পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sb〜● খানি ভালই হইয়ছে। পড়িষ্ঠেও মন্দ লাগিল ন । ইসলামীয় শব্দ বারণরে পুস্তকধানি পড়িতে একটুও খারাপ লাগে না। এই গুন্তক্ষখনিতেও প্রেমের নামে অবিশ্রাম স্তাকামোর বঙ্গ নাই বলিয়। বইখানি স্বধ-পাঠ্য। ছাপা এবং বাধাই বেশ ভাল।

আশাপথে—শ্ৰী মোহিনীমোহন ভট্টাচাৰ্য,এম-এ প্রকা" —আশুতোষ লাইব্রেরী ৩৯১ কলেজ ষ্ট্রট, কলিকত। দাম ১ টাকা । উপস্তাস- বইখানি পড়িতে মন্দ লাগিল না। কোনখানে ভাবের এলোমেলে ভাব লেই--তবে . মাঝে মাঝে ভাষার অসামঞ্জস্ত আছে। কথিতভাষার সহিত কেতাবী-ভাষা জড়াইয়া গিয়াছে । বইখানি পড়িতে সকলেরই ভাল লাগিবে বলিয়। আশা করা যায়। ছাপা এবং বাধাই আশুতোষ লাইব্রেরীর উপযুক্তই হইয়াছে-কোন খুঁত চোখে

পড়িল ন}। - গ্রন্থকীট নূরনবী—মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী. মেহসিন কোং, কলিকাতা । মুল্য ১॥• টাকা । “সোনার চাদ শিশুগণের" চিত্তবিনোদন ও আদর্শ চরিত্র-গঠন উদঙ্গে সরল ও মুনার ভাষায় রচিত ইস্লাম-প্রবর্তৃক মহম্মদের সচিত্র जीवनी। ইতিহাস ও রূপকথার মালমশলা দিয়ে চৌধুরী সাহেব যে অপূৰ্ব্ব ভোগ প্রস্তুত করেছেন তা যে উপভোগ্য, গ্রন্থের দ্বিতীয় স্বরণই তার প্রকৃষ্ট প্রমাণ । - শান্তিধারা— মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী। মেহসিন কোং, কলিকাতা । মুল্য M• আন । ইসলামের স্বরূপ, ইস্লামের ধারা প্রভৃতি কয়েকটি প্রবন্ধে গ্রন্থকার ইসলামের ভিতরকার কথাটি অতি স্বন্দরভাবে প্রকাশ করেছেন । লেখকের ভাষা প্রাণস্পশা ও রচনাকৌশল প্রশংসাই । ধৰ্ম্মের ভিতরকার কথা কিছু সম্প্রদায়-বিশেষেব নিজের কথা নয়, তাই মনে হয় কেবল মাত্র মোসলেম নয়, বাংলা ভাষার সহিত পরিচিত ধৰ্ম্মভীর ব্যক্তি মাত্রের কাছে এ গ্রন্থের আদর হবে। এয়াকুব আলী সাহেবের রচনা দেখে আশা ছয় যে বাংলা ভাষাই বাংলার হিন্দুমোসলেমের মিলন-প্রাঙ্গণে পরিণত হবে । o কমলা—শ্ৰী ভবানী প্রসুন চক্ৰবৰ্ত্তী, এম-এ প্রণীত । শিশির পাবলিশিং হাউল, কলিকত। মূল্য ১॥• মাত্র। স্কুল-মাষ্টার-গ্লুচিস্ত পূৰ্ব্ব-রাগ-মুলক উপহাস। প্রথম রচনার অজহাতে গ্রন্থকারের সমালোচকের কাছে সহানুভূতি আশা করা ছোটছেলের পক্ষে বাহাদুর চাওয়ার মত মনে হয়, অথচ সে রকম কিছু আশা করবার তিনি কোন কারণই দেন নি। প্রেম যে ব্যাধি এবং ত৷ যে মানসিক তা সবারই বোধ হয় জানা আছে, কিন্তু ও যে মারাত্মক রোগের বীজাণু তা এ গ্রস্তে জানা গেল। চরিত্র-সৃষ্টি, গল্পাংশ বা ভাষা কোনটাই আশানুধাপ নয় ; তবে গ্রাম্য দৃষ্ঠ ও কথাবাঞ্জ অনেক স্থলে গতানুগতিক হ’লেও ভারি সহজ ও সময়োপযোগী । কেবলমাত্র পেয়াল চরিতার্থ করবার বা বাঞ্জারে কাটুতি হবার আশায় দেশের হেডমাষ্টার মহাশয়র যদি এই-সব নিরর্থক রচনায় মন দেন, তবে সেটা দেশের নিতান্ত স্থভাগ্যের নিদর্শন । শ্ৰী আনন্দম্বন্দর ঠাকুর জাপান-শ্ৰী হুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রণীত। প্রকাশক রায় এও বায়চৌধুরী, ২৪ নং ( দোতাল ) কলেজ ষ্ট্ৰীট, মার্কেট, প্রবাসী-আষাঢ়, ১৩৩• [ ২৩শ ভাগ, ১ম খণ্ড কলিকাতা। ৩২৩ পৃষ্ঠ । বহু চিত্রে ভূষিত । স্বন্দর স্বদ্ৰষ্ঠ বাধী । प्रान् न निक • স্বরেশবাবু এখন প্রসিদ্ধ লেখক। কিন্তু জাপান হার প্রথম বই। -- ...چې بچه سقوتگر উহাকে প্রসিদ্ধ করিয়াছে এই বই যখন প্রকাশিত হয় সকল কাগজে ইহার উচ্ছসিত প্রশংসা ৰাছির হইয়াছিল— aঃখ প্রশংসা করিয়ছিলাম। সেই বইয়ের এতদিনে দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হইল। পাক হাভের প্রসাধনে ইহার অঙ্গসৌষ্ঠব বুদ্ধি পাইয়াছে, অল্প খুৎ যাহা ছিল তাহ সংশোধিত হইয়াছে ; অনেক নূতন বিষয় সংযোজিত হইয়াছে । জাপানের রাষ্ট্র, সমাজ, সংসার, ব্যক্তি, দৃপ্ত, রীতিনীতি, আচার অনুষ্ঠান সাহিত্য আর্ট শিক্ষা প্রভৃতি সমস্ত জ্ঞাতব্য বিষয় নিজে দেখিয়া ও প্রত্যক্ষদশী অপর লেপকদের অভিজ্ঞতার সহিত মিলাইয়া মনোরম করিয়া বর্ণিত হইয়ছে । বস্তু-চিত্রে ও বাক্য চিত্রে মিলিয়t.সমস্ত জাপান দেশটা যেন প্রত্যক্ষগোচর হইয় উঠে । জাপান অসাধারণ দেশ ; সেই দেশের পরিচয় জানিবার ঔৎসুক্য অনেকেরই আছে : র্যাহারা জাপানকে জানিতে চান, তাহার নিশ্চয় জাগান’ পড়িবেন । জাপানযাত্রীদের ত পাঠ করা একান্ত অবস্থাক । নারীর মূল্য—ঐ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এমসি সরকার এণ্ড সন