পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১য় সংখ্যা ] همیت حیعیخی تحصیایی حامی مایایی পরে হিমালয় ভেদ করিয়া সিমলার নিকট পশ্চিম তিব্বতে ૭od পাহাড় হইতে নীচে নামিয়াছে । ১লা আগষ্ট, (১৯২২) আমরা কৈলাসের সাহুদেশে দ্বারচীন নামক তিববতী পল্লী হইতে রওয়ান হইয়া তিনটি খরস্রোতা নদী পার হইয়া সন্ধ্যার সময় একটি সুন্দর ঝিলের কাছে তাবু খাটাইলাম । এই ঝিলই সত লজের উৎপত্তিস্থল। প্রবাদ, এই ঝিলের জল রাক্ষস-তাল হইতে মাটির নীচে দিয়া আসে। এই ঝিল হইতে একটি ক্ষুদ্র তটিনী বাহির হইয়াছে—এত ছোট যে লাফ দিয়া পার হওয়া যায়। এইটিই সত লজ, আর কিছু দূর গিয়া তিব্বতের মধ্যেই এক বিশাল নদে পরিণত হইয়াছে । তিববতীরা এই জায়গাকে ললিংত। বলে । পরদিন আমরা ছোট একটি গিরিমালা অতিক্রম করিবার কেদারনাথের মন্দির সময় কৈলাসের শেষ দেখা পাইলাম । তার বিপরীত দিকে আবার অনেকদিন পরে হিমালয়ের দশন পাওয়া গেল । অামাদের একজন সঙ্গী বলিলেন যে পাৰ্ব্বতী নিশ্চয়ই এইখান দিয়া বাপের বাড়ী হইতে কৈলাসে যাইতেন । এইখানেই মান্ধাতা-পৰ্ব্বতের সঙ্গে শেষ কেদারনাথের মন্দিরের উপকণ্ঠস্থ প্রদেশ দেখা । মান্ধীতার অভ্ৰভেদী তুষারধবল শিখর যেন সমস্ত পূৰ্ব্ব দিকূট। জুড়িয়া আছে । ৩রা আগষ্ট আমর। বহুকষ্টে জ্ঞানিম। পৌছিলাম। পশ্চিম তিব্বতে জ্ঞানিম৷ সৰ্ব্বাপেক্ষা বড় মণ্ডি বা হাট। এইখানে আল-মোড় জেলার ভোটিয়া সদাগরেরা (ইহার ভূটানি নহে ) ভারতবর্ষ হইতে কার্পাস বস্ত্র, ছাতু, গুড় প্রভৃতি লইয়া আসে। তিববতীর পশম, সোহাগা, লবণ, চামর, লাসার আসন ও গালিচা জ্ঞানিমায় বিক্রয় কবিবার জন্য চারিদিক হইতে সমবেত হয় । এইখানে সহস্ৰাধিক তবু দেখা গেল । নাগা সন্ন্যাসী নিজানন্দযাহাকে মানস-সরোবর হইতে কৈলাসে যাইবার সময় দেখিয়ছিলাম—এখানে আবার দেখ দিলেন ও আমাদের তাবুতেই আশ্রয় গ্রহণ করিলেন । তিনি আমাদের বলিলেন যে, হিন্দুস্থান-তিববত রোড দিয়া সিমলা হইয়া ফিরিতে বড় ঘুর পড়িবে , বিখ্যাত থোলিঙ্গ মঠ দশন করিয়৷ মান-পাস দিয়া হিমালয় পার হষ্টয়া বদরীনাথের পথে ভারতবর্ষে ফিরিয়া যাওয়া অপেক্ষণকৃত সহজসাধ্য হইবে ও সময়ও কম লাগিবে। আমরা সকলেই তার এই প্রস্তাব অতুমোদন করিলাম । ৮ই আগষ্ট, আমর। জ্ঞানিমা ইষ্টতে থোলিঙ্গ, অভিমুখে মাত্রা করিলাম। পশ্চিম-তিব্বতের বড় নদী-সকল হিমালয় হইতে নামিয়া তিব্বভেব অধিত্যকার মধ্য দিয়া গভীর পরিখা খনন করিয়া কৈলাস-পৰ্ব্বতমালার (TransHimalaya ) দিকে প্রবাহিত ইষ্টয়াছে ও শেষে সিন্ধু এবং