পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা} তোমার স্কেচের প্রত্যেকটি লাইন দেখে তা বেশ বোঝা যাচ্চে ।” স্বনীতি বললে, “রতন-বাবু, আমার বাবার প্রশংসার মূল্য আছে জানবেন। তিনি প্রশংসায় বড় রূপণ।” রতন সলজ বিনয়ে মধু নামিয়ে বললে, “এ আমার সৌভাগ্য ।” - বিনয়-বাবু জানলার কাছে গিয়ে দিনান্তের মান আলোতে ছবিখানা আর-একবার দেখে, দুঃখিত স্বরে বললেন, “আশ্চর্য্য ! এমন যার হাত, এদেশে তাকেও পেটের ভাবনা ভাবতে হয়!" রতন ক্ষুব্ধ, উত্তেজিত স্বরে বললে, “কিন্তু ভেবে ৪ কোনো উপায় হয় না ! হষ্টিকৰ্ত্তার উচিত, বাঙল দেশে আর্টিষ্টের সৃষ্টি না কর । মরুভূমিতে ফসলের বীজ ছড়িয়ে লাভ কি ? সবুজ হবার আগেই যে তু শুকিয়ে যাবে! কবি এখানে কেন কাব্য লিখবেন, গায়ক এখানে কেন গান গাইবেন, শিল্পী এখানে কেন অদৃশ্যকে দৃশ্বমান করবেন ? আর্টিষ্টকে তোমরা দুটে। অল্প দিতেও নারাজ । আর্টিষ্টর তোমাদের মনের ক্ষুধ। নিবারণ করচেন, তোমাদের কাছে আনন্দ বিতরণ করচেন, কিন্তু তাদের সামান্য দেহের ক্ষুধার দিকে ও তোমাদের দৃষ্টি নেই— আনন্দ পেতে চাও তোমর বিনামূল্যে-গরিব আর্টিষ্টদের ঠকিয়ে । ফুলের তুষা মেটাতে তোমরা একটু জলপ্ত দেবে না, তবে সেও বা গন্ধ দেবে কেন ?" বিনয়-বাৰু খানিকক্ষণ চুপ ক’রে রইলেন । তারপর বললেন, “রতন, তুমি আমব মেয়ে-গুটিকে ছবি আঁকা শেখাবে ?” রতন বললে, “আমি তে। আগেই-রাজি হয়েচি ” 'বেনো-জল MAMAAAS AAASASMSMMSeMMeM eM MSMSAAAAS AAAAA AAAAS AAAAA AAAA SAAAAAS AAAAAMM AAAA AAAAS AAAA S AAMM MAS A S A S A S A S A SAS SSAS SeeS ছবি আমি দেখলুম। তুমি যে একজন উচুদরের অটিং, میانه به هر ۹ مه -۔۔۔. - سی. ۔ ’’م - آمد - বল্লুম, TE- তুমি ত না ; f. | S> iবু বললেন, “কিন্তু খালি রাজি হ’লেই তো চলবে না, এজন্যে তুমি কত পারিশ্রমিক চাও, সেটাও আমার জানা দরকার যে !" রতন বললে, “ডাক্তার-বাবু, আমি এত গরিব যে, টাকার কদরও ভালোরকম জানি না। টাকা না পেলেও আমি এদের শেখাতে প্রস্বত আছি ।" বিনয়-বাৰু বললেন, “দেখ, এখানে আর্টিষ্টদের দুৰ্গতির জন্যে কেবল দেশের লোকই দায়ী নয়—আর্টিষ্ট রা নিজেরা ও সেজন্তে কতকটা দায়ী । তারা অনাহারে ঙ্গঙ্গকার করে, কিন্তু তবু টাকা দাবি করতে পারে না। এও একট। মস্ত দুৰ্ব্বলত। এ দুৰ্ব্বলতাব আমি প্রশ্রয় দেব না। কাল আমি যখন তোমাকে অর্থসাহায্য করব "আমিষ্ট ব! তোমার দান নেব কেন ? আমার ও হে। খাদ্মসম্মান আছে ?" বিনয়-বৃi রতন মুছ হেসে বললে, “বেশ, তবে মূল্যই দেবেন।" বিনয়-বাবু বললেন, “কত পেলে তোমার চলবে ?" রতন বললে, “কত পেলে আমার চলবে, আমি তা হিসেব ক’রে বলতে পারব ন; হিসাব-নিকাশের ভার আমি আপনার হাতেই দিয়ে নিশ্চিন্ত হলুম।" বিনয়-বাবু বললেন, “মাসে একশো টাক। পেলে তোমার চলবে ?” রতন বিস্ময়ে প্রস-অবরুদ্ধ স্বরে বললে, “একশে৷ টাকা । এ-লে আমার কাছে এপন একট। সাম্রাজ্যের দাম- স্বপ্নের ৪ অগোচর " বিনয়-বাপ বললেন, “বেশ, তবে এই কথাই রইল।” ক্রমশঃ শ্ৰী হেমেন্দ্রকুমার রায়