পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইংলণ্ডের বিশ্ববিদ্যালয়ে নারীর অধিকার— , কেন্থি,জ বিশ্ববিদ্যালয়ে নারীদিগকে পুরুষদের স্কার সমস্ত অধিকার দেওয়া হয় না। লর্ডস সভা সম্প্রতি এই বিষয় আলোচনা করিয়াছেন । কিছুদিন পূৰ্ব্বে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পুরুষ ও নারীর বৈষম্য উঠাই দিয়াছেন কিন্তু কেন্ধি জে এষ্ট বৈষম্য এখনও বর্ধমান । লর্ড, ছালডেন বলেন, যে, কেম্বি জ বিশ্ববিদ্যালয় সরকারী সাহায্য প্রাপ্ত হয়, স্বতরাং পালামেণ্ট উক্ত বিশ্ববিদ্যালয়কে নারীদিগের প্রাপা অধিকার প্রদান করিতে বাধা করিতে পারেন। বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হইবে এই ভয়ে, অনেকে এই যুক্তি সমর্থন করেন নাই । তবে এই ব্যাপারটি লইয়৷ কেস্থিজ বিশ্ববিদ্যালয়ের নবগঠিত কর্তৃপক্ষকে লর্ডসভ। এই সমস্ত পুনরায় বিবেচন৷ করিতে এবং{জন-মতের দিকে লক্ষ্য রাখিয়া নারী ছাত্রীদের অধিকার যাহাতে স্বীকৃত হয় তাহীর ব্যবস্থা করিতে অনুরোধ করিয়াছেন। ইংলণ্ডও যে নারীদের সম্পর্কে সাম্যের আদশ খুব মানিয়া চলে, এসব ব্যাপার দেখিয় তাহা মনে হয় না । বিশ্ববিদ্যালয়সমুহে নারীদের ও পুরুষদের সমান অধিকার নাই—আইনব্যবসা করিবার অধিকারও বহু তর্কবিতর্কের পর সম্প্রতি প্রদত্ত হইয়াছে। কাজে কাজেই ইংলণ্ডের পুরুষরাও প্রায় এদেশের মতই রক্ষণশীল। কিন্তু সে দেশের নারীর ভারতবর্ষের নারীদের অপেক্ষ স্বাধীনচিত্ত ও স্বাবলম্বী। এই কারণেই তাহারা :পুরুষদের যথেচ্ছাচারিষ্ঠ মানিয় লন না। উহার পুরুষদের এই খামখেযালির বিরুদ্ধে যুদ্ধ করিয়া নিজেদের পাওন আদায় করিলার চেষ্টা করেন। মিশরের মহিল৷ জাগরণ— মিশর-রমণীগণ পুরুষদের সঠিত প্রবলবেগে স্বাধীনভার আন্দোলন চালাষ্টতেছেন । গম্ভমেণ্টের ধর্ষণ-নীতিতেও ইগর ক্ষান্ত হন নাই । মিশরের সকল রমণী যtহাতে জাতীয় আন্দোলনে যোগদান করিতে পারেন সেই:নিমিত্ত একটি বিরাট মহিলা-মহীমণ্ডল স্থাপন করিবার চেষ্ট হুইড়েছে। রোমনগরে বিশ্ব-মহিল৷ কনফারেন্সে মিশরের রমণীগণ নিজেদের প্রতিনিধি প্রেরণ করিয়া মহিল৷ জাগরণের পরিচয় প্রদান করিয়াছেন । মিশরের বর্তমান অবস্থা আলোচনা করিবার জন্ত শীঘ্র একটি মহিল|সমিতির অধিবেশন হইবে । তদ্ব্যতীত মিশরের মহিলা-সমিতিগুলিকে এক-সুত্রে আবদ্ধ করিবার চেষ্টাও কর হইতেছে। মহিলা-প্রগতি ইংলও— বিলতে নিয়ম হইয়াছে যে, যে-সকল স্ত্রীলোক শিক্ষকতা করিবেন éशंब्र 5ांकग्रैौ अश्tit४. बिदाश् कब्रिएल भनहूड इश्वन । अ३ ব্যবস্থা অনুসারে রওীর আর্বান সভ কয়েকজন বিবাহিত শিক্ষরিত্রীকে পদচ্যুত করিয়াছেন। পদচ্যুত মহিলাগণ আদালতের আশ্রয় গ্রহণ कब्रेिब्रांरक्षन । ॐांशंद्र सप्शन, भई अांश्न विवांरश्ब्र श्रृंrष बांक्षां शe করিতেছে। দেখা যাক আদালত কি মীমাংসা করেন। এই আইনের মলে লওনে ৪• • • মহিলা-শিক্ষক পদচ্যুত হইবেন। সরকারী