পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] جیسے সাঁনলতি, কুটি গ্রামের একটি রমণ নিজেদের জন্য একটি করিয়! টাটু, ঘোড় ও জিনিস বহিবার জন্য কতকগুলি খচ্চর লইলাম। মোট কুড়িটি জানোয়ার সঙ্গে লওয়া হইল । এবারে লিপুলেখ গিরিবষ্মের অপরপাশ্বস্থ তাকলাকোট গ্রামে থামিব স্থির করিলাম। তাকৃলাকোটে তিব্বতের একটি প্রধান হাট বসে। স্থানটি প্রায় ১৬৭৮০ ফুট উচ্চ। পথে কুটি গ্রাম দেখিবার ইচ্ছা হইল। সঙ্গীদিগকে তাকৃলাকোটের দিকে অগ্রসর হইতে বলিয়া ১৫ই জুলাই একটি পথপ্রদর্শক ও কুলী লইয়া আমি কুটি গ্রামের পথে রওনা হইলাম। কুটিগ্রাম কালীনদীর উৎপত্তিস্থলের অতি নিকটে অবস্থিত। পথে খুব কষ্ট سbس----88 পশ্চিম তিব্বতে মনোরম। ළු8ද AAA AAASA SAASAASAASAASAA ہیں۔ م۔م۔-م পাইলাম। অবিশ্রান্ত বৃষ্টি ও তুষারপাতের দরুন নদীগুলি ফুলিয়া উঠিয়াছিল। একস্থানে ঘোড়া সহ ষাওয়া অসম্ভব হইল। সৌভাগ্যক্রমে ঠিক এইস্থানেই গ্রামের মণ্ডলের (রুমাদেবীর ভগ্নীপতির ) সহিত সাক্ষাৎ হইল । র্তাহার অম্লচরের নিকট ঘোড়া রাখিয়া একটি ভগ্ন বঁাশের সেতুর সাহায্যে কোন প্রকারে নদী পার হইলাম। পথে আরও একটা নদী পার হইতে হইল। সময়-সংক্ষেপ বলিয়া আমি জলের মধ্য দিয়াই অগ্রসর হইলাম। সন্ধ্যার পর যখন কুটিগ্রামে পৌছিলাম তখন আমার আপাদমস্তক সিক্ত। মণ্ডলের বাড়ীতে আসিয়া বেশ পরিবর্তন করিলাম । আমাদের আশ্রয়দাত ৪ তাহার পত্নী সাধ্যানুসারে আদর-যত্বের ক্রটি করিলেন না। পরের দিন ও বৃষ্টি থামিল না বলিয়। এখানকার স্বন্দর প্রাকৃতিক দৃষ্ঠগুলির ছবি লইতে পারিলাম না। এস্থানে বহু প্রস্তরীভূত অস্থি দেখিলাম। নিদর্শনস্বরূপ কতকগুলি সঙ্গেও লইলাম। কুটি গ্রামখানি বাস্তবিকই অতি এই গ্রামের চমৎকার প্রাকৃতিক শোভ], নানাপ্রকার সুন্দর স্বন্দর পুষ্পোদ্যান, ইতস্ততঃ বিক্ষিপ্ত প্রস্তরীভূত অস্থি-সমূহ পর্যটকদিগের চিত্ত হরণ করে। এখানকার কুটিখার নামক স্থানের ভগ্নাবশেষও দ্রষ্টব্য । কিন্তু গ্রাম্য পথটির অবস্থা অতি শোচনীয়। প্রায় ১৮ মাইল অশ্বপৃষ্ঠে অগ্রসর হইয়। আমি ১৭ই তারিখে অপরাহ্লে আবার সঙ্গীদের সহিত মিলিত হইলাম। আসিয়| শুনিলাম আমার সঙ্গীদের সহিত খচ্চরবাহীদের একটা গোলমাল হইয়া গিয়াছে। খচ্চরবাহীর মদ খাইয়া মাত লামি করার দরুনই এই সংঘর্ষ ঘটে। যাহা হউক গোলযোগ মিটিয়া গিয়াছে। পথের উভয়পাশ্বেই নানারঙের বন্য গোলাপগুচ্ছ দেখিতে দেখিতে অগ্রসর হইতে লাগিলাম । ১৯শে তারিখে আমরা অপর একটি গিরিবত্ম অতিক্রম করিলাম। গিরিরত্মটি উভয়পাশ্বে ঢালু এবং বেশী উচ্চ নহে। এখানে এক নূতন প্রকার গুল্ম দেখিতে পাওয়া যায়। এই কোমল গুল্মগুলি বরফে ঢাকা মাটির উপরেও দেখা যাইতেছিল । এখানে আর কোনও উল্লেখযোগ্য দৃপ্ত নাই। স্তার সিডনি বারার্ডের মতে