পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] বিবিধ প্রসঙ্গ—বঙ্গে কালী-জ্বর ఫిగిలి দোগাছিয়ায় কালাজ্বরক্রিান্ত রোগীগণ আসিয়াছে। রোগীদের শীর্ণ, অস্থিচৰ্ম্মসার, রক্তহীন, বিবর্ণ চেহারা দেখিয়া প্রাণে সাতিশয় অবসাদ উপস্থিত হয় । এই সোনার বাংলা ! ডাক্তার নীরদবন্ধু ভট্টাচাৰ্য্য, ডাঃ সেন, রাওতাড়ার একজন স্থানীয় ডাক্তার এবং অনেকগুলি স্বেচ্ছাসেবক মেডিক্যাল ছাত্র, প্রায় চারিমাস হইতে পারিশ্রমিক বা ঔষধের মূল্য কিছুই না লইয়। এই চিকিৎসার কাজ করিতেছেন। সপ্তাহে এক দিন এই আম-বাগানে, এবং আর-একদিন দোগাছিয়ার নিকটবৰ্ত্তী আর-একটি জায়গায় চিকিৎসা করা হয়। এক এক দিন পাচ ছয় শত রোগীর চিকিৎসা হয় ; সপ্তাহে প্রায় দেড় শত নৃতন রোগী আসে। প্রথমে রোগীদের রক্ত পরীক্ষণ করিয়া দখা হয়, যে, রোগ ম্যালেরিয়া না কালা-জ্বর। যদি কাল-জর বলিয়। স্থির হয়, তাহা হইলে রোগীর শিরার ভতর পিচকারী দ্বারা আটিমনী (antimony) at No Iাতবদ্রব্য প্রবিষ্ট করাইয়া দেওয়া হয়। কয়েকবার ঔষধ প্রয়োগ করিলে অধিকাংশ রোগী অারোগ্যলাভ করে লিয়া ডাক্তারেরা বলেন। ম্যালেরিয়াতে জর হয় এবং প্লীহা-বৃদ্ধি হয়, কালা V& —-> * জরেও জর ও প্লীহা-বৃদ্ধি হয়। ডাক্তারের বলেন, যে, ম্যালেরিয়া গ্রস্ত বলিয়। চিকিৎসিত যে-সব রোগীর কুইনাইনে কোন ফল হয় না, তাহাদের কাল-জর হইয়াছে বলিয়া সন্দেহ করিবার কারণ আছে । এইরূপ সন্দেহ হুইলে তাহাদের রক্ত পরীক্ষণ করা উচিত । ইহার সহজ উপায় আলডিহাইড, ( aldehyde ) নামক রাসায়নিক দ্রব্য দ্বারা পরখ করা । সরকারী স্বাস্থ্য-বিভাগ কয়েকবৎসর হইতেই কালাজর সম্বন্ধে অঙ্গুসন্ধান করিতেছেন । সালের রিপোটে ইহার উল্লেখ আছে, কিন্তু লিখিত হইয়াছে, যে, কোথাও খুব বেশী রোগী দেখা যায় না ( "no large number of cases being discovered in any one ১৯২১এর রিপোর্টে লেখা হইয়াছে, যে, যদিও মোটে ১৫৫২ জন রোগীর মৃত্যু কাল-জরে হইয়াছে বলিয়া গণনায় দেখান হইয়াছে, তথাপি ইহা প্রায় নিশ্চিত বলা যায়, যে, ঐ বৎসর অনূ্যন পঞ্চাশ হাজার লোকের ঐ রোগ হইয়াছিল এবং তাহাতে অনূ্যন দশহাজার লোকের মৃত্যু হইয়াছিল। ১৯২১ সালে মৈমনসিং, মালদহ, নদিয়া, বাখরগঞ্জ, ঢাকা, S సెఇ రి locality”)