পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] -- শিখগুরু—ঐ কাৰ্ত্তিকচন্দ্র মিত্র। সুলভ গ্রন্থমালা কাৰ্য্যালয়, শঙ্কর ঘোষের লেন, কলিকাতা । ৯• পৃষ্ঠা । শক্ত কাগজের মলাট । - বা আন । অমর শিখগুরুদেৰ অমৃত কাহিনীর বই । চিরকালই উপাদেয় । , \g দেশহিতৈষণার সংমিশ্রণসাধনের জন্ত শিখগুরুর প্রসিদ্ধ । -ই গুরুদিগের পবিত্র কাহিনী বারংবার আবালবৃদ্ধবনিতার পড়া উচিত। মণিমোহন-জীবনী—ঞ্জ রামকুমার নাথ সঙ্কলিত । প্রকাশক শ্ৰী বনবিহারী নাখ, ৬ শীতলাতল লেন, নারিকেলডাঙ্গ, কলিকাতা । ২৮৭ পৃষ্ঠা । সচিত্র। এক টাকা । যোগীসম্প্রদায়ের মধ্যে মণিমোহন নাথ একজন মহাশয় ব্যক্তি ছিলেন । তাহার স্বরচিত জীবনচরিত এই পুস্তক। ইহার মধ্যে যোগীজাতির উৎপত্তি ও অভু্যদয়ের ইতিহাসও আছে। মণিমোহন স্বজাতিসেবায় আত্মজীবন উৎসর্গ করিয়৷ বহু মহৎ কাৰ্য্য করিয়া জাতির উন্নতির পথ প্রসারিত করিয়া গিয়াছেন । ইনি সমাজসংস্কারক ও আদর্শচরিত্র ব্যক্তি ছিলেন । রুদ্র ক্ষ-মfহাত্ম্য—শ্ৰী কালীপ্রসন্ন বিদ্যারত্ন সঙ্কলিত । কাশী ব্রাহ্মণ-রক্ষা সম্ভা । ছু আনা । তুলসী-মাহাত্ম্য—ঐ। গঙ্গোদক-মাহাত্ম্য—ঐ । দাম তিন আন । .همه শিবার্চন-তত্ত্ব—গ্র অম্বিকাচরণ কাব্যতীর্থ। কাশী ব্রাহ্মণরক্ষণ সভা । ছয় আনা । ত্রিসন্ধ্য -তত্ত্ব—মহামহোপাধ্যায় শ্ৰী যাদবেম্বর তর্করত্ন । ব্রাহ্মণ-রক্ষণ সভা, কাশী । চার আনি । এই পাঁচখানি পুস্তকের নাম হইতেই বিষয়ের পরিচয় পাওয়া যায় । প্রত্যেক পুস্তকেই বিশেষজ্ঞ পণ্ডিতের শাস্ত্রজ্ঞানের বিশেষ পরিচয় পাওয়৷ যায়। বিশ্বাসীদিগের নিকট সমাদৃত হইবার যোগ্য। মানস-বিকাশ বা পাগলের পাগলামি— ঐ যোগেশ্বরচন্দ্র দত্ত দরিপ। প্রকাশক ত্রী তেজপাল কলোড়িয়l, কটন ষ্ট্রীট, কলিকাতা । দশ অীনা ৷ এই পুস্তকে এই ছয়টি বিষয় আলোচিত হইয়াছে—(১) আমি, (২) জীবন-চৈতন্য, (৩) ভক্তি, ( ৪ ) মনুষ্যত্ব, (৫ ) স্বপ্ন ও ভালবাসা, (७) ७ङम। মোকামের বাণিজ্য-তত্ত্ব, দ্বিতীয় ভাগ— গ্ৰী সন্তোষনাথ শেঠ সাহিত্যরত্ন। দাসগুপ্ত কোম্পানী, কলেজ থেtয়াল, কলিকত। ১৭৪ পৃষ্ঠা। দুই টাকা । কতকগুলি স্থানে কি কি বাণিজ্য-ফ্রব্য পাওয়া যায় ও কিরূপে চহীর ব্যবসা করা যায় তাহারই বিস্তৃত বিবরণ এই পুস্তকে প্রদত্ত হইয়াছে। অনেকের বাৰসা করিবার ইচ্ছা থাকে, কিন্তু অভিজ্ঞতার অভাবে কোন ব্যবসা অবলম্বন করিবেন স্থির করিতে পারেন না। এই পুস্তক পাঠ করিলে তাহারা বিশেষ সাহায্য লাভ করিবেন। বঙ্গের যুবকদের K DDDD DBBB BBB BSB BBS BBBB BBBS BBB দেশের লক্ষ্মালী-লাভ হইবে না । পুস্তক-পরিচয় - همه ۳ میسیسم AASAASAASAASAASAASAASAASAA SAMAMA AM MAMMS SSAS SSAS SSAMAMMAMMAAM AAAA AAAASAAAAMAMMAMAMMAAA AAASS Ֆեծ প্রতীকণর— তারকচন্দ্র রায় । আর্ট প্রেস, ১ ওয়েলিং টন স্কোয়ার, কলিকাতা । ডিমাই অষ্টাংশিত। ১২• পৃষ্ঠ । এই পুস্তকথানিতে সমবার ও যৌথ কারবার সম্বন্ধে মোটামুটি তত্ত্ব ও কাৰ্য্যপ্রণালী কথাবাৰ্ত্তার ছলে সরল ভাষায় বিবৃত হইয়াছে। গ্রন্থকার