পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՎQ օ বুকে সে আঘাতটা বড় বেশীই লাগে । তিনি তার কিছু দিন পরেই মারা ধান । অনুপম তার পরেই বাড়ী ছেড়ে এক বন্দ্রে চলে আসে। ও বলে—সেখানে গেলে বা থাকলে মার দুঃখে আমি 'পাগল হয়ে যেতুম। এখন অনুপমের বাবা মারা গেছেন। র্তার এ-পক্ষের ছেলেরাই র্তার সমস্ত সম্পত্তির মালিক।" —এখন এব কি করে চলে--আপনি বুঝি সাহায্য করেন ? —ন । অমুপমের এক মাম। আছেন, তার কলকাতায় এক বাড়ী আছে । তার উপরের অংশে অনুপম থাকে, আর নীচের অংশের বা ভাড় পায় তাতেই পরচপত্র চালায় । তিনি বলেছেন - যতদিন না অনুপম নিজে উপার্জন করতে পারে ততদিন এই ব্যবস্থা থাকবে । • – মামার বুঝি খুব অবস্থা ভাল ? —মোটেই নয় । তিনি এক স্কুলের হেড মাষ্টার, একটু কবি ধরণের । বাড়ী তার শ্বশুরের ছিল, মেয়েকে দিয়ে গেছেন । —ত হ’লে অনুপম-বাবুর নিজের কিছুই নেই । অবস্থায় ওঁকে যোগ্য পাত্র বলে মনে করেন ? —অষ্ট্রপম যখন অর্থহীন তখন সমাজেব বর্তমান অবস্থায় আর কি করে’ ওকে ত বল যায় । - কিন্তু আমার আশঙ্ক হয় ওঁদের তেজনের এ বিষযে zooliziój go–IIe proposed and— —অসম্ভব । তুমি অনুপমকে জান না । ন জানিয়ে সে ও-প্রসঙ্গ কথনও তুলতে পারে না । —আচ্ছা ধরুন যদি উনি এখন আপনার কাছে ৪কথা তোলেন । কি করবেন ? —সেটা একেবারে হঠাৎ বল একটু শক্ত। বৰ্ত্তমান অবস্থায় হয় ত আমি রাজী হব না । —ত হ’লে এ-অবস্থায় ওদের দেখা-শুনাট আপনি ভাল মনে করেন ? যেখানে একটা অন্তরাগের আশঙ্কা রয়েছে ? —ত হ'লে তুমি বলতে চাও এমন লোকের সঙ্গে মেয়েদের মিশতে দাও যাদের দেখে তারা শুধু ঘৃণা করবে বা যাদের উপর বিরক্ত হবে ? সেটা কি একটা শাস্তি হবে না ? যম্মুর সাহিত্যের প্রতি অনুরাগ আছে, অনুপমের 球列 UÉ তামি{কে প্রবাসী—জ্যৈষ্ঠ, ১৩৩০ AA MAeMMSMMSMSMSMM S MMM SAM AAAAS A SAS SSAS SSAS SSAAAASA SAASAASSAAAAA AAAA AAAAMMAAAS AAAAA AAAA AAAAM AA AMMAMMMMeMMM MeeAeM AMAM SMAAA AAAA SAAAAA AMMeeAeeAAAS { ২৩শ ভাগ, . ১ম খণ্ড li erary productione: শ্রদ্ধ করে, এই পৰ্য্যস্ত 4Tತ ভাবনার কিছু নেই। সিংহ সাহেব আর কিছু বলিলেন না, কিন্তু শ্বশুরের সরল মনোভাব দেখিয়া তিনি দ্বিগুণিত চিন্তা লইয়া সে কক্ষ ত্যাগ করিলেন । একটু গম্ভীরভাবে সরকার সাহেব একটা পেনসিল লইয়া একখণ্ড কাগজের উপর ঘন ঘন রেখা টানিতে লাগিলেন । কোনে| বিষয়ে গভীর চিন্ত| করিয়া মীমাংস। করিতে গেলেই সরকার সাহেব এইরূপ করিয়া থাকেন । ( S) অপরাত্ত্বে অনুপম একটু স্নান মুখে স্বধীরদের বাড়ীতে আসিয়া জানাইল-সে কাল বোম্বাই যাত্রা করিবে । “বোম্বাই ! হঠাৎ—এমন অসময়ে ?”—সুধীর জিজ্ঞাসা করিল। —সেখানে একটা চাকরি পেয়েছি—এক পাসীকে ছবি অঁকা শেখাতে হবে । “কত মাইনে জিজ্ঞাসা করতে পারি ?--মিষ্টাব সিংহ নম্রতার ব্যর্থ প্রয়াসের সহিত জিজ্ঞাসা করিলেন। অনুপম ধীরে ধীরে উত্তর দিল-- একশো টাকা । “ত। আমাদের দেশের ছবির পক্ষে যথেষ্ট বলতে হবে" —জাহ্নবীর দিকে এক বীর অর্থপূর্ণ দৃষ্টিতে চাহিয়৷ সিংহ বলিলেন । কেহ এ প্রসঙ্গে আব কিছু বলিল না । সমুন দর হষ্টতে অল্পপমের মুখের দিকে একবার মাত্র চাহিয়ু সঙ্গে সঙ্গে দৃষ্টি নত করিল। ঘেদিন সিঙ্গের সহিত ডাক্তার সাহেবের অতুপমযমুনা-প্রসঙ্গে কথাবাৰ্ত্ত হয়, সেইদিনই রাত্রে সুধীর পিতার কাছে যমুনার সহিত অতুপমের বিবাহের কথা তুলে। যমুনার প্রতি অনুপমের আস্তরিক অনুরাগ ও অনুপমের চরিত্রমাধুর্য্যের দোহাই দিয়া সুধীর পিতাকে অতুরোধ ও করিয়াছিল । কিন্তু ডাক্তার সাহেব এ বিবাহ অনুমোদন করিতে পারেন নাই এবং অনুপমকেও আশা ত্যাগ করিবার জন্য বলিতে এক প্রকার বলিয়াছিলেন। তাহার কয়েক দিন পরেই অকুপম চাকরীর সংবাদ লইয়া আসিল ।