পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

३38 ছুই পাশে ছুইখানি করিয়া ছোট ছোট চাকা থাকিবে তাহীতে গাড়ী চলিবার সময় সোজা হইয়৷ চলিবে, এই দুইটি চাকীও সমান জোরে ঘুরিয়৷ গাড়ীর চলার তাল ঠিক রাপিবে । গাড়ীর দুইপাশের ওজনের কমবেশী করিয়া গাড়ী ডাইনে বয়ে ঘুরাইবার ফিরাইবার বন্দোবস্ত আছে। ছবি দেখিলেই গাড়ীখানির রূপ ভাল করিয়া বুঝিতে পারা যাইবে । গাড়ীখানি যদি বাস্তবে পরিণত হয় তবে সবচেয়ে বেশী গতিশীল রেসিং মোটরকার এক নিমেষের মধ্যে তাহার কোন পিছনে পড়িয়া পাকিলে । সমুদ্র-স্নানের স্বন্দোবস্ত— অষ্ট্রেলিয়ার সমুদ্র-উপকূলে লোকে হাঙ্গরের ভয়ে স্নান করিতে পারে না । সেইজন্ত, যাঁহাতে লোকে নি ভয়ে সমুদ্রে স্নান করিতে পারে, সেখানকার মিউসিপ্যালিটির ওহীর নানারূপ আয়োজন করিয়াছেন। নিউ সাউথ ওয়েঙ্গসের গুক্তি ও নামক স্থানে হাঙ্গরের হাতে অনেক লোক মারা যায় । এ সহরে এপন সমুদের জলে ইস্পাতের মোট মোটা তারের বেড় দেওয়া হইয়াছে । এই বেড়া ভেদ করিয়া মনুষ্যভুক্‌ কোন জানোয়ার আসিতে পারে না। কুইনসল্যাণ্ডে সব চেয়ে বড় জল-বেড়া দেওয়া হইয়াছে । তাঙ্গ ১৪৫ ফুট চওড়া এবং ৩৩০ ফুট লম্বী । এই বেড়ার মধ্যে ১০ ০০ লোক স্বারামে এবং নিভয়ে স্নান করিতে পারে । মাটির ঘর – আফ্রিকার পশ্চিম উপকূলে কিরডি-মাস নামক স্থানের লোকেরা একপ্রকার ঘর কাদা দিয়া ওৈয়ার করে. তাহ দেখিতে ঠিক উই-টিপির মতন। কাঠের ফেম করিয়া লইয় তাহাব উপর গুরে স্তরে কাদ লেপিয়া দেওয়া হয় । তার পর তাহ রৌদ্রে শুকাইয়া যায় । এষ্ট কাদার ঘরের উপরে নানা প্রকার আঁক-জে কি কাটা থাকে—একজনের আঁক-জোক অস্ত কেহ নকল করিলে তাহার মৃত্যুদণ্ড হয়। বিশেষ প্রকারের আঁকজে কি দেখিয়| কুটীর-স্বামীর পরিচয় পাওয়া যায় । যে দিক্ দিয়া বেশীর ভাগ সময় হওয়া বয়, সেই দিকে কুটীরের দুয়ার থাকে। ছুয়ার খুব বড় হয় না-কষ্টে একজন লোক প্রবেশ করিতে পারে। গরমের সময়েও এই-সল কাদার তৈরী ধর বেশ ঠাও থাকে, কারণ মাটির লেপ ভেদ করিয়৷ ফ্ল্যের তাপ ভিতরে প্রবেশ করিতে পারে না । o

  • イ寸3 *|21。

প্রবাসী—জ্যৈষ্ঠ, ১৩৩০ حعلمیه معیان میرسد. [ ২৩শ ভাগ, ১ম খণ্ড কাদার ঘরের দুয়ারের সাম্নে বসিয়া সংসারের কাজে ব্যস্ত আফিকাবাসী চিত্রে চরিত্র বর্ণন— পাক পাক বদমায়েল চোর, সি দল, খুনী, ইত্যাদির ছবি পুলিসের BB gBB S gBSBBD DBB BB u S gBB BBDS