পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>途护、 অতি উপাদের গ্রন্থ হইবে। এ পর্য্যন্ত কোন ভাষাতে এপ্রকার গ্রন্থ আর প্রকাশিত হয় নাই। ইকার গ্রাহক-সংখ্য বন্ধিত হইলে আমর अडास्त्र दृश्यौ क्ष्हेद ! বৃদ্ধ-বোধ বর্ণপরিচয়—প্রথমভাগ —শ্ৰী যোগেন্দ্রনাথ রার প্রণীত । জগৎপুর-সেয়াপালা-নিবাসী স্ত্রী রঘুনাথ জোতীরত্ন স্বীর প্রকাশিত। পৃঃ ৫২ ৷ মূল্য w• । গ্রন্থকার বলেন, প্রত্যেক স্নামের প্রত্যেক বর্ণেরক্ট এক-একটি মূল্য আছে । নামের স্বারা লোকের প্রকৃতি, সত্ত্বাদিগুণ প্রভৃতি নির্ণয় করা যায় । গৌড়ীয় বৈষ্ণবধৰ্ম্ম—প্রথম খণ্ড। শী উপেন্দ্রনারায়ণ সিংহ ( অধ্যক্ষ, ভিক্টোরিয়া কলেজ, কুচবিহার ) কর্তৃক প্রণীত । effort students Stall, Conch Behar *f; ea Yoss low- আলোচ্য বিষয় :-(১) কৰ্ম্ম, জ্ঞান ও ভক্তি ( পুঃ ১—১৫ ) ; ( 2 ) tवशैौ बां नीश्वन उख् ि(श्रृं: २७-८०) । বৈষ্ণব-ভাবে এই সমুদায় ব্যাখ্যা করা হইয়াছে। উপমা সংগ্রচ–প্রথম ভাগ। শ্ৰী উমেশচন্দ্র চৌধুরী দ্বার সংগৃষ্ঠত ও প্রকাশিত , পৃঃ ২ মূল্য চারি অান । প্রাপ্তিস্থল – গ্রন্থকার, গ্রাম ভাটের, জিলা শ্ৰীহট্ট । শ্ৰীমৎ আচাৰ্য্য শিবনাথ শাস্ত্রী মহাশয়ের গ্রন্থাবলী হইতে ১৪৭ টি উপমা সংগৃহীত হইয়াড়ে। উপাদেয়। গীতার অভিাস—এ হরিপ্রসাদ বস্তু, এম-এ, বি এল. প্রণীত । পৃঃ ১২২ ৷ মূল্য w• । প্রাপ্তিস্থল বোলপুর, বীরভূম, গ্রন্থৰণরের নিকট । যাহারা গীতার অনুরাগী ও গীত পাঠ করিতে আগ্রহবtণ কিন্তু সংস্কৃতে বিশেষ পারদর্শী নহেন স্তাহাদিগের জন্যই গ্রন্থকার এই পুস্তক সঙ্কলন করিয়াছেন। আশা করা যায় গ্রন্থকারেব উদেখ সিদ্ধ হইলে । এই পুস্তকে গীতার প্রত্যেক অধ্যায়ের ভাবাৰ্থ দেওয়া হইয়াছে। ইহার পরে দেওয়া হইয়াড়ে— প্রবাসী-জ্যৈষ্ঠ, ১৩৩০ MAMAMAMAAASAAA SAS A SAS SSAS SS SAAAAeM AAAA AAAA AAASA SAASAASSAAAAAAS A SAS A SAS SSAS SSAS SSAS AAAA S AAAAA AAAA SAAAAA AAAA S AAAAA SAAAAA SAAAAAS (১) গীতোক্ত উপদেশের স্থূল মৰ্ম্ম । (২) মানবের সুখীশ্লেষণ । (3) পথের সম্বল । শেষ দুইটা প্রবন্ধ উদ্বোধনে প্রকাশিত হইয়াছিল। মহেশচন্দ্র ঘোষ সালেীমে—শ্ৰী শৈলেশনাগ বিশ, বি-এল প্রণীত। দি বুক কোম্পানী, ৪।