পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২২ SS S SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS A SAS SSAS SSASAS SS SS SS বিমানের মধ্যে হেতুগত তাহার কোনো যোগ না থাকায় উভয়ের কথা এক হইলেও তদদ্বারা কোনোপ্রকার ঐক্য প্রস্বত হইল না । সুমিত্রার নিকট হইতে কোনো প্রকার উত্তর না পাইয়া ঈষৎ ভগ্নোৎসাহ হুইয়া বিমান সুরমাকে বলিল, “তুমি কি বল বউদিদি ? ঠিক নয় কি ?” গুরমা মৃদু হাসিয়। কহিল, “ত হয়ত ঠিক ; কিন্তু যেখানে দুধ খেলেই রোগ সারতে পারে সেখানে সুরাপান না করাই ত ভাল। আইরিশ লিনেন ছাড়াও ষপন অন্য জিনিস হাতের কাছে রয়েছে যা দিয়ে কাজ চালান যেতে পারে তখন আইরিশ লিনেন ব্যবহার না করলে কি আর অপরাধ হচ্ছে ?” স্বরমার কথার উত্তরে বিমানকে কোনও কথা বলিবার অবকাশ না দিয়া সুমিত্র। ব্যগ্র হইয়া কহিল, "না, না, অপরাধের কোনো কথা নিশ্চয়ই কিছু নেই ; সকলেরই নিজ নিজ মতে আর পথে চলবার অধিকার আছে । কিন্তু চলাট একটু সহজভাবে চললেই দেখায় ভাল। হাত পা আছে বলেই যে চলবার সময়ে হাত পা বেশীরকম নাড়তে হবে এমন কি কথা আছে ?” স্থমিত্রার কথায় একটু ব্যথিত হইয়া স্বরম। সবিস্ময়ে কহিল, “কিন্তু সুরেশ্বর-বাবু কি হাত পা বেশী নাড়েন ?" শাস্ত স্মিতমুখে সুমিত্রা কহিল, "একটু নাড়েন বই কি । স্বরেশ্বর-বাবুর প্রতি আমার শ্রদ্ধার অভাব নেই, র্তার দ্বারায় আমরা সকলেই, উপকৃত ; কিন্তু সত্যি কথা না বললে চলবে কেন ?" স্বরম ক্রুদ্ধস্বরে কহিল, “হাত পা নাড়তে কথন দেখলি শুনি ?” কুরমার ক্রোধ দেখিয়া সুমিত্র হাসিতে হাসিতে বলিল, “দুবার,-একবার বোটানিক্যাল-গার্ডেন থেকে বেরিয়ে, আর-একবার ডাক্তার চ্যাটার্জির সামনে ।” সুরমা আরও ক্রুদ্ধ হইয়া কহিল, "আর বোটানিক্যালগার্ডেনের ভিতর গুগুটিার সঙ্গে হাত পা নাড়া সেটা বুঝি এরি মধ্যে ভুলে গিয়েছিস্ ?” সুমিত্রা পুলকিত হইয়া সহাস্যমুখে কহিল, “একটুও ভূলি নি দিদি, সেদিন দৈবক্রমে স্বরেশ্বর-বাৰু এসে না ●धवानी-अांयांछ, ১৩৩e AAAA SAS A SAS SSAS SSAS SSAS SSAS SM MASeM AA AeS AAAAA AAAA AAAAMMAAA AAAA AAAA AAASS AAAA AAASA SAASAASAASAASAASAAASJAJJSAASAASAASAASAAAS A SAS SSAS [ ২৩শ ভাগ, ১ম খণ্ড পড়লে মেয়েমানুষগুলির কি যে দশ হ’ত ত’ ভেবেও গা শিউরে ওঠে !" কিন্তু বিমানবিহারী যে মেয়েমানুষের মধ্যে গণ্য নহে, পরক্ষণেই তাহা স্মরণ করিয়া স্বমিত্ৰা অপ্রতিভ হইয় তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া কহিল, “সুরেশ্বর-বাৰু এসে না পড়লে শেষকালে আপনাকেই গুগুটিার সঙ্গে হাতাহাতি করতে হত।” কিন্তু এরূপভাবে ও আলোচনা বিমানের পক্ষে রুচিকর হুইবে না মনে করিয়া উত্তরের অপেক্ষ না করিয়াই সুমিত্রা সহসা অন্য প্রসঙ্গে গিয়া পড়িল ; বলিল, “আচ্ছা, সুরেশ্বর-বাবুর বোনের বিয়ে হয়েছে ?” একটু চিন্ত। করিয়া বিমানবিহারী কহিল, বলতে পারিনে ; কিন্তু যতদূর আন্দাজ হয়, হয় নি।” বিমানের কথা শুনিয়া হাসিয়া উঠিয়া সুরমা কহিল, “আন্দাজ কি ঠাকুরপো ? সাথেয় সিঁদুর ছিল কি না দেখ নি ?”

  • তখন হয়ত দেখেছিলাম, এখন মনে পড়ছে না।” “মাথায় কাপড় ছিল ?—না মাথা খোলা ছিল ?” চিন্তা করিয়া বিমানবিহারী কহিল, “খোলা ছিল বলেই ত মনে হচ্ছে।”

উচ্ছ্বসিত হাস্ত কোনোপ্রকারে রোধ করিয়া স্বমিত্র জিজ্ঞাসা করিল, "চুল খোলা ছিল, না বাধা ছিল ?” বিমান স্মিতমুখে বলিল, “বোধহয় বাধা ছিল।” স্বরম হাসিতে হাসিতে কহিল, “সেটি স্বরেশ্বর-বাবুর ভাই না বোন তা মনে আছে ত ঠাকুরপো ?" এবার বিমান উচ্চস্বরে হাসিয়া উঠিল এবং তৎসহিত স্বমিত্ৰাও হাসিতে লাগিল । বিমানবিহারী হাসিতে হাসিতে কহিল, “ও রকম করে আমি যদি জিজ্ঞাসা করি তা হলে তোমরাও আমাদের মত উত্তর দাও।” সুরমা স্মিতমুখে কহিল, "আচ্ছ একটা জিজ্ঞাসা করই না, দেখ কি রকম উত্তর দিই।” ক্ষণকাল চিন্তা করিয়া বিমান কহিল, “আচ্ছা বল ত স্বরেশ্বর-বাবুর জামার হাত বোতাম-আঁটা ছিল, না ঢিল৷ ছিল ?” ক্ষণমাত্র বিলম্ব না করিয়া সুরমা কহিল, “ঢ়িলা ছিল।” “ठेिक