পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

у% е S AASAASAA AAAAMMAAA AAAA AAAA AAAA AAAAS AAAAA SAAAAA AAAA AAAAA তথন সমস্ত কৰ্ম্মীদের হস্তে দেওয়া হয় । দুর্ভিক্ষের প্রথম দুই মাসের ভিতর এই অশ্বারোহীর দল এবং রেড, নৌসেনার দল যে পরিমাণে পাদ্য ও অর্থ সংগ্ৰহ করিয়াছিল তাহা ভাবিলে বাস্তবিক আশ্চৰ্য্য হইতে হয় । একটি সেনাবিভাগ আপনাদের রসদ হইতে বঁাচাইয়। খাদ্য প্রেরণ করিয়াছিল । আর-একটি দল আপনাদের ভিতর হইতে সংগৃহীত অথ ব্যতীত দলস্থ সেনাদের মত সোনার ঘড়ী, আংটি, সৌধীন দস্তান, জুতা প্রভৃতি ছিল সব পাঠাইল্লা দেয় । শ্রমিক-সঙ্ঘ যেমন সাহায্যভাণ্ডারে একদিনের পরিশ্রম দান করেন, তেমনি প্রত্যেক সেনাবিভাগ মাসের ভিতর আপিনীদিগের একদিনের খাদ্য দান করেন । মস্কোর অশ্বারোহী সৈন্যদের বে স্কুল আছে, তাহীর ছাত্ৰগণ মাসে তিন দিন আপনাদের রুটি ও চিনি দিতে স্বীকত হইয়াছেন । বিশেষ কোনে সৈন্যদলের অনাথশিশুদের জন্য অশ্লম স্থাপন করা ও দৈনিক ব্যাপার হইয়া দাড়াইয়াছে । ঐ অনাথ শিশুগুলির সকল ভার তাহারাই গ্রহণ করে । সেনা-বিভাগের ধোব। নাপিতের দল জনসাধারণের কাজ করিয়া দেয় ; এই উপায়ে যে টাকা পায়, তাহা দুভিক্ষে দান করে। যে-সকল গ্রামে দুভিক্ষ হয় নাই, সেগানকার কৃষকরাও এই সাহায্য করিবার অঙ্গপ্রাণন লাভ করিয়াছে ? গরুবাছুর ও পাদ্য দানই তাছাদের সাধারণ নিয়ম। কিন্তু প্রেস্ভিয়েটের জাতীয় সঙ্গল যেমন নিয়ম কবিয়ছিলেন যে সজোব অন্তত, ও প্রত্যেক পরিবার এক-একটি করিয়৷ দুর্ভিক্ষপীড়িত শিশু পালন করিলেন, এ প্রকার দৃষ্টান্ত ও বিরল নয়। অঞ্চলভের কুযকের স্থির করিন যে গভর্ণ মেণ্ট কে খাদ্যের পর রূপে তাঙ্গার যে শস্ত দেয়, তাছাতে প্রতি চল্লিশ পাউণ্ডে এক পাউ গু কবিয বেশ দিবে। অন্য এক গ্রামের কুযকের ৬০০ পুণ্ড রাই দান করিল এবং তাহ ষ্টেশনে পৌছাইয়া দিবার ভারও নিজেরাই গ্রহণ করিল। খিবৃগিজদের নিকট হইতে অনেকগুলি ভেড়া গরু প্রভৃতি পাওয়া গেল । অলটাইয়ের এক কৃষক-সভাতে, সভ্যগণ প্রস্তাব করিলেন যে দুভিক্ষের সহায্যার্থে সৰ্ব্বস্ব দান করা হউক। ঐ প্রস্তাবটি উত্থাপন করার পূৰ্ব্বে সভাপতি এই মন্তব্য S AAAAAA AAAA