পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] দুর্ভিক্ষে রুশিয়ার নিজের চেষ্টা »&ጓ. রাশিয়াল গসঙ্গায় দুf eথ-পাfড়ত লোকদিগকে পদাদীন গভমেণ্ট নিজ হাতে থ:ণ কৰিয়। জনসাধারণেৰ ভিতর তাহাদের যোগ্যতা অনুসারে ভাগ করিয়। দিতেন । હકે যোগ্যতার শ্রেণী-বিভাগ ছিল সাতটি । প্রথম চারিটি দলে ছিল—দেশের শিশুর, পীড়িত ব্যক্তির, "রেণ্ড' সৈন্যদল এবং শ্রমজীবীর দল,—ইহারাই গণতন্ত্রী রুশিয়ার প্রাণ-স্বরূপ। সৰ্ব্বশেষে ছিল অকৰ্ম্মণ্য, পরাসক্ত ভদ্রলোকের দল, ইহার। কাজ করিতে সম্পূর্ণ নারাজ। ইহাদের সপ্তাহে এক জনকে একটি হেরিং মাছের বেশী খাদ্য দেওয়া হইত না । কিন্তু খাদ্যসংগ্রহ এবং বিতরণকার্য্যে অসাধারণ দক্ষত৷ দেখান সত্ত্বেও, জনসাধারণের প্রয়োজনানুসারে খাদ্য বিতরণের দিকে ধথেষ্ট লক্ষ্য রাখা সত্ত্বে ও এবং অন্যহারে অৰ্দ্ধাহারে আশ্চর্য্য রকম পরিশ্রম করিয়া সৰ্ব্বপ্রকার বাধা বিপত্তি পার হওয়া সত্ত্বেও, প্রতি বৎসরের দীর্ঘ শীত কালের শেষে দেশে খাদ্যাভাব ঘটিতে লাগিল । দুর্বল শরীরের মানুষ এই বিপ্লবের দিনের অসাধারণ কষ্ট, খাদ্যাভাব এবং শীতের প্রকোপ সহিতে না পারিয়া দলে দলে মরিতে লাগিল । গত সাত বংসরে যুদ্ধে রুশিয়ার মত লোক প্রাণ দিয়াছে, তাহ অপেক্ষা অধিক মরিল ইউরোপ রুশিয়ায় খাদ্য আনয়নের সকল দ্বার রোধ করাতে এবং সর্বপ্রবৃত্বে তাহার গৃহবিপ্লবের আগুনে আহুতি দেওয়াতে। দেশে যখন খাদ্যের বা শক্তির কোনও প্রকার সঞ্চয় মাই, বিদেশী শত্রুর সহিত তিন-বৎসরব্যাপী যুদ্ধের জন্য পুনর্গঠনের সকল কাজ বন্ধ, সে সময়ে দুভিক্ষের সাক্ষাং পাইলে সৰ্ব্বাপেক্ষ সাহসী গভমেন্ট ও ভয় পাঠয়া ধাইত । কিন্তু রুশিয়ার কমু্যনিষ্ট দল ত কেবল মাত্র গভমেণ্ট নয়। ইঙ্গা বিশ্বাসের বলে বলী যোদ্ধার দল । এসেডের সময়কার নাইটদের অপেক্ষা ও ইহাদের আপনাদের বিশ্বাসের প্রতি অঙ্গরাগ ও নিষ্ঠ। প্রবলতর ; তাঙ্গাদের অবস্থাতে আশা করিবার মত কিছু ছিল না ; কিন্তু ১৯১৮ খৃষ্টাব্দে, যুদ্ভেনিচ, ও কোলচাকের সৈন্যদল যখন বিপ্লববাদীদের শেস আশ্রয় মস্কো এবং পেট্রোগ্রাড অবরোধ করিল তখনই ব৷ আশা করিবার কি ছিল ?