পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՖԵ-8 AAAAAASA SAAAAA AAAA SAAAAA SAAAAA AAAA AAAA AAAA AAASA SSASAS SS SAAAA A S A S A SAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SS SAAAAAA AAAA AAAA AAAA SAAAAA SAAAAA SAAAAA SAAAAA তখন তাহার ঝুড়ি হইতে তিনি মৃত ফলই দান করিতেন, ঝুড়ি আবার তৎক্ষণাৎ পূর্ণ হইয়া থাকিত —ঠিক যেন হিন্দু পুরাণের অন্নপূর্ণর চিত্র। এই অমৃতফল শুধু দেবতাদের ভোগের জন্যই নিদিষ্ট ছিল । কিন্তু ইহার আস্বাদ লাভ করিবার জন্য বামন এবং দৈত্যদেরও আগ্রহ ও চেষ্টার ক্রটি ছিল না ; সে সঙ্গন্ধে অনেক কাহিনীও আছে । fontst ( I hiassi ) একদিন ওর্ডান, হীনির ( Hoenir ) এবং লোকা (Loki ) এই তিন জনে পুথিবী পর্য্যটনে বাহির হইলেন । অনেক পথ আসিয়া তাহার। ক্লাস্তু এবং ক্ষুধাৰ্ত্ত হইলে অন্য কোন খাদ্য সংগ্ৰহ করিতে না পারিয়া ভঁাহার একটা বুয ৰধ করিয়া আগুনে চড়াইলেন । কিন্তু অনেক সময় অতীত হইলেও জলস্ত অগ্নিতেও মাংস একেবারে কাচ রহিয়া গিয়াছে দেখিয় তাহারা অত্যন্ত বিস্মিত হইলেন । তখন তাহারা স্বতঃই বুঝিতে পারিলেন যে নিশ্চয়ই কেহ ইহাতে কোনপ্রকার মন্ত্র প্রয়োগ করিয়াছে । চাহিয়৷ দেখিলেন এক বুক্ষের উপরে মনুষ্যমুখারুতি একট ঈগলপ্ৰাণী বসিয়া রহিয়াছে । পার্থীটি তখন নিজেই স্বীকার করিল যে, সেই মন্ত্রপ্রয়োগ করিয়াছে, এবং বলিল যে যদি তাহাকে যথেচ্ছ পরিমাণ মাংসের ভাগ দেওয়া হয় তবে সে তাহার মন্ত্র প্রত্যাহার করিতে পারে। দেবতার। ইহাতে স্বীকৃত হইলে পার্থীটি উড়িয়া আসিয়া নীচে পড়িল এবং তাহার ডানার বাতাসে অগ্নি প্ৰজলিত করিল ; তখন মাংস সিদ্ধ হইতে আর বিলম্ব হইল না। পার্থীটি তথন পুৰ্ব্ব বন্দোবস্ত্র অনুসারে তাহার নিজের ভোগের জন্য সমস্ত মাংসের তিন-চতুর্থাংশ গ্রহণ করিতে প্রবৃত্ত হইল। কিন্তু লোকীর ইহা কিছুতেই সহ হইল না। সে একখণ্ড যষ্টি লইয়া পার্থীটিকে প্রহার করিতে প্রবৃত্ত হইল । লোকী জুলিয়। গিয়াছিলেন যে পাখীটি মন্ত্রশক্তিতে সিদ্ধ ; তখন দেখিতে দেখিতেই—লোকী ও সভয়ে দেখিলেন-সেই সৃষ্টিখণ্ডের একদিক্‌ পাখীর পৃষ্ঠদেশে এবং অপরদিক্‌ লোকীর হস্তদ্বয়ে অঁাটিয়া গেল। পার্থী উড়িয়া চলিল, সঙ্গে সঙ্গে লোকীও বাহিত হইয়৷ চলিলেন ; পথে প্রস্তরে কষ্টুকে আহত