৪ এ কলেজ স্কোয়ার, কলিকাতা । অস্কার ওয়াইল্ডের একাঙ্ক নাটকের অনুবাদ । বইখানি সমস্তই পড়িয়াছি-এক রকম মঙ্গ লাগে নাই ; তবে অনুবাদ বলিয়া মাঝে মাঝে বড় বেশী বুঝিতে পারা যায়। অনুবাদের দোষ যাহাই থাকুক, বইখানি একবার আরম্ভ করিলে শেষ না করিয়া ছাড়িতে পার || || ছেলেদের গল্প – ঐ অমৃতলাল গুপ্ত প্রণীত। সিটিবুক সোসাইটি, ৬৪ কলেজ ষ্ট্রট, কলিকাতা । দাম ছয় আনা । ইংরেজি “মাষ্টারম্যান রেডি’ নামক পুস্তকের সংক্ষিপ্ত অনুবাদ– অবষ্ঠ পুস্তকের কোথাও এই কথার উল্লেখ নাই। অনুবাদ খুব সুন্দর হইয়াছে । ছেলেদের পুব ভাল লাগিবে। পুস্তকের শেষে একটি কবিতায় গল্প আছে। তৃণগুচ্ছ—ত্ৰ গিরিবাল দেবী প্রণীত । চক্রবর্তী চ্যাটার্জি এও কোং লি: ১ নং কলেজ ক্ষ্মোয়ার, কলিকাতা । দাম ১।• । গল্পের বই । গল্পগুলি এক রকম চলনসই। গ্রামের চিত্র লেখিকার হাত দিয়া বড় স্নিগ্ধ এবং করুণ হইয় ফুটিয়া উঠিয়াছে। বিধির বিচার—শ মলিনাক্ষ হোড় প্রণীত । ঘোষ এও কোং, ১ নং কর্ণওয়ালিস স্ট্রীট, কলিকাতা । দাম ১।• । উপন্যাস। ভাল লাগিল না। প্লটের মধ্যে অতিরিক্ত যা-তা বোঝাই করা হইয়াছে, তাহহে বইগানির মধ্যে কোন-fকছুই ভাল করিয়া ফুটিতে পারে নাই । -- গ্রন্থকীট আত্ম-সমর্পণ ওগো দুঃখ, ওগে। আমার বিজয়ী সম্রাটু, আত্ম-দানের লিপিখানি এনেছি আজ ব’য়ে— নম্রশিরে করব তাহ পাঠ । বিরাম-বিহীন মুখের মোহে মগ্ন ছিল প্রাণ ; হঠাৎ তুমি কখন এসে আমার হৃদয়-দেশে করলে চরণ দাম, তখন প্রভূ, তোমায় আমি চিনতে পারি মার্ক, বিপুল বলে পথ আগলি দাড়িয়েছিলাম তাষ্ট— রুস্ক ক’রে দিয়েছিলাম যা ছিল পথ-ঘাট । সত্যিকারের তুমিই রাজা, তোমারি সব দেশ, স্বথ ছিল সে হৃদয় জুড়ে, মিথ্যা তাহার বেশ–, এত বড় সভ্য কথা বুঝিনি এক লেশ । হঠাং সে ভুল ভেঙে গেছে, বুঝেছি আজ থির-- এই জীবনে তোমার ছিল অধিকারের দাবী, তুমিই জয়ী বীর ! ক্ষমা কর ধুষ্টত মোর, দাও চরণে ঠাই, আইন-মানা প্রজা আমি—বিদ্রোহ আর নাই ! এগন তুমি যেমন খুশী বিছা ও রাজ্য-পাট ॥ গোলাম মোস্তফা