পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ]


- - - - - - -

শরীরের কোন-না-কোন দোষ আছে, এরূপ ছাত্রের শতকরা সংখ্যা প্রেসিডেন্সী কলেজেই সৰ্ব্বাপেক্ষা অধিক এবং তাহাদের অভিভাবকদের অবস্থা সকলের চেয়ে ভাল।. এরূপ ছাত্র কোন কলেজে কত আছে দেখুন। স্কটিশ চাচেজ, শতকরা ჯა% পোষ্টগ্রাজুয়েট শ্রেণীসমূহ ” ११ সিটী কলেজ * > ჯy8 প্রেসিডেন্সী 尊 5 p. ని X বিদ্যাসাগর *5 b”の সি এম এস্ 32 - १२ বঙ্গবাসী ** ዓ¢ অপেক্ষাকৃত সঙ্গতিপন্ন লোকদের ছেলেদের ও শরীর খারাপ হইবার কারণ অনেক আছে । দেশের জলহাওয়া ভাল নয় বটে। কিন্তু কলিকাতার স্বাস্থ্য মফঃস্বল অপেক্ষ। মন্দ নহে। ছাত্রাবাসের সব বাড়ী ভাল নয়। কিন্তু দেশের অধিকাংশ লোকেদের বাড়ী ইহা অপেক্ষা খুব খারাপ । মেসের রান্না ভাল নয় ; কিন্তু তাহার উন্নতি ছাত্রদের নিজের চেষ্টা থাকিলে কতকট হইতে পারে,-যদিও ভেজাল খাদ্যদ্রব্যের প্রতিকার তাঙ্গর করিতে পারে না। জলখাবার তাহার। মাহ খায়, তাহতে পীড়া হওয়াই স্বাভাবিক । মিউনিসিপালিটীর পাদ্যপরীক্ষকের কি করেন ? অধিকাংশ খাবারের দোকানের খাদ্যে ধূলা পড়ে ৪ মাছি বসে। শহরে চী, চপ, কার্টুলে প্রভৃতিব দোকান বাড়িয়৷ চলিতেছে । চ। একজন খাইয় গেলে সেই পেয়াল একটি বালতিতে ডুবাইয়। ধুইয়। আর একজনকে তাহাতে চ দেওয়া হয়। এই প্রকারে, বালতিটির জল অধিক পরিমাণে জলমিশ্রিত লাল ও নিষ্ঠাবন হইয় দাড়ায় । তাহতেই বার বার পেয়াল। ধোওয়া হয় । এবং সেই জন্ত তাহার সঙ্গে নানা রোগের বীজ থাকিয় যায়। চপ, কাট্‌লেট্‌ আদি কোন প্রাণীর কি অবস্থার মাংসে প্রস্তুত হয়, তাহ বলিতে পারি না ; সে সম্বন্ধে নান জনে নানা কথা কয়। পাবারের দোকানের পানীয় জলের জালা কতদিন, সপ্তাহ বা মাস অন্তর বদলান হয়, তাহা গবেষণ। দ্বারা আবিষ্কার করা অবশ্যক । তাহাতে গেলাস বা ঘটা ডুবাইয়া ডুবাইয়। জল তোলা হয় ; সঙ্গে সঙ্গে উত্তোলকের আঙুল এবং হাতও জালার জলে ডুবে । তাহার কোন চৰ্ম্মরোগ বা অন্য রোগ আছে কি না, এবং হাত সম্পূর্ণ পরিষ্কার কি না, তাহ কেহ দেখে না । বিজ্ঞানসঙ্গত প্রণালীতে প্রস্তুত খাদ্য মানুষের হাতের দ্বারা স্পৃষ্ট হয় না । ছাত্রদের যথেষ্ট অঙ্গচালনের অভাব আছে। ঘণ্টার পর ঘণ্টা দাড়াইয়া ফুটবল খেল। দেখিলে তাহাতে দর্শকদের শারীরিক উন্নতি হয় না। পড়াশুনার জন্য বরাবর নিয়মিত পরিশ্রম করিলে শরীর ○"2ー>b* বিবিধ প্রসঙ্গ—স্বাস্থ্য সকল উন্নতির মুল SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAAAASAASAASAASAASAASAASAASSAAAAAAS AAASASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAA سے یہ ہ-اے-.