পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* SAS S S AAAAA AAAA MAAAS AAAAA SAAAA AAAAM AAAA S AAAAA AAAA AAAA AAAA AAAA S AAAAA AAAA AAAA AAAAM M AA AM M SSAS SSAS SSAS SSAS হাত দিয়া ছেলের গালে একটা টোক মারিতেই সোনিয় তাহার ছোট-ছোট হাত দুইটি তুলিয়া পিতার থালার দিকে অগ্রসর করিয়া দিল । সমস্তদিনের হাড়-ভাঙা পরিশ্রমের ক্লান্তি ভাহার তুলিয় গেল। আশা ও আনন্দে তখন এই অনায্য স্বামী-স্ত্রীর বুক দুইট কানায় কানায় পরিপূর্ণ হইয়। উঠিয়াছে ! - দুই পরদিন প্রভাতে উঠিয়া লাকু বলিল,- অড়র-ক্ষেতের বোঙার পূজা দিতে হবেক্‌--আজ আর খাদে যাব নাই । কি বল টগরী ? টগরী ঘাড় নাড়িয়া জানাইল-ই । তাহারা পূজার আয়োজন করিতেছিল, এমন সময় একটা লাঠি হাতে লইয়া কয়লা-কুঠির গোমস্তা-বাবু আসিয়৷ ডাক দিল,— লাকু মাঝি,--অ লাকু মাঝি ! —কি বলছিস্ বাৰু ? --চল-চল সব । চার নম্বরে আগুন দেখ দিয়েছে, —তোদের সব লাগতে হবে সেখানে 1.চল টগরী, তুইও চল ।...আজ সব ডবল হাজ-রি । পেটের দায়ে যাহার। সকাল হইতে সন্ধ্য। পয্যন্ত থাটিয়৷ মরে, তাহাদের পক্ষে এই ডবল হাজরির প্রলোভনটা দমন করা বড় শক্ত কাজ। লাকু বলিল,—চল্ তাহ’লে টগরী, সাঝ, বেলায় পূজা দিলেই হবেক । উত্তরে টগরী জানাইল যে তাহদের আজ কোন প্রকারেই খাদে যাওয়৷ হইতে পারে না । ধগন সে বোঙ}, বুঙির পুজা দিবে বলিয়াছে তখন আজ দিতেই হইবে । টগরীর অসম্মতি জানিয়া গোমস্তাবাবু একটু রাগিয়৷ হাতের লাঠিটা মাটিতে যুঁকিতে যুঁকিতে বলিল,—যাব না বললেই হ’ল কি না ? ম্যানেজার সাহেবের হুকুম,--- মানতে বাধ্য। যেতেই হবে . . পরে তাহার মুখ দিয়া আরও যে কয়েকটা কথা বাহির হষ্টল, তাহা বলিবার নয়। অগত্যা যাইতে হইল , লাকুধু পশ্চাতে সোনিয়াকে কোলে লইয়াণ্টগরীও চলিল ।

  • চাব নম্বব খাদেব শেষ সীমানব গাযেব দে ল্যালেব

প্রবাসী—বৈশাখ, ১৩৩০ AAAAA S AAAAAASA SSASAS SSAS SSAAAA AAAAeAAA AAAA AAASA SAASAASSAAAAAASAAAA [ ২৩শ ভাগ, ১ম খণ্ড AAAAAA AAAA AAAA AAAAS AAAAAMMM S M MM MAM MAMAAAA

  • ^^ఖ4ణాలూ

মধ্যে কয়েকস্থানে তিন নম্বরের আগুন ও ধোয় ফুটি বাহির হইতেছিল । জায়গাটায় অবিশুদ্ধ গ্যাসও হই ছিল যথেষ্ট ; কাজেই সে ভয়াবহ স্থানে ফুট বন্ধ করিব জন্য ফায়ার-ক্লে ( আগুন-নিভানো মাটি ) ছুড়িতে কেঃ যাইতে রাজি হুইতেছিল না, এবং সেইজন্য কুলি কামি দিগকে দ্বিগুণ হাজরির প্রলোভন দেখানে হইয়াছিল। প্রত্যহ যেমন রাখিয়া যায় তেমনি-ভাবে টগরী তাহ পুত্রসস্তান সোনিয়াকে একটা বোয়ান-ঝোপের ছায় ভলে কাপড় বিছাইয় শোয়াইয়া দিয়া, পার্শ্ববৰ্ত্তী কুৰি কামিনদিগকে দয়া করিয় তাহার প্রতি একটু নজ রাখিতে বলিয়, অন্যান্য সকলের সঙ্গে খাদের নীচে নামি (5 || অন্ধকার পাদের নীচে নামিয়। সকলেই দেখিল, দূ হইতে দেওয়ালের গায়ে একটা ক্ষুদ্র ছিদ্রপথে আগুনে শিখ ও ধূম নির্গত হইতেছে। কয়েকজন সাঁওতাল কুf সাহস করিয়া অগ্রসর হইল বটে, কিন্তু তীব্র গ্যাসের ঝা সহ্য করিতে ন পারিয়া ফিরিয়া আসিল । আলো হাে লহয়। সেখানে যাইবার উপায় ছিল না, কারণ সেগুল আপন হইতেই নিভিয় যাইতেছিল। অদাহ্য গ্যা লাগিয়া খাদ-সরকার-বাবু একস্থানে দাড়াইয়া থাকিয়া মু:ে খুব সাহস দিতে লাগিলেন । এই অসভ্য অনার্য জাতির শিরায় শিরায় এখনও বো হয় আদি-মানবের উগ্র রক্তস্রোত প্রবাহিত হইতেছে তাই তাহার। সমূহ বিপদের মাঝেও ক্ষুদ্র প্রাণের ভ:ে কোনদিন পিছু হাটিয়া আসে না । লাকুর উন্নত স্ফীৰ বক্ষ উৎসাহবাণী পাইয় বার বার ফুলিয়া ফুলিয়া উঠিতে ছিল ; সশ্নেহে টগরীর হাতটা ধরিয়া বলিল,—টগরী, আমি ঘাই । টগরী অকুনয়ের সুরে বলিল,—কাজ নাই লাকু । লাকু তাহার কথা শুনিল না। একটা কেরোসিনের ল্যাম্প হাতে লইয়া প্রাণপণে ছুটয় গেল। টগরী উদ্‌গ্ৰীব দৃষ্টি যথাসম্ভব প্রসারিত করিয়া তাহার দিকে তাকাইয়া রহিল । খাদ-সৰ্বকার দূরে দাড়াইয়া চীংকার করিয়া তাঁহাকে উংদাঙ্গ দিল, -ব বে লাকু !