পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫిలిu SAMS AMAMA AA MAMMAeMAMAAAS প্রবাসী—জ্যৈষ্ঠ, ১৩৩০ [ -৩শ ভাগ; ১ম খণ্ড പTarunnoBot (আলাপ)ഘാസസ്-ും দুর-দেশী সেই রাখাল ছেলে দুর-দেশী সেই রাপাল ছেলে আমার বাটে বটের ছায়ায় সারাবেল গেল খেলে" | গাইল কি গান সেই তা জানে, স্থর বাজে তার আমার প্রাণে, বলে দেখি তোমরা কি তার কথার কিছু আভাস পেলে । ( গান ) আমি তারে শুধাই ঘবে--- “কি তোমারে দিব আনি”, সে শুধু কয়,—“আর কিছু নয়, তোমার গলার মালাখানি ।” দিই যদি ত কি দাম দেবে,-- যায় বেলা সেই ভাবনা ভেবে, ফিরে এসে দেখি,-ধূলায় বাশিটি তার গেছে ফেলে ॥

  • ー二二ニご শ্ৰী রবীন্দ্রনাথ ঠাকুর

বিদায় ( গান ) ভরা থাক্ স্মৃতিস্থধায় যে পথে যেতে হবে বিদায়ের পাত্ৰখানি । সে পথে তুমি এক, মিলনের উৎসবে তায় নয়নে আঁধার র"বে, ফিরায়ে দিয়ে আনি ॥ ধেয়ানে আলোকরেথ । বিষাদেব অশ্রুজলে সারাদিন সঙ্গোপনে নীরবের মৰ্ম্মতলে স্থধারস ঢালবে মনে গোপনে উঠুক ফলে’ পরাণের পদ্মবনে হৃদয়ের নুতন বাণী ॥ বিরহের বীণাপাণি ॥

= حت- تتاح حساسیت بسیار حساسیت শ্ৰী রবীন্দ্রনাথ ঠাকুর

পাখী ও চাপ৷ ( গান) পার্থী বলে—“চাপা, আমারে কও কেন তুমি হেন নীরবে রও? প্রাণ ভরে? আমি ঢালি যে গান সারা প্রভাতেরি স্বরের দাম, সে কি তুমি তব হৃদয়ে লও ? কেন তুমি তবে নীরবে রও ?” চাপ শুনে বলে,—“হায় গেী হায়, যে আমারি গাওয়া শুনিতে পায়, নহ নহ পার্থী সে তুমি নও।” পার্থী বলে,—“চাপ, জামারে কও কেন তুমি হেন গোপনে রও ?” ফাগুনের প্রাতে উতলা বায় উড়ে যেতে সে যে ডাকিয়া যায়, সে কি তুমি তব হৃদয়ে লও ? কেন তবে হেন গোপনে রও ? চাপা শুনে বলে,—“হয় গে| হায়, যে আমারি ওড়া দেখিতে পায় নহ নহ পাখী সে তুমি নও।” ঐ রবীন্দ্রনাথ ঠাকুর