পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] সে-খাতে পৌছিতে না পৌছিতেই লাকুর হাতের আলোটা ফস করিয়া নিভিয়া গেল। গাঢ় অন্ধকারের মধ্যেই একতাল মাটি হাতে লইয়া সেই ছিদ্রপথে ছুড়িয়া দিতেই ছিদ্র বন্ধ হইল। আরও কয়েক তাল মাটি জোর করিয়া সেই স্থানে লাগাইয়া আগুনের পথট রুদ্ধ করিল বটে, কিন্তু বিষাক্ত গ্যাস তখন তাহার নাকে মুখে চুকিয়া গিয়াছিল। লাকু মা গো' বলিয়া আৰ্ত্তনাদ করিয়া সেই অন্ধকারের মধ্যেই মূৰ্ছাহত হইয় পড়িয়া গেল। উৎকণ্ঠ-ব্যাকুল টগরী উৎকর্ণ হইয়াই ছিল ; তাহার কৰ্ণে স্বামীর আর্ন্তস্বর পৌছিতেই, সে তার দাড়াইয়। থাকিতে পারিল না সেই বিষ-বাষ্প-পরিপূর্ণ অন্ধকার স্বভূঙ্গের মধ্যে ছুটিয়া প্রবেশ করিল। লাকুর মৃচ্ছ্বাহত দেহট অন্ধকারেই খুজিয়া লইয়া, প্রাণপণ চেষ্টায় বুকে তুলিয়া তাহাকে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে লইয়া আসিল । নিকটে দাড়াইয়া খাদ-সরকার-বাবু ফ্যাল ফ্যাল করিয়া তাকাইতেছিল। টগরী তাহার দিকে হস্ত প্রসারিত করিয়া করুণকণ্ঠে কহিল, -বাবু গে}. আর কোন কথাই সে বলিতে পারিল না, মাথ। খুবইয়ু মৃগ গুজিয়। পড়িয। পড়িয গোঙালি শুরু করিল। খাদ-সরকার-বাবু এই অৰ্দ্ধমৃত স্বামী-গীকে অন্যান্য সমবেত কুলিদের হেফাজতে রাথিয়৷ তাড়াতাড়ি ম্যানেজার-সাহেবকে খবর দিবার জন্য উপরে উঠিয় আসিতে ব্যস্ত হইয় পড়িল ; বলিল,—নান্‌কু, লখী, মাতলা, সর্দার, ভোরা এদের দ্যাগ, আমি সাহেবকে ডেকে আমি । দিগ্বিদিক্-জ্ঞান-শূন্ত হইয় গাদ-সরকার উপরে উঠিয়। আসিয়া ম্যানেজার-সাহেবের বাঙলোর দিকে ছুটিল। দূর হইতে দেখিল, সদ্য প্রতিরাশ সমাপন করিয়৷ সম্মুখে বারান্দার উপর ইজি-চেয়ারে হেলান্‌ দিয়া সাহেব খবরের কাগজ পড়িতেছে।...সাহেবের বাঘ। কুকুরটার ভয়ে কেহই তাহার বাঙলোর ভিতর ঢুকিতে সাহস করিত না, কাজেই সে দূর হইতে ডাকিল,—বেয়ার ! কণ্ঠস্বর শুনিয়া সাহেব কাগজ হইতে মুখ তুলিয়া চাছিল। সঙ্গে সঙ্গে কুকুরটাও ঘেউঘেউ করিয়৷ চীৎকার বলিদান AMAMMAMAMAM MAMMA AAAA AAAA AM MA AMAMA MA AMAMMMAM MMAMMMeMMAMMM MM MMAMMAMAMAMAMMM MAMAMS সাহেব কুকুরটার দিকে অঙ্গুলি সঞ্চালন করিয়া fesS,–You bloody, stop! কুকুরটা চুপ করিয়া হাপাইতে লাগিল ; সাহেব হাতের ইসারায় সরকারকে কাছে ডাকিয়া কহিল,—কি খবর আছে বাৰু ? so সরকার-বাবুর মুখ-চোখ তখন রাঙা হইয়া উঠিয়াছে। বলিল,—চার নম্বর পাদে সাহেব, দুজন হুজুর, গ্যাসে হুজুর—একেবারে dead like. আমার সঙ্গে একবার go kindly come. প্রত্বাযেই এই অশুভ সংবাদ শুনিয় এবং সরকার-বাৰুর মুখ-চোখের ভাবভঙ্গী দেখিয়া সাহেব একটুপানি স্তম্ভিত্ব . হইয়া গিয়াছিল, তাড়াতাড়ি লাঠিট হাতে লইয়া উঠিয়া পড়িল । কুকুরটাও পশ্চাং পশ্চাং চলিল। • - আফিসঘর সাহেবের বাঙলে হইতে বেশী দূরে ছিল না। তাহারই একটা চুন-স্বর্কি-খসা ক্ষুদ্র প্রকোষ্ঠে কয়েকট। ভাঙ আলমারি নানাবিধ শিশি বোতল ও ঔষপ ইত্যাদিতে সাজানো থাকিত। একজন ডাক্তারবাবও আছেন। তিনি পূৰ্ব্বে কোন-এক এল্‌-এম্-এস্ ডাক্তারেব নিকট কয়েক-বংসর কম্পাউণ্ডারী করিয়া সম্প্রতি হাত পাকাইয় কয়লা-কুঠির ডাক্তার হইয়াছেন। কয়েকজনু । বাউরী কুলি-কামিনের সহিত রঙ্গ রহস্য করিতে করিতে একটা ভাঙা টেবিলের উপর বসিয়া তিনি তখন খোরাকির টিপ করিতেছিলেন এবং সজোরে একটা বিড়ি টানিয়া টানিয়া ঘরটাকে ধোয়ায় মশগুল করিয়া রাগিয়াছিলেন। সাহেবের কুকুরট দরজায় ঘেউঘেউ করিয়া উঠিতেই, ডাক্তার-বাৰু তটস্থ হইয়া ঝুপ করিয়া টেবিল হইতে নামিয়া সম্মুখে তাকাইতেই দেখিল, ম্যানেজার সাহেব ! তাড়াতাড়ি বিড়িট টপ করিয়া মাটিতে ফেলিয়া দিয়া জুতার নীচে চাপিয়া ধরিয়া লম্ব এক সেলাম ঠুকিয়৷ zofoil effo, Good morning, go সাহেব ঘরে ঢুকিয়াই afst,--Eucalyptus oil, জল্‌ডি একশিশি ইউকেলিপটাস। ডাক্তার-বাবু তাড়াতাড়ি আলমারিটা খুলিয়, উপর হইতে নীচে পৰ্য্যন্ত একবার এটা একবার সেটা দেখিয়৷