یہ۔-سے_~ ------------۔ খারাপ হয় না ; কিন্তু অনেক ছাত্র তাহা না করিয়া পরীক্ষার আগের কয়েক মাস গুরুতর পরিশ্রম করে । তাহাতেও শরীর খারাপ হয়। পরীক্ষার প্রণালীটাই খারাপ। ছাত্র সারা বৎসর কিরূপ পড়াশুনা করিল, তাহাই লিপিবদ্ধ করিয়া রাখিয়া প্রধানতঃ তাহারই উপর নির্ভর করিয়া তাহাকে কৃতিত্বের নিদর্শন দেওয়া উচিত। এক, দেড়, বা দুই বৎসর পরে পরীক্ষার উপর সম্পূর্ণ নির্ভর করায় ছাত্রদের পরিশ্রম ও উদ্বেগ গুরুতর হয়, এবং অনেকে পীড়িত হয় । এইরূপ পরীক্ষা-প্রণালীতে ছাত্রদের প্রতি শুবিচার হয় না, তাহাদের কল্যাণও হয় না। রাত্রি জাগিয়া দূষিতবায়ুপূর্ণ থিয়েটার-গৃহে অভিনয় দর্শন স্বাস্থ্যহানির আর-একটি কারণ। একেই ত বাল্যমাতৃত্বের দরুন আমাদের জাতির শারীরিক বুনিয়াদটাই কঁাচ । তাহার উপর ছাত্রজীবনের আদর্শ মে ব্রহ্মচৰ্য্য, তাহ। অনেক স্থলেই রক্ষিত হয় না । সুতরাং স্বাস্থ্যহানি মোটেক্ট আশ্চর্য্যের বিযয় নহে । স্বাস্থ্যসম্বন্ধে ছাত্রদের ঔদাসীন্য সাতিশয় দুঃপের বিষয় । চোখের দোষ থাকা সত্ত্বে ও চস্ম না লইলে শুধু ৭ে চোেখই খারাপ হয়, তাহ নয় ; অন্য রোগ ৪ জন্মে । BB BBBB BB BBB BBBS KBBBBB BB BS BBB অম্লখ থাকায় অজীর্ণ রোগ হয় বিস্তর ছাত্রের ; অথচ তাতার। চিকিংস করায় না । ছাত্রদিগকে স্বাস্থ্য সম্বন্ধে সজাগ করিঘা তোল। দরকার, এবং স্বাস্থ্যপরীক্ষক ৬াক্তারদেব সংখ্যা ও পারিশ্রমিক বাড়ীষ্টয় দেওয়! আবশ্যক । স্বাস্থ্য সকল উন্নতির মূল স্বাস্থ্য সঙ্গন্ধে এত বেশী করিয়া লিখিবার কারণ এক্ট, যে, ইহ সকল উন্নতির মূল । বহুবৎসর সম্পাদকতা করিয়। এ জ্ঞান আমাদের জন্মিয়াছে, যে, খুব উন্মাদনা ও উত্তেজনা যাহাতে হয়, এরূপ কড়া কড়া লম্ব চওড়া রকম কিছু লিখিলে পাঠকের খুব বাহব দেন, আজকাল যদি স্বরাজের বিষয়ে অনেক পুনরুক্তি কর। ধায়, তাহার দ্বারাও বাহবা পাওয়া যাইতে পারে। কিন্তু দুঃখের বিষয়, স্বাস্থ্য না থাকিলে স্বরাজ অজ্জন করিবে কে ? এবং স্বরাজ লব্ধ হইবার পরও স্বাস্থ্য চাই । অবশু, স্বাধীন দেশের লোকেরা সকল দিকে ও সকল বিষয়ে উন্নতি করিবার জন্য যত রকম সরকারী চেষ্টা করিতে পারে, পরাধীন আমরা তাহ পারি না । এইজন্যও স্বাধীনতা বাঞ্ছনীয় । কিন্তু স্বাস্থ্যের উন্নতি দ্বারা শরীর ও মন সতেজ ও কৰ্ম্মক্ষম করিতে না পারিলেও আবার স্বাধীনতালাভের আশা স্বদরপরাহত। অতএব, পরাধীন