পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

है.१२ –এবংর পূজার সময় আiমরা নিশ্চয় যাবো । ' : --বেশ, নিশ্চয় যাবেন । বাহির হইতে কাজীসাহেবের একতারার ঝঙ্কার ও ছেলেমেয়েদের কলহাস্তধ্বনি আসিতেছে । কৈাণের বড় নূতন পিয়ানোর দিকে চাহিয়া যতীন বলিল,--বেশ পিয়ানো ত । ও । অনেকদিন অfপনার পিয়ানো শুনিমি । এ পিয়ানোটি ললিত গু মণি৷ જટિા ફ્રેંન્ને দিয়াছে। সে এক ফরাসীমূবতাকে বিব{ঙ্গ করিয়। জাৰ্ম্মানীতে বসবাস করিতেছে। রমলা বলিল,—বজাব ? শুনবেন ? যতীন কিছু বলিল না । রমলা পিয়ানো খুলিয়৷ বিটােবেনের symphony বাজাইতে আরম্ভ করিল। o রজত বিমুগ্ধ নেত্রে পিয়ানোবাদিনীর দিকে চাহিয়া স্তব্ধ "ইয়া বসিয়া রহিল। তাহার মনে পড়িল এই প্রিয়াকে-- যাহাকে সে এইরূপ এক অপরূপ সন্ধ্যায় প্রথম পিথানে বাজাইতে দেখিয়াছিল। সেই মদের মত তীব্র আবেগময় রূপ নাই বটে, কিন্তু এ শাস্তু স্নিগ্ধ রূপটি তার চেয়েও মধুর স্বন্দর পবিত্র । যতীন আবার রমলার স্বরদীপ্ত মুখের দিকে চাহিল, তার পর বাহিরের সন্ধ্যার অন্ধকারের দিকে চাহিল । মাধবী-দ্বীপের ছবিখনি তাহার চোখে ভাসির উঠিতে ইহতে ninth প্রবাসী—জ্যৈষ্ঠ, ১৩৩• ২৩শ ভাগ,১ম খণ্ড লাগিল, তাহার, চাযা-মজুরদের পরিবারের শাস্তিময় গৃহগুলিতে সন্ধ্যাদু দীপ জলিয়া উঠিয়াছে, কোথাও বঁাশি বাজিতেছে, কোথাও সাওতালের নৃত্য স্বরু করিয়াছে ; কোথাও ছেলেমেয়েদের লইয়া মা গল্প বলিতেছে । তাহার চাষা মঞ্জর ছেলেমেয়েদের জন্য তাহার প্রাণ ব্যথিত হইয়া উঠিল । ইহীদের মাধবী কত ভাল বাসিয়াছে, কত করিয়াছে । বাহিরে পূর্ণিমার চাদের আলে। ইউক্যালিপটাস্ গাছগুলির মধ্যে ঝরিয়া পড়িয়৷ ললিপথে অভ্র গুলির উপর ঝিকিমিকি করিতেছে, ঘরে রমলা পিয়ানো বাজাইয়৷ চলিয়াছে, স্বরপরীর সমস্ত ঘর ঘুরিয়া নৃত্য করিতেছে, রজত তন্ময় হুইয়া বসিয়া আছে । যতীন ধীরে উঠিল, ঘর ছাড়াইয়া, বারান্দ পার হইয়। রাজপথের দিকে চলিল । গেটের কাছে আসিয়৷ একবার বাড়াপানির দিকে চাহিল । জ্যেtংস্কার আলোয় লাল বাড়ীখানি রূপকথার পুরীর মত, পিয়ানোর স্বর পুপগন্ধ ভারা ক্রস্থ বাতাসে মৃদু ভাসিয়া আসিতেছে। সমূদ্রগীতমুখর জ্যোংস্নালোকধৌত শাস্তুকুটীরাচ্ছন্ন মাধবী-দ্বীপের ছবি তাহার চোখে আবার ভাসিয়৷ উঠিল । পিয়ানে। বাজান শেষ করিয়া উঠিয়া রমলা আর কোথাও তাহাকে খুজিয়া পাইল না । ( সমাপ্ত ) শ্ৰী মণীন্দ্রলাল বস্থ জীবন ও মরণ জীবন হ'চ্চে কশ্মশালা— কাজ ক’রে যাই কাজের ক্ষণে, মরণ সে যে প্রিয়ার চুমা— এলিয়ে পড়ি আলিঙ্গনে । শ্ৰী রাধাচরণ চক্রবর্তী