পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

D - : ح - ماه -- ح - سمتحتی * কেদারনাথ হটতে হিমালয় পৰ্ব্বতের দৃষ্ঠ ایسه যত্বে আলমারিতে রাখা আছে দেখিয়াছিলাম । তিব্বতী বর্ণমালা বাঙ্গালার সঙ্গে খানিক মেলে, ইঙ্গ ভারতবৰ্ষ হইতেই আনীত। একটি কক্ষে এক বৃহং দণ্ডায়মান মূৰ্ত্তি দেপ গেল, তাহার হাতে স্বৰ্য্যমুখী ফল । নিজানন্দ বলিলেন এইটি স্বয্যদেব। প্রাচ্যবিদ্যায় সুপণ্ডিত কোন ব্যক্তি যদি কখনও থোলিঙ্গে আসেন তাহার নিকট হইতে বহিজগৎ অনেক নূতন তথা জানিতে পারিবে । যে-সকল সন্ন্যাসী বদরীনাথ দর্শনান্তে হিমালয় অতিক্রম করিয়৷ পশ্চিম তিব্বতে প্রবেশ করেন, তাহারা বলেন যে থোলিঙ্গ মন্দিরই মাদি বদরীনাথ । শঙ্করাচায্য যখন দেখিলেন যে তিব্বতে 'ভারতীয় তীর্থযাত্রীর আসা বড়ই কষ্টকর তথন তিনি বদরীর মন্দির হিমালয়ের এপারে ( ভারতবর্ষে ) প্রতিষ্ঠিত করিয়াছিলেন । বড় মন্দির দেখিয়া আমরা আর-একটি মন্দির দেপিতে গেলাম । এটি সাধারণ তিব্বতী গুম্ফাবষ্ট মত—একটি বৃহৎ অন্ধকার হল, মেঝেয় সারি সারি গদি পাতা, তার উপর ভিক্ষুরা বসিয়া উপাসন করেন, একধারে প্রকাও ত্রিরত্ন ( বুদ্ধ, ধৰ্ম্ম, সঙ্ঘ ), তাহার সম্মুখে বড় বড় পিতলের বাটিতে মাথনের প্রদীপ জলিতেছে । লাসার শিল্পী কর্তৃক রেসমে অঙ্কিত বৌদ্ধ দেব-দেবীর চিত্র কাঠের থাম হইতে ঝুলিতেছে । শুন! যায় শীতকালে প্রবাসী=আধাঢ়, ১৩৩e [ ২৩শ ভাগ, ১ম খণ্ড লামারা মুখোশ পরিয়া এইখানে তিব্বতে প্রসিদ্ধ ভূতের নাচ ( Devil Dance) aftSR - আমাদের একজন সঙ্গী মন্দিরের এক ক্ষুদ্র তাম্ৰমূৰ্ত্তি স্পর্শ করায় মন্দিররক্ষকগণ অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছিল এবং অতঃপর আমাদের আর কোন মন্দিরে প্রবেশ করিতে দেয় নাই। এই তিনটি মন্দির ছাড়া থোলিঙ্গে একটি বড় মঠ আছে। এখানে অনেক ভিক্ষুর নিবাস-মাঝে মাঝে উপাসনার ঘণ্টাধ্বনি হুইতেছিল। মঠে - একটি ত্রিতল চুড়া আছে। শুনা যায় এই মঠটি বুদ্ধগয়ার মন্দিরের অতুকরণে নিৰ্ম্মিত । এই-সব মন্দির ও মঠের মহন্তের উপাধি "ছাংহ’। ইনি লাস হইতে দালাই লামা দ্বার নিযুক্ত হইয়৷ প্রেরিত হন । ইনি মহস্তুের কাজ ছাড় সদাগরীও করেন। আমরা ইহার সহিত দেখা করিয়াছিলাম। দড়ির পুল তিব্বতে ঢুকিয়াই খেচরনাথে যে বৃদ্ধ লামার দর্শন পাওয়া গিয়াছিল--চাংমার চেহারা সে-রকম জম্কাল নয়। ইহার কাছে মিষ্ট কথা ছাড়া আর-কিছু সাহায্য পাওয়া যায় নাই ।