পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] কুরুক্ষেত্রে অমৃতকূপ ও চন্দ্রকুপ নামে দুইটি কূপ আছে । চন্দ্রকুপ, নামে কুপ হইলেও উহা একটি জলাশয়ের মত। বৈতরণীতে সতীর নাভিদেশ পতিত হইয়া যে কুপের স্বষ্টি হইয়াছে, উহা নাভিগয়া নামে প্রসিদ্ধ। দ্বারকায় নৃপকূপ নামে একটি প্রসিদ্ধ কূপ আছে । 會 - খ্যাতনামা পবিত্র প্রশ্রবণ যে-সকল প্রস্রবণ বা ঝরণা পবিত্র ও বিশেষভাবে জ্ঞাত, তন্মধ্যে বশিষ্ঠাশ্রমের প্রস্রবণটি অতি মনোরম ৷ বশিষ্ঠাশ্ৰম উহা হইতে সন্ধ্যা ললিতা ও কান্ত নামে যে তিনটি ধারা প্রবাহিত হইয়াছে, তাহা ত্রিধারা গঙ্গা নামে খ্যাত । চন্দ্রনাথে মন্মথনদ লবণাক্ষ ও সহস্রধারা নামে তিনটি ঝরণা আছে। ইহার মধ্যে সহস্রধারার দৃশ্য অপূৰ্ব্ব । প্রায় ৩০০ ফুট উচ্চ গিরিশৃঙ্গ হইতে প্রচণ্ড বেগে নিক্ষিপ্ত জলরাশি শিলাখণ্ডে বাধা পাইয়া সহস্রধারে বিভক্ত হইয়া যাইতেছে, এই কারণ ইহার সহশ্ৰধারা নাম হইয়াছে । ভারতের উপাস্য-বৈচিত্র্য ミ>め নৰ্ম্মদার জগদ্বিখ্যাত জলপ্রপাত তীর্থের হিসাবে যত ন৷ হৌক শোভায় তুলনাহীন । অবশু পুণ্যসলিল নৰ্ম্মদীর মাহাত্ম্য অপৰ্য্যাপ্ত। এই স্থানের বিশেষত্ব . এই; উৎকলের বিন্দুসরোবরের ন্যায় এখানে পিতৃমাতৃকুল ব্যতীত শ্বশুরকুলকেও শ্রাদ্ধ তৰ্পণাদিতে তৃপ্ত করিতে হয়। কাবেরী নদীর জলপ্রপাতের প্রাকৃতিক দৃশ্বও অতি রমণীয়। ইহা ও একটি পবিত্র স্থানের মধ্যে পরিগণিত । টিনেভেলির পাপনাশম নামক জলপ্রপাত ও পরম পবিত্র বলিয়। বিবেচিত হইয়া থাকে। কথিত আছে— ঐ পবিত্র বারি সর্ব পাপ বিধৌত করিতে সক্ষম। বহু পুণ্যতোয় সরোবর কুণ্ড ও কুপাদির কথা উল্লিখিত হইলেও অনেকের কথা বলিতে পারি নাই । এই প্রবন্ধ মধ্যে কৰ্ম্মনাশ নদী ও কৰ্ম্মনাশ! গিরিশৃঙ্গ এবং মৃত নদী ভিন্ন আর যাই।-কিছুর বিষয় বিবৃত হইয়াছে, সকল গুলিই হিন্দুব চক্ষে পবিত্র ও আরাধ্য বলিয়া বিবেচিত হইয়া থাকে। সকল গুলির উৎপত্তি ও মাহায্যের কথা বিশদভাবে বলিতে হইলে, একখানি প্রকাণ্ড পুস্তক হইয়া পড়ে, সেই কারণ এক্ষেত্রে যতদূর সম্ভব সংক্ষেপে বিবৃত করিলাম। প্রচলিত জনশ্রুতিগুলির সমস্ত সত্য বলিয়া মনে ন হইলেও বা অনেক অসংলগ্ন বোধ হইলে ও যেরূপ কিংবদন্তী প্রচলিত আছে সেই মতই বিবৃত হইল । যে-সকল তীর্থাদির কথা লিখিত হইল, তাহার অধিকাংশই আমি স্বচক্ষে দেখি নাই, উই প্রত্যক্ষদর্শী অন্যের নিকট বা পুস্তকাদি হইতে সংগৃহীত হইয়াছে। ফোটোগুলির অধিকাংশই নিজের গৃহীত হইলেও কয়েকখানি অন্যত্র হইতে সংগৃহীত হইয়াছে । শ্ৰী হরিহর শেঠ