বিবরণে প্রকাশ যে ইংলণ্ডের রেলসমূহে ৭,৬৬,৩৮১ জন লোক কাজ করে ; তন্মধ্যে ৭,৩৭,৯৪৬ জন পুরুষ আর বাকী ২৮৪৩৫ জন নারী । মেয়ের অনেক কষ্টসাধ্য ও বিপজ্জনক কাৰ্য্য করিতেছেন। फाप्नब्र भएथा यक्छन भन्त्र, २० छन dहेनन-भाहेब्र, १ छन। ফোরম্যান্‌, ৬ *য়েল-পুলিশ ও ১৬৫ জন যন্ত্রপাতির কার্য্য করিতেছেন। बांबल्लेइंक बिडांश इ३८ङ अडिप्नजी औभठी किलिन नन् भाण एमcै সদস্য নিৰ্ব্বাচিত হইয়াছেন । বৰ্ত্তমান পাল মেণ্টে আরও দুইজন নারী সদস্য আছেন । জাপান ষ্টয়েন-বুজোকি নামে একজন জাপানী-মহিল৷ লাবসায়ী মেয়েদের মধ্যে শীর্ষস্থান লষ্টয়াছেন। তিনি বিধধ। বর্ধমানে ঠাহার ৪৫ কোটি টাকা ব্যবসাতে থাটিতেছে। উtহার নিজের অনেকগুলি ষ্টীমার আছে, তাহা ছাড়া এশিয়l. ইউরোপ ও আমেরিকার নানা স্থানে উtহার কারখানা ও ব্যবস। কেন্দ্ৰ আছে । আমেরিকা— কুমারী মাক্ডউল শিকাগে সহরের মন্ত্রণ পরিষদের সদস্ত হইয়াছেন। তিনি অনেকদিন হইতেই মহিল শ্রমজীবীদের উন্নতি ও নারীর অধিকার সম্পকিত আন্দোলনের সহিত সংশ্লিষ্ট আছেন। কুমারী মার্টিন মিশিগান প্রদেশের নিউগোর দলিল রেজিষ্ট্রার নিৰ্ব্বাচিত হইয়াছেন । * "মেক্সিকোর আইন-পরিষদে শ্ৰীমন্তী বর্থ প্যাক্সটন নিৰ্ব্বাfত হইয়াছেন। তঁহার কার্য্যকুশলতায় সকলেই-সন্তুষ্ট । শ্ৰীমতী টারউইলজার পোর্ট জার্ভিস্ বণিক-সভার সভাপতি নিযুক্ত হইয়াছেন। তিনি পুর্বের্ণ ঐ সম্ভার কোষাধ্যক্ষ ছিলেন । নিউজিল্যাং— টরেস্ প্রণালীব লাদুপ্তাপ বৰ্ত্তমানে একজন মহিলাব শাসনাধীন। শ্ৰীমন্ট যাঙ্কল এখানকার গবর্ণর। তিনি এই দ্বীপে মাদক দ্রব্য আমদানী বন্ধ করব। দিয়াছেন। চরিত্রষ্টানলোকের এ দ্বীপে টিকিন্তে BB BS BBB KBB BB gggBB BBB BBB BBDD DDS আফ্রিকা— - দক্ষিণজফিকার মহিলাদের ভোট দিবীর অধিকার প্রস্তাবটি এক ভোটে অগ্রাঙ্গ হইয়াছে। তথাকার নারীরা নিজেদের অধিকার লা পাওয়৷ পয্যন্ত খাজনা প্রদান করিবেন না বলিয়া আন্দোলন চলাইতেছেম । রুশিয়— ম্যাড়ম্ কোলেনটাই সোভিয়েট, গবন মেণ্ট কর্তৃক নরওয়েতে দৌত্যকায্যে নিযুক্ত হইয়াছেন। তিনি পূর্বের্ণ শিক্ষাবিভাগের ডিরেক্টর ছিলেন। ফি লপাইন দ্বীপপুঞ্জ — ফিলিপাইনের আইন-পরিষদ মঙ্গিলদের সৰ্ব্বসন্মতিক্রমে গ্রাঙ্গ করিয়াছেন । ভারতবর্ষ~ . কুমারী কন্‌ষ্ট্রাক্টর, বি-এ, বোম্বাই বিশ্ববিদ্যালয়ের সদস্য হইয়াছেন। তিনি একটি স্কুলের লেড়ি হুপারিন্টেণ্ডেণ্ট । কুমারী নিৰ্ম্মলাবাল নায়ক সম্প্রতি পাটনা বিশ্ববিদ্যালয়ের সদস্ত ও ফ্যাকলটি অব এডুকেশনের সদস্ত নির্বাচিত হইয়াছেন । তিনি একজন ওড়িয়া মহিল । কলিকাতা বিশ্ববিদ্যালয় হইতে বি-এ, ও বি-টি পরীক্ষায় উত্তীর্ণ হইয়। তিনি ভারত সরকারের মনোনয়নে বিলাত যান। সেখান হইতে ডিপ্লোমা লইয়। দেশে ফিরিয়া জ্বাসেন। কুমারী নির্শ্বলাবালা বৰ্ত্তমানে কটক র্যাভেনসা বালিকা-বিদ্যালয়ের প্রিন্সিপাল। ঐ প্রভাত সান্যাল ছোট দলের প্রস্তাব