পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আরুণিমা—এ পারমোহন সেনগুপ্ত। বৈদ্যবাটা যুবক সমিতি হইতে প্রকাশিত। প্রাপ্তিস্থান—অল ইণ্ডিয়া পাবলিশিং হাউস্, ৩• কর্ণওয়ালিস ট্রীট, কলিকাতা ও ইণ্ডিয়ান বুক্‌ ক্লাব, কলেজ ষ্ট্রট মাকেট, কলিকাতা । ডবল ক্রাউন ১৬ পেঞ্জি ১৩৯ পৃষ্ঠা । বারো আন । কবিতার বই । আজকাল যারা কবিতা লেখেন তাদের মধ্যে এই কবির স্থান অনেক উচ্চে। এই কবির কবিতা-সংগ্রহ এই অরুশিম। এই বইএর নাম কবি অক্লণিমা রাখিয়াছেন বোধ হয় বিনয়বশতঃ ; কারণ এই উীর প্রথম কবিতা-পুস্তক, এই তার নবোদয় । কিন্তু এই কবিতাগুলিতে অরুণের ঐশ্বৰ্য্যও আছে—সৌন্দর্য্য ও স্নিগ্ধ তেজের অপুৰ্ব্ব সমাবেশ এই পুস্তকের কবিতাগুলিতে দেখিতে পাওয়া যায়। বইখানিতে বড়ছাপার ভুল আছে। ছেলেদের পঞ্চতন্ত্র—ঐ কুলদারঞ্জন স্নায়। ইউ রায় এও সঙ্গ, ১•• গড়পার রোড, কলিকাত ৷ ডঃ ক্রীঃ ১৬ পেঞ্জি ১০৯ পৃষ্ঠা। সচিত্র। মুখপাতে একপানি রঙীন ছবি আছে। মূল্য কিন্তু খুব সন্তা-মাত্র আট আন । কুলদা-বাবু ছোট ছেলেদের বই লিখিয়া হাত পাকাইয়াছেন, চুলও পাকাইয়াছেন, কিন্তু মন পাকাইতে পারেন নাই, তাই এখনও তিনি শৈশবেই আছেন, শিশুর সঙ্গে বন্ধুত্ব করাই তার প্রধান পেশা । খৃষ্টীয় ৬ষ্ঠ শতকে বিষ্ণুশৰ্মা ছেলেদের একসঙ্গে আনন্দ ও শিক্ষা দিবার জন্ত পঞ্চতন্ত্র রচনা করিয়াছিলেন । এই দেড়হাজার বৎসর এই গল্পগুলি সমান তাজা আছে, কারণ এগুলি শিশুর মানসক্ষেত্রে আনন্দের রস পাইয়া জীবিত আছে। এই গল্পগুলি সংস্কৃতের বেড়াতে এতদিন বন্ধ ছিল ; সংস্কৃত শিথিয়৷ এই গল্পের সঙ্গে পরিচয় করিতে যে বয়সে পৌছিতে হয়, সে বয়সে পশুপক্ষীর মুখে মামুযের কথা আর তেমন কৌতুক ও আনন্দ ও বিস্ময় উৎপাদন করিতে পারে না । সেই ক্রটি সংশোধন করিৰার জন্ত বালকবন্ধু কুলদা-বাৰু এই গল্পগুলিকে ছেলেদের নিজের ভাষায় কাল ও অবস্থার উপযোগী করিয়া রূপান্তরিত করিয়াছেন; এখন ছোট ছোট ছেলেমেয়ের এই চমৎকার গল্পগুলি অনায়াসে পড়িতে গাৱিৰে এবং একই সঙ্গে জ্ঞাণ শিক্ষা ও আনন্দ লাভ কৰিবে, তাহীদের कन्नना ७एक श्र। চামেলী—ঐ নলিনীমোহন রায়চৌধুরী। রায় এও রায়চৌধুরী, কলেজ ষ্ট্রীট মার্কেট, কলিকাতা । ডবল ফুলস্থাপ ১৬ পেঞ্জি ১৮৪ পৃষ্ঠা। মুখপাতে একথানি রঙীন ছবি আছে। মুঙ্গর সকলচামড়ায় বাধা । দাম এক টাকা দশ পয়সা । - প্রসিদ্ধ ফরাসী উপস্তাসিক আলেক্জান্দাব দুমা'র পুব ছোট হুমা’র প্রসিদ্ধ উপস্তলস “কামিল হইতে এই চামেলী রূপান্তরিত হইয়াছে । এটি একটি পেশাকর রমণীর প্রণয় ও শেষে সেই প্রণয়ীর মঙ্গলের জন্য আত্মত্যাগের কাহিনী । বইখানির রূপান্তরিত কাহিনীটি তুলিপিত হইয়ছে ; মুলের সৌন্দয্য ক্ষুণ্ণ হয় নাই । BBBB B BBBB BBS ggggS TBB BB BBBB SBBL কৃত ভূমিকা সংযুক্ত। ২১২ পৃষ্ঠা। রাজসংস্করণ ২।