AAAA AAAA SAAAAA AAAA AAAA AAAA AMMeMA MAA MMeMAeMMAMAM AAMMMAAA AAAA SAS A SAS SSAS ২৩শ ভাগ, ১ম খণ্ড SS MM AAAA AAAA AAAA AAAA AAAA AAAAMAMAAA AAAA AAAA AAAA SAAAAA AMMA AMA MMM MMA AA MMAAA S করেন—“আমরা কোলচাকের উপর জয়লাভ করিয়াছিলাম, ক্ষুধার উপরেও জয়ী হইব ।” কিন্তু শিশুদের সাহায্য করিবার চেষ্টাই রুশ সাধারণতন্ত্র সর্বাগ্রে করিতেছেন । ইহাদের দুর্গতির কথাষ্ট সৰ্ব্বাগ্রে প্রধান সাহায্য-কেন্দ্রগুলিতে আসিয়া পৌছায় । শিশুদিগের দুঃখ সহিতে না পারিয়া তাহাদের লষ্টয়। পিতামাতার ডুবিয়া মরিতে লাগিল। সস্তান বধ করিয়ু তাহাদের যাতনার অবসান ঘটাইয়াছে, এমন পিতামাতাও দেখা গেল। মাঠে ঘাটে বনে ঘাসপাত খাইয়া ঘুরিয়া বেড়াইতেছে এমন শিশু দলে দলে দেখ! যাইতে লাগিল । সাধারণতন্ত্র প্রতিষ্ঠার পর যে-সকল অনাথ-আশ্রম প্রতিষ্ঠিত হইয়াছিল, তাহ। অতি দ্রুতবেগে ভরিয়া উঠিতে লাগিল । পুরাতন গুলিতে স্থান সঙ্কলান হইল না বলিয়া যথাসম্ভব শীঘ্র কতকগুলি নূতন আশ্রম প্রতিষ্ঠিত হইল, কিন্তু তাহাও যথেষ্ট হইল না। এক প্রদেশে ২,১৮,০০০ ক্ষুধাৰ্ত্ত শিশুর ভিতর মাত্র ২২০ ০০ কে আশ্রয় দিতে পারা গেল। আর-এক প্রদেশে তিন মাসের ভিতর অনাথশিশুর সংখ্যা হইল ২,৮০,০০০ । এইরূপ অবস্থায় কঠোর নিয়ম অবলম্বন করা ভিন্ন গতি রহিল না । দুর্ভিক্ষপীড়িতদের দেশ হইতে স্থানান্তরিত করাই স্থির হইল । খিবৃগিজ, হইতে তুর্কিস্থানে ত্রিশ হাজার শিশু প্রথমে চালান করা হইল। এক হাজার মস্কোতে পাঠানে৷ হইল । তবুও ভলগা প্রদেশে ক্ষুধাপীড়িত ১,৪০,০০০ শিশু এবং ২০,০০০ অনাথ শিশু অবশিষ্ট রহিল। পেট্রোগ্রাডে অনাথ-আশ্রমবাসী শিশু ভিন্নও ৮৫০ - দুভিক্ষপীড়িত শিশু আশ্রয়লাভ করিল। তাহাদের সধ্বপ্রকার মুবিধা করিয়া দিবীর জন্য কমিটি গঠিত হইল । ক্ষুধাপীড়িত শিশুগুলি দুভিক্ষের স্থল হইতে আসার পর তাহাদিগকে কিছুকাল বিচক্ষণ চিকিৎসকের অধীনে রাখার পর বিভিন্ন আশ্রমগুলিতে প্রেরণ করা হইতে লাগিল। তাতার প্রভৃতি স্থান হইতে যে-সকল শিশু আসিতে লাগিল, তাহারা রুশ ভাষা না জানাতে তাহাদিগকে লইয়া বড়ই অসুবিধা ঘটিতে লাগিল । দুর্ভিক্ষের কেন্দ্ৰে পাচখানি ট্রেন বোঝাইকরা খাদ্য