হইয়া এবং পার্থীর আকর্ষণে ক্লান্ত হইয়৷ প্রবাসী—জ্যৈষ্ঠ, ১৩৩০ AAAAAA AAAA SAAAAA SAAAA SAS S S A S A S A S A S A S A S M S M S A S A S A S A S A S A SAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS ২৩শ ভাগ, ১ম খণ্ড লোকী কপভিক্ষ-করিলেন। কিন্তু তাহাতে কোন ফল না হওয়ায় অগত্য লোকী মুক্তিলাভ করিবার জন্ত য়েকোন সৰ্বে আবদ্ধ হইতে স্বীকৃত হইলেন । এই পার্থীটি আর কেহই নয়—সে ছিল ঝড়তুফানের নায়ক দৈত্য থিয়াসী (Thiassi) ৷ থিয়াসী তখন লোকীকে অত্যন্ত দৃঢ়তার সহিত অঙ্গীকার করাইয়া লইল যে লোকী থিয়াসীর জন্য ঈড়নাকে তাহার অমৃত-ফল সহ স্বৰ্গ হইতে ভুলইয়। লইয়া আসিবেন। লোকা এইরূপে থিয়াসীর নিকট হইতে মুক্তিলাভ করিয়া আবার "ডীন হু হীনিরের সহিত স্বর্গে ফিরিয়। আসিলেন । কি সৰ্বে যে মুক্তি পাইয়াছিলেন সে কথা কাহারও নিকট প্রকাশ করিলেন না । মিথ্যা প্রবঞ্চনায় লোকীর ন্যায় কতবিদ্য আর কেহ ছিল না—বরং ইহাতেই যেন তাঙ্গর অতুল আনন্দ । যখন দেবতারা র্তাহার খবর জানিতে চাহিলেন, তখন তিনি নিঃসঙ্কোচে বলিয়। ফেলিলেন যে পার্থীট। তাহাকে অন্য ব্যক্তি মনে করিয়া ধরিয়া লইয়া গিয়াছিল এবং যখন সে জানিতে পারিল যে তাহার বন্দী স্বয়ং লোকী তখন সে কতপ্রকার অকুনয় বিনয় ক্ষম প্রার্থনা ইত্যাদি করিয়৷ তাহাকে ছাড়িয়া দিয়। তবে রক্ষা পায় । লোকী দেবতাদিগকে ত এই বলিয়। বুঝাইলেন, কিন্তু মনে মনে তিনি কেবলই অভিসন্ধি খুজিতে লাগিলেন যে কি করিয়া ঈড়ুনকে থিয়াসীর হাতে সমর্পণ করিবেন। ইহার কয়েকদিন পরে একদিন ব্রাগীর অকুপস্থিতির মুযোগ পাইয়া লোকী ঈভুনাকে খুজিয়া বাহির করিল এবং তাহাকে গিয়া বলিল যে ঈড়নের প্রাসাদেরই অনতিদূরে তকগুলি আপেল-ফল জন্মিয়াছে, সেগুলিও একেবারে অবিকল ঈড়নের অমৃত ফলেরই মত। সেই আদিকালে একবার ইডেন উদ্যানে সর্পরূপী শয়তানের কথায় ভুলিয়৷ আদিজননী ঈভ আপেল-ফলের মোহে প্রতারিত হইয়াছিলেন। এস্থলেও যেন অবিকল তাহারই পুনরাবৃত্তি । এই দুই কাহিনীতে পাত্র পাত্রী এবং ঘটনার সাদৃশ্বও অতি চিত্তাকর্ষক। ইডেন উদ্যানের শয়তান এবং আসগার্ডের লোকী উভয়েই গ্রীক-পুরাণের লুসিফারের প্রতিরূপ। ইহাদের দ্বারা প্রতারিত নারী উভয় স্থলেই তত্ত্বৎ সময়ের জন্য স্বামীসঙ্গীন, প্রতারণার মূল ভিত্তিও উভয়স্থলে