• টাকা এবং সাধারণ সংস্করণ ২ এ টাকা । ভূমিকার মৈত্রের মহাশয় শিল্প কাহাকে বলে ও ভারতের শিল্পের ইতিহাস র্তাহার অসাধারণ পাণ্ডিত্যপূর্ণ তেজস্ব ভাষায় বর্ণনা করিয়াছেন। এই গ্রন্থে যে-সব বিষয় আলোচিত হইয়াছে তাহার সুচী ছোট অক্ষরে চার-পৃষ্ঠা-ব্যাপী। প্রাচীন ভারতের বস্ত্র, বস্ত্র-পরিধান-প্রণালী, অলঙ্কার, পাদুকা, ছত্র, চিত্রবিদ্য, স্থপতিবিদ্যা, প্রতিমা-গঠন, প্রসাধন-দ্রব্য, নৌকা, আসন, শয্য, রত্ন ইত্যাদি বহু বিষয় অসাধারণ অনুসন্ধান গবেষণা ও পাণ্ডিত্যের সহিত আলোচিত হইয়াছে। বেদান্তর্তীর্থ মহাশয়ের সকল প্রবন্ধই আমরা মাসিক পত্রিকায় আগ্রহের সহিত পাঠ করি । এই পুস্তকে সেইসব চমৎকার প্রবন্ধের কতকগুলি মাত্র স্থান পাইয়াছে। এই পুস্তকখানি বাংলা সাহিত্যের ও পুরাতত্ত্বের অলঙ্কার। বেদান্তর্তীর্থ মহাশয়ের অপর প্রবন্ধগুলিও শীঘ্র পুস্তকাকারে প্রকাশিত দেখিবার জন্ত উত্মক রহিলাম । এই ২১২ পৃষ্ঠার বইপানি ছাপিবার জন্য গ্রন্থকারকে ছ-য় ছ-য় জন বড় বড় জমিদারের দ্বারস্থ হইয়া অর্থসংগ্ৰহ করিতে হইয়াছে। ইহ ঐ ছয় জন জমিদারের প্রত্যেকের লজ্জার কথা ; বঙ্গদেশেরও লজ্জার কথা ; তাহার প্রত্যেকেই এতবড় ধনী ও বদ্বাস্থ্য সৎকৰ্ম্মানুরাগী যে একজনেরই এই পুস্তকের মুদ্রণব্যয় বহন করা উচিত ছিল ; পুস্তকে আরো বহু বহু চিত্ৰ দিয়া প্রাচীন শিল্পের পরিচয় লাভের সুযোগ করিয়৷ দেওয়া উচিত ছিল । আমরা আশা করি ও অনুরোধ করি, বেদান্ততীর্থ মহাশয়ের পরবর্তী পুস্তক-প্রকাশের ভার ইহাদের মধ্যে যে-কেহ একজন স্বতঃপ্রবৃত্ত হইয়া লইবেন এবং পণ্ডিত ব্ৰাহ্মণকে প্রার্থনার দুঃখ ও লজ্জ হইতে অব্যাহুতি দিয়া পাণ্ডিত্যের সন্মান করিবেন ও বিদ্যামুপ্লীগের পরিচয় দিবেন । এইরূপ পুস্তক প্রকাশ করিতে সাহায্য করাতে ব্যক্তিবিশেষের উপকার করা হয় না, বঙ্গসাহিত্যের ও বঙ্গবাসীর উপকার করা হয় ; বিশ্বের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করা হয়। কাশ্মীর ও জম্মু-ক্র নরেন্সকান্ত লাহিড়ী চৌধুরী, কালীপুর, ময়মনসিংহ। প্রকাশক লী কালীচন্দ্র চক্রবর্তী, কালিহারী, ময়মনসিংহ । ১২• পৃষ্ঠ1+ঝ+lue + v • পৃষ্ঠা । কাপড়ে বাধা । সচিত্র । আড়াই টাকা । ভ্রমণ-কাহিনী । কাশ্মীরের সম্বন্ধে বহু জ্ঞাতব্য তথ্য ইহাতে সন্নিবেশিত হইয়াছে । স্রোতের ঢেউ—শ্ৰী হরিহর শেঠ। চন্দননগর পুস্তকাগার ছোট আড়ার ৪৮ পৃষ্ঠ । স্বন্দর তলতলে বাধা । দাম লেখা নাই। কতকগুলি ছোট ছোট উপদেশ-সমষ্টি । লেখক ‘নিবেদন’ করিয়াছেন—“এই সামান্ত বইখানি মহাত্মাদের উপদেশমালার অসুকরণে হয় নাই। সংসারের পথে চলতে চলতে যখন যেটা দেখেছি বা দেখে ঠেকেছি এবং শিখেছি তখনই সেগুলি মনের মধ্যে থেকে কুড়িয়ে লিয়ে যত্ন করে’ সংগ্রহ করে রেখেছি।" একের অভিজ্ঞতা অপরকে জানাইলে তাহার সহজে অভিজ্ঞতা জন্মে। এইজন্ত এই ক্ষুদ্র বইপানি মুল্যবান।