পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bébo ് "\.ണ്.ങ്ങു.സംസ്സസ്.സ സ്ഥാ মনসবদার বেগম-মহলে গিয়া দেখেন তিন বেগম একত্রে, কাহার মহলে যাইবেন বিচার করিবার প্রয়োজন হইল না । 唱 ফাতেম আসিয়া তাঙ্কার হাত ধরিলেন, কহিলেন, “এখন রাগারগির সময় নয়, কি হইয়াছে বল ।” মনসবদার কহিলেন, “বিহারীলাল আমার অপমান করিয়াছে, তাহার উপযুক্ত শাস্তি পাইবে, কিন্তু এ কথ। লইখা গোল করিবার আবশ্বক নাই।” খদিজা কহিলেন, “আমরা স্ত্রীলোক, আমরা আবার কি গোল করিব ? গোল করিতেছে অন্য লোক । আমরা ভয় পাইয়াছি। বিহারীলালের পিছনে কোন ক্ষমতাবান লোক না থাকিলে সে কোন সাহসে তোমার অপমান করিবে ?” “তাহার দুৰ্ব্বদ্ধি হইয়াছে বলিয়। সে ত বিদ্রোহী হইয়াছে, বিদ্রোহীর পক্ষে কে হইবে ?” “তবু আমাদের মন স্থির হইতেছে ম৷ ” “তোমরা মিছামিছি ভয় পাইতেছ। কোন কারণ নাই ।” মনসবদার বাহিরে যাইতে উষ্ঠত হইলেন। ফতেম। তাহার সঙ্গে দরজ। পয্যন্ত গিয়া কহিলেন, “আমার অপরাধ ক্ষম কর।” মনসবদার কহিলেন, যাহা হইবার ভাই। হইয়। গিয়াছে, আমার মনে আর কিছু নাই । "তবে আজ আমার মহলে আসিবে ?” “আসিব ।” বাহিরে আফ্লিয়া মনসবদার দেখেন শাহজাদ। হাতিমের গুপ্তচর তাহার অপেক্ষা করিতেছে । চর সেলাম করিয়া তাহার হস্তে পত্র দিয়া কহিল, "জরুরি।” পরোয়ানায় লেখা আছে, মনসবদার এ পয্যন্ত কোন সাফ জবাব দেন নাই বলিয়া শাহাজাদ। নারাজ হইয়াছেন । বাদশাহ মৃত্যুশয্যায়, এ পরোয়ানা পহুছিবার পূর্বে র্তাহার মৃত্যু অবশ্বম্ভাবী। যদি মনসবদার সাহাঙ্গাদার মেহেরবানি ও নিজের পদোন্নতি চাহেন তাহ হইলে অবিলম্বে শাহজাদাকে সম্রাটু বলিয়া ঘোষণা করিবেন ও শত্রুপক্ষের সকলকে বন্দী করিবেন । ভয়-ভাবনার প্রবাসী-জ্যৈষ্ঠ, ృలిలిe ২৩শ ভাগj১ম খণ্ড AeAASAASAASAA AAAAeAe MMeAeeMAeeeeM ee eeeMA AeMAeMAMMAeMAMAMM MMM MMM MAAA AAAA AAASS কে কাহাকে বন্দী করে ? বিহারীলাল শক্রপক্ষে, সে ত আজ উহাকে বন্দী করিয়াছিল। মনসবদার দূতকে কহিলেন, “হুকুম আমি তামিল করিব। তুমি গিয়া স্ববাদার সাহেবকে জানাও।” “আপনি জবাব লিথিয় দিবেন না ?” “ম, পথে শত্র আছে, জবাব ধরা পড়িতে পারে, তোমারও প্রাণ যাইবে।” গুপ্তচর চলিয়া গেল । মনসবদার স্থির করিলেন পর দিবস বিহারীলালের সহিত সাক্ষাৎ করিয়া, তাহার মনের ভাব বুঝিয় একটা সিদ্ধান্তে উপনীত হইবেন । উনত্রিংশ পরিচ্ছেদ মনসবদার ও বনবাসিনী পর দিবস প্রভাতে মনসবদার একজন মাত্র অমুচর সঙ্গে করিয়া বিহারীলালের গুহে গমন করিলেন । বিহারী লাল বাড়ীতে নাই, দুই তিন ক্রোশ দূরে একটা বাগানবাড়ীর মত ছিল সেইখানে ছিলেন। মনসবদার ঘোড়া হাকাইয়। সেই দিকে চলিলেন । প্রকাণ্ড ময়দানের মাঝখানে বাগান দিয়া ঘেরা বাড়ী । দূরে অসংখ্য র্ত্যৰু পড়িয়াছে । সৈন্য-শিবির। বাড়ীর ফটকে দাড়াইয়া সিপাহী । সে মনসব দারের পথ রোধ করিয়া জিজ্ঞাসা করিল, “কাহাকে প্রয়োজন ?” “চৌধুরী বিহারীলালের সহিত সাক্ষাৎ করিতে চাই r “ভিতরে যান,” সিপাহী পথ ছাড়িয়া দিল । অনুচরকে কহিল, "তুমি এইখানে থাক, ভিতরে যাইবার, হুকুম নাই ।” هي - বাড়ীতে প্রবেশ করিবার দরজার সম্মুখে গৌরীশঙ্করের দলের কয়েকজন লোক দাড়াইয়া ছিল । কেহ কিছু বলিল না। দরজা খোলা দেখিয়া মনসবদার ঘরে প্রবেশ করিলেন। প্রবেশ করিয়াই থমকিয়৷ পাষাণ-মূৰ্ত্তির মত *{ড়াইলেন। - প্রকোষ্ঠের মধ্যস্থলে দাড়াইয়া সেই বনবাসিনী ! মুখে মৃদুমন্দ মধুর হাসি ।