পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

३३é প্রবাসী—জ্যৈষ্ঠ, ১৩৩• [ ২৩শ ভাগ, গুম খণ্ড এরারুটের চাষ এরাক্লটের চাষ একটি বেশ লাভজনক ব্যবসা । বহুদিন যাবৎ আমি একাজে বিশেষভাবে লিপ্ত থাকিয়া স্থাতে-কলমে যে অভিজ্ঞতা লাভ করিয়াছি তাহাতে এৰিষয়টি আমাদের দেশের কৃষক-সম্প্রদায়কে জানান অত্যন্ত আবশ্বক বলিয়া মনে করিতেছি। পাটের চাষকে এখন আমাদের দেশের ক্লষকের একটা খুব লাভের ব্যবস। মনে করে, এবং কোন কোন চাষী এইরূপ ধারণার বশবৰ্ত্তী হুইয়া, অত্যধিক লাভের আশায় ধান্তের জস্ত . একতোলা জমি ও না রাখিয়া সমস্ত জমিতে পাট দিয়া শেষে কতই না বিপদে পড়ে । আজকাল অনেকেই স্বাধীন জীবিকার অতুসন্ধান করিতেছেন, তাহারাও যে ইহার চাষ দ্বারা বিশেষ লাভবান হইতে পারেন সে বিলম্বে আমার সন্দেহ নাই । ইহার চাষের গ্ৰপালী অনেকটা আদা-হলুদেরই মত। উচ্চ ভূমি এবং দোআশ মাটিতেই ইহার চাষ ভাল হয় । চৈত্র, বৈশাখ মাগই ইহার চাষের উপযুক্ত সময় । মাথ ফাল্গুন মাস হইতেই জমি প্রস্তুত করিতে আরম্ভ করিবে । জমির মাটি খুব গভীর ভাবে ওলট পালট করিয়া দিতে হইবে । প্রথমতঃ কোদাল দ্বারা কোপাইয়া পরে লাঙ্গল দ্বারা বার বার চাষ দিবে। গোবর পচাপাত ছাই ইত্যাদি ইহার উত্তম সার । চৈত্র মাসে অল্প বৃষ্টি হইয় গেলে পর প্রতি দেড় হাত অন্তর এক হাত উচ্চ করিয়। লম্বালম্বিভাবে বেদী প্রস্তুত করিবে, এবং প্রতি হাতে ছয়টি করিয়া বীজ পুতিয়া দিবে। বীজগুলি যেন বেদীর আট দশ অঙ্গুলীর বেশী নীচে না সায় । বেদী ভালরূপ প্রস্তুত হইলে ইহাতে আর মাটি দেওয়া বা নিড়াই খরচ কিছুই লাগিবে না । ছায়া-যুক্ত স্যাৎ-সেতে জমিতেও ইহার চাষ হইতে পারে। ফসল উঠাইবার সময় জমির মাটি খুব নীচ পৰ্য্যন্ত ওলটপালট হয় বলিয়াই বোধ হয় একই জমিতে উপৰ্য্যুপরি ৫৭ বার আবাদ করিলেও জমির উৰ্ব্বরতা-শক্তি নষ্ট হয় না, বরং প্রথমবারের চেয়ে ফসল বেশী হইতে দেখা গিয়াছে। ইহাতে প্রতি বিঘায় বৎসর কিরূপ আয় হইতে পারে নিয়ে তাহার একটি মোটামুটি হিসাব দেওয়া হইল । এক বিঘা জমির খাজনা RS জমি প্রস্তুত ও বেড়া দেওয়ার খরচ bへ বীজ দুই মন ১০২ টাকা দরে ર૦ ফসল তোলার খরচ (£ S পেষাই ও মাল প্রস্তুত খরচ St - মোট পরচ & ov প্রতি বিদায় গড়ে ৬০/ মন ফসল জন্মে এবং ইহা হইতে নূ্যন পক্ষে ১৫০ এরারুট প্রস্থত হুইবে । এগুলি অন্ততঃ ১৮২ টাকা মন দরে বিক্রয় করা স্বচ্ছন্দে চলে । এক্ট হিসাবে— ২৫> মন এরারুটের মূল্য বাদ পর8 86 ° S, 6 * > মোট 8・・ヘ কাগজ কিম্বা টিনের কোঁটায় ভরিয়া বিক্রয় করিতে পারিলে আরও অনেক বেশী লাভ হইতে পারে। গাজিহাট পোষ্ট, ময়মনসিংহ শ্ৰী পুণেন্দুভূষণ দত্ত রায়