পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

रु९*ी रा? ( বৃন্দাবন ) শ্ৰীকৃষ্ণ ঐ পএ-ঠোঙায় গোপীদিগের নিকট হইতে ননী লইয়া খাইতেন । বন-ভ্রমণ-কালে আর-একটি আশ্চৰ্য্য বৃক্ষ দেখিতে পাওয়া যায়, উহার ফলগুলি ঠিক নৃপুরের মত আরুতি-বিশিষ্ট, উহা শুকাইলে ঠিক নুপুরের স্থায় শব্দ হইয় থাকে। কালীয়-হ্রদের তীরে একটি কেলী-কদম্বের বৃক্ষ আছে ; পাণ্ডার বলিয়া থাকেন, ঐ স্থানে শ্ৰীকৃষ্ণ গোপীদিগকে লইয়া ক্রীড়া করিতেন। বৃন্দাবনস্থিত নিধুবন মধ্যে শাল গ্রাম-গাছ ও প্রসিদ্ধ ; শ্রীরাধা-কুণ্ডের নিকট শ্ৰীকৃষ্ণ ননী থাষ্টয়া যে-সকল গাছে হাত মুছিয়াছিলেন, তথায় এখনও কতকগুলি গাছে ভগবানের হস্তলেপন-চিহ্ন বৰ্ত্তমান থাকিস্তু অতীতের সাক্ষ্য দিতেছে ললিয়া ভক্তের। বিশ্বাস করেন । দ্বারকার নিকট ভালকা-কুণ্ডে একটি প্রাচীন অশ্বথবুক্ষ আছে । কিংবদন্তী— এই রুতলে সাদবপতি তাহার লাল। প্রকাশ করিয়াছিলেন । একটি প্রসিদ্ধ তীর্থ পলিয়। পরিগণিত । কথিত আছে মহাভারতে সে অশ্বথ বুক্ষের উল্লেখ আছে ইহ। সেই মহা তরু । ব্যাস-কুঞ্চের নিকট বটুক-বৃঙ্গ নামে এক অদ্ভুত বৃক্ষ আছে । প্রবাদ, ব। সিদেব এই বৃক্ষমূলে বসিয়া সিদ্ধিলাভ করিয়াছিলেন । বুদ্ধগয়ায় মহাবোধি-নামক তরুবরও এইরূপে শাক্যসিংহের তপস্ত-প্রভাবে বুদ্ধত্ব লাভের জন্য প্রসিদ্ধি লাভ করিয়াছে । নীলাচলের সিদ্ধ বকুল’ আর-একটি প্রসিদ্ধ বৃক্ষ । を多: প্রবtলী-জ্যৈষ্ঠ, ১৩৩০ ی۔ - - - - - --مے. --مے ۓ۔ -...ه۔ [ ২৩শ ভাগ, ১ম খণ্ড ইহার মূলদেশে বসিয়া কাহারও তপস্যা করিয়া সিদ্ধিলাভের কথা না শুনা যাইলেও, শ্রীচৈতন্যদেব, হরিদাস ঠাকুর প্রভূতি মহাপুরুষগণ ইহার তলদেশে বসিয়া ভগবান জগন্নাথদেবের মাহাত্ম্য প্রচার করিতেন। এই বৃক্ষটি যিনিই দেখিবেন তিনিই আশ্চর্যাম্বিত হইবেন, সন্দেহ নাই। উহার কাণ্ড ফোপূর, অর্থাং কেবলমাত্র বৃক্ষ-ত্বকের উপর উহা দাড়াইয়া আছে । কথিত আছে, কোন এক সময়ে নব-রথ-নিৰ্ম্মাণের জন্য কাষ্ঠের অভাব হওয়ায় রাজাদেশে ঐ বৃক্ষ কাটিবার জন্য কাঠুরিয়াগণ বৃক্ষসমীপে গমন করিয়া দেখিল, রাত্রের মধ্যে গাছের নিরেট গুড়িটি ফোপরা হইয়া দুই ভাগে বিভক্ত হইয়া রহিয়াছে। এই অসম্ভব ঘটনা জগন্নাথদেবের একটি লীলা বুঝিয়। রাজা এবং সকলেই বিস্ময়ে অভিভূত হইলেন এবং তদবধি এই বৃক্ষকে সকলেই ভক্তিসহকারে পূজা করিয়া আসিতেছেন । বৃন্দাবনে শেঠেদের ঠাকুর-বাড়ীতে সোনার তালগাছের কথা অনেকেই শুনিয়াছেন এবং দেখিয়াছেন। রামেশ্বর দেবের নাটমন্দিরের সম্মুখে ঐরুপ আরএকটি সোনার তালগাছ দেখিতে পাওয়া যায়। এইরূপ