পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘LVG প্রবাসী—আষাঢ়, ১৩৩৬ [ ২৩শ ভাগ, ১ম খণ্ড SSASAS A SAS SSAS SSAS SSAS SJSAM SAAAA SAS A SAS SSAS SSAS SSASAS SS SAAAAAS AAASASAAAAAS AA SAASAASAASAASAASAA AAAA AAAA AAAA AAAASAAAAeAeAeMAMAAASAAAA করছে। কিন্তু বড় দেরী হচ্ছে দেখে অধীরও হ’য়ে পড়ছিলাম, এমন সময় ভিতর থেকে কাতরস্বরে বুলাকি চেচিয়ে উঠল—“একি হ’ল ! একি হ’ল “ শুনে আমি চম্কে উঠলাম, আর থাকতে পারলাম না, দৌড়ে ভতরে ঢুকে পড়লাম। জানালা-হীন একটা অন্ধ নfর ঘরে গিয়ে অতি কষ্টে য' দেখলাম, তাতে আiমার চক্ষু স্থির ! বারো-হাতী ছিটের সাড়ী তার কোৰ্বীয় জড়ান একটি বালিক। শেষ নিশ্বাস ফেলে সকল অত্যাচারের হাত থেকে নিস্তার পেয়েছে—তার বুকের উপর বুলাকিলাল মূৰ্ছিত । - ইজ্জতের প্রাপ্য চুকাতে প্রকৃতির কাছে যা দেন। করা হয়েছিল, আজ নিৰ্ম্মমভাবে আমার চোখের সামনে প্রকৃতি সেটা আদায় ক’রে নিলেন। ক্ষোভে, দুঃপে, রোযে, আমি অন্ধকার ঘরের মেঝেতে ব'সে পড়লাম । ততক্ষণ বাইরেও হয় ত অস্তগামী স্বর্যের মুখপানির মুদুষ্টাসি আকাশের কোলে মিশিয়ে গেল । শ্ৰী কপিলপ্রসাদ ভট্টাচাৰ্য্য স্মৃতির মালা কোথায় কারে দেখেছি কবে সে স্মৃতি আজি ক্ষণে ক্ষণে জাগিছে আমার মনে মনে— ভর-বাদরে করকাপাতে পিছল পথে নদীর ধারে ভিজিয় চলে কঁাপিয় টলে’ শিহরি উঠে দেখেছি কারে,— আজিও আমার মানস-মেণে দামিনীসম চমকি ঘন ময়নরম আছে সে জেগে । ফাগুনী উষায় আগুন-ভূষায় ধরণ সেদিন সাজিল ভালো, করিল রঙ সকল কালো । মাধুরী-মাপ। সপজে-ঢাকা মুঞ্জরিত আমের বনে দেখেছি কারে, আবেশ-আনা উদাস দিঠি নয়ন-কোণে,-- (মুকুলরূপে) আজিও আমার মানস-শাখে জাগিয়া সে ধে মঞ্জরীপ্রায়, ভাবনা-অলি ঘেরিছে তাকে । আঘনে যবে বহুধা বুকে সোনার আঁচল পাভিয় এম o হাসিয়া রাজে মাতৃ সম, গ্রামের শেষে সবার সাথে মাঠের পানে চলেছে কে সে খেলিছে বায়ু শিথিল কেশে ভাইর আলো ঝলিছে হেসে, আমারি এ মন করিয়া চুরি আজি সে বাল পূরিয়া দিল সোনারি ধানে ভূরি ভূরি! আশিনে যবে সবুজরঙে ছোপানো হলো ক্ষেতের শাড়ী প্রমোদে ভর সকল বাড়ী, পথের পাশে দূৰ্বাঘাসে ভরিয়া আনি মাথার ঝুড়ি এসেছে সে কে ছলিয়া তালে বাজায়ে হাতে রেশমী চুড়ি, মানস-সীমা জুড়িয়া মম শু্যামলীরূপে বাজে সে আঞ্জে। সহজ শোভায় স্ফুরতি সম । বোশেখা দিনে রোদের ঘায়ে নেতিয়ে-পড়া অশোক-শাখে শালিক-শিশু তুষায় ডাকে ; &মকে অনল মাঠের পারে অনেক দূরে দিকের শেষে অধীর পীয়ে কলসী লয়ে তটিনী-জলে নামিল কে সে,-- আমার বুকের সাহারা চিরি’ আজিও সে যে নদীটি সম বহিয়া চলে ধরি ধৗরি। কোথায় কবে দেখেছুি তারে হায় সে কেমন কিসের বনে, কিছুই যে মোর নাহি রে মনে, আজিকে পোষে বাতাস জুড়ে বালা-ফুলের গন্ধ কঁাদে আকুল মম মনের তটে অচিন বাল তরণী বাধে, কহে সে মোরে বারে বারে— তোমারে আমি লইব সাথে সেই অজানার সাগর-পারে। শ্ৰী শৈলেন্দ্রকুমার মল্লিক