেখিবার উপাদান পাইবেন। The Social History of Kamarupa, Vol. 1.- oatoনাথ বঙ্ক প্রাচ্যবিদ্যামহার্ণব, ০ বিশ্বকোষ লেন, বাগবাজার, কলিকাতা । ২৫• +১৩+৮+৪ পৃষ্ঠা । কাপড়ে বাধা । সচিত্র। পাঁচ টাকা । প্রাচ্যবিদ্যামহার্ণব নগেন্দ্র-বাপু রোগশয্যাধ পড়িয়া থাকিয়াও এই বৃহৎ বইখানি লিখিয়া ভাঙ্গর ইতিহাসাম্রাগের পরিচয় দিয়াছেন। সরকারী অনালোচিত বহু দলিল দস্তাবেজ ও অঙ্গাষ্ঠ উপকরণ হইতে তিনি কামরূপের সামাজিক ইতিহাস লিখিয়াছেন । তিনি এই মত প্রকাশ করিয়াছেন যে, বৈদিক পণিগণ আর্য্য-আক্রমণে বিতাড়িত হইয়া ভারতের পূৰ্ব্বোত্তর কোণে গিয়া আশ্রয় লয় এবং পরে সেখান হইতে এক দল পণি জলপথে গিয়া ফিনিসিয়া দেশে উপনিবেশ করে ; এই পণিদিগের দ্বারাই শিব-শক্তি-পূজা প্রবর্ভূিত হয়—আমাদের অষ্টমাতৃকা দেবী ও ফিনিসিয়দিগের এস্টার্টে দেবী অভিন্ন। আমাদের শিবলিঙ্গের অবিকল অনুরূপ ফিনিদিয়া দেশে আবিষ্কৃত হইয়াছে। কামরূপের অধিবাসী মিশর্মা আবর দফল মিরি গারো প্রভৃতি জাতিই প্রাচীন পণি বংশীয় ; ভাঙ্গার পরাধীনতার ও মোঙ্গল প্রভাবের চাপে পড়িয় আত্নবিষ্ণুত অসভ্য বৰ্ব্বর জাতিতে পরিণত হইয়াছে, কিন্তু পূর্বণ প্রথার লুপ্তাবশেষ এখনো এইসব জাতির মধ্যে অনেক দেখিতে পাওয়া যায়—তাহার এখনো উপবীত ধারণ করে । ইহাদের উপর দ্রবিড়, আসারাঞ্জ বা অস্তুরীয় এবং ম্লেচ্ছ প্রভাবও তাহীদের রীতি নাতি পরিবর্ত্তন করিয়াছে। এখনো ম্লেচ্ছজাতি মেচ নামে ও কোচ জাতি পণিকোচ নামে নিজেদের পরিচয় দেয়। বেদ, রামায়ণ, মহাভারত, পুরাণ, তন্ত্র, শিলালিপি, লেখমালা,নৃতত্ত্ব, আধুনিক যুরোপীয় আবিষ্কার, প্রবাদ, প্রামাণ্য ইতিহাস প্রভৃতি মিলাইয়৷ ও বিচার করিয়া লেখক এই-সব সিদ্ধাস্তুে উপনীত হইয়াছেন। পরিশেষে কামরূপে কায়স্থ-সমাজ প্রতিষ্ঠা ও প্রাচীন ভারতে কায়ন্থের মর্য্যাদা ও প্রভাব সম্বন্ধে আলোচনা আছে। এই ইতিহাস কেবলমাত্র ভারতের একটি লিশেম প্রদেশের ইতিহাস নহে : ইহাতে সমগ্র ভারতের ও সমসাময়িক স্বদর দেশের ইতিহাস পর্যালোচিত হইয়াছে। অনেক নুতন তথ্য ও তত্ত্ব উপস্থাপিত হইয়াছে। এই সামান্ত পবিসরে প্রচুর-নূতনতথ্যপূর্ণ এই পুস্তকের পরিচয় কিছুই দেওয়া হইল না । ইতিহাসপ্রিয় কৌতুহলী পাঠকপাঠিকার। এই বইখানি পাঠ করিলে বহু নুতন বিষয় জানিতে পরিবেন। ফুলেৰ ব্যথা—শ্ৰী হেমেন্দ্রলাল রায়। বিচিত্র প্রেস লিমিটেড, ৪৯এ মেছুয়া বাজার ট্রীট, কলিকাতা ডবল ফুলস্ক্যাপ ১ড় পেজি ১০০ পৃষ্ঠ । এক টাকা । কবিতার বই । কবিতার যা-কিছু উপকরণ-ছন্দ ভাব মাধুর্য্য ললিতা—সবই এই কবিতাগুলিতে অাছে। আজকাল র্যার সাহিত্যক্ষেত্রে নিজের একটি অধিকার কায়েমী করিয়া লইতেছেন এই কবি উহাদের একজন। এই উীর প্রথম বই তার কবি-খ্যাতি বঙ্গের গৃহে গৃহে প্রচার করিবে । প্রথম কবিতা ফুলের ব্যথার মধ্যে রবীন্দ্রনাথের একটি কবিতার ভাবের আভাস পাওয়া যায়। তৎসত্বেও ইহাতে নিজস্ব মৌলিকতার অভাব নাই। বইখানির ছাপা ও মলাট মনোরম হইয়াছে। প্রচ্ছদপটখানি কুন্দর ব্যঞ্জনাভৱ । মুদ্র রাক্ষস নং কর্ণওয়ালিস্ ষ্ট্রীট ব্রাহ্মমিশন প্রেস হইতে অবিনাশচন্দ্র সরকার দ্বারা মুদ্রিত ও প্রকাশিত