সমধtয় সম্বন্ধে বিশেষজ্ঞ। এই পুস্তকের বহুল প্রচার বাঞ্ছনীয়। ইহা পাঠ করিয়া গ্রামে গ্রামে সমবায় সমিতি সংস্থাপন করিবার চেষ্ট৷ করা উচিত। সমবায় সমিতি প্রতিষ্ঠা করিলে গ্রামের চাষী মজুর প্রভৃতির দৈন্ত ঘুচিবে, তাহারা আত্মরক্ষা ও আত্মনির্ভরপরায়ণ হইবে। মুদ্রারাক্ষস স্রোতের তৃণ বা স্বরাজ অtশ্রমে আট মাস—শ্ৰী বীরেন্দ্রনাথ শাসমল প্রণীত। প্রকাশক ঐ গোপীনাথ ভারতী, ৭৩, হরিশ্চন্দ্র মুখার্জি রোড, ভবানীপুর, কলিকাতা, ১৩২৯ । এই বইখানির বেণীর ভাগ প্রেসিডেন্সি জেলে এবং সেন্ট লু জেলে লিথিত । গ্রন্থকার ইহাতে দেখাইতেছেন তিনি কেমন করিয়া স্রোতের তুণের মত ভাসিতে ভাসিতে গিয়া জেলে ঢুকিয়াছিলেন। লেখকের মনের অবস্থার কথা বিশদভাবে বর্ণিত হইয়াছে। জেলের ভিতরের অনেক খবর ইহাতে জানা যায় । সে-সময়ের যে-সব কথা বাহিরে i পড়িয়াছে সে-সব কথার কোন উল্লেখ দেপিলাম না। লেখা মঙ্গনয় । একজন স্বদেশসেবক কিরূপ কষ্ট পাইয়াছেন তাহার ইতিহাস সব সময়েই পাঠযোগ্য । অ বেদান্ত দর্শনের ইতিহাস—এমং স্বামী প্রজামানল সরস্বতী প্রণীত ও শী রাজেন্দ্রনাথ ঘোষ সম্পাদিত । প্রাপ্তিস্থল সরস্বতী লাইব্রেরী, ৯নং রমনাথ মজুমদার স্ট্রীট, কলিকাতা। ১ম খণ্ড, ২য় খণ্ড ও তৃতীয় গণ্ড, পৃ ২৮৮ । প্রতি থণ্ডের মূল্য ১ < । এই তিন খণ্ডে নিম্নলিখিত বিষয় আলোচিত হইয়ছে।--বেদান্ত বলিতে কি বুঝি ? ব্রহ্মানন্দ সরস্বতীর মত ; বৈদিক কাল ; ব্রহ্মস্বত্রের কাল নির্ণয় ; দার্শনিক স্বত্র-সকলের সমসাময়িকতা ; ব্রহ্মসুত্রের কালনির্ণয়োপসংহার ; বেদাস্তের বিশেষত্ব ; ভারতীয় মতের প্রভাব ; দার্শনিকতার উদ্ভব ; দর্শনের বিভাগ ; ব্রহ্মস্বত্রের বিবরণ ; শঙ্কর দর্শন—তুমিক ও কালনির্ণয় ; গৌড়পাদাচায্য শঙ্করাচর্য্যের জীবন, গ্রন্থ ও মত ; আচাৰ্য্য পদ্মপাদ ; হরেশ্বরাচায্য ; হরেশ্বরাচায্য; সর্বজ্ঞায় মুনি ; বিশিষ্টাদ্বৈতবাদ বা শিবাদ্বৈতবাদ ; শ্রীকণ্ঠচয্য ( অসম্পূর্ণ)। গ্রন্থকার বলেন অস্তত: ৪• • • খৃষ্ট-পুৰ্ব্বাদে বৈদিক সভ্যতা বিস্তৃতি লাভ করিয়াছিল। তাহার মতে “পাণিনি ধৃষ্ট-পূর্ব ৭ম শতাব্দীর পূর্ববৰ্ত্তী। হইতে পারে তিনি খৃষ্ট-পূৰ্ব্ব ১০ম বা ৯ম শতাব্দীতে বিদ্যমান ছিলেন ( পৃঃ ১০ ) । ব্রহ্মপুত্র পাণিনির বহুপূৰ্ব্বে এবং মহাভারতের সমসাময়িক । মহাভারতের যুদ্ধকাল খৃঃ-পূ: ২৫•• বৎসরের পরে নহে। যুধিষ্ঠিরীদের আরম্ভকাল ৩১০২ খৃষ্ট-পূর্ববাদ । সম্ভবতঃ ৩১০২ খৃঃপূঃ অদ হইতে ২০ • • খৃঃ-পুঃ অব্দে মহাভারত ও ব্ৰহ্মপুত্ৰ রচিত হইয়াছিল (পু : ৬৬)। তাহার মতে গৌড়পাদাচাৰ্য্য খৃঃ পূঃ দ্বিতীয় শতাব্দীর প্রথমভাগে এবং শঙ্করাচাৰ্য্য খৃঃ পূঃ ১ম শতাব্দীতে জন্মগ্রহণ করিয়াছিলেন ( পৃঃ ১৪৩, ১৪৮) । এই-সমুদায় বিষয়ে গ্রন্থকারের সহিত একমত হইতে পারি নাই, কিন্তু আলোচনী পাণ্ডিত্যপূর্ণ। গ্রন্থে অনেক জ্ঞাতব্য বিষয় আছে। ইহা এখনও অসম্পূর্ণ , সগুলত; আরও ১০৷১২ খণ্ডে গ্রন্থ সমাপ্ত হইবে । যে . यदli ५१४ मt* :०:५, ८६८१ भ:न इक म'{ाँ ३३:# श्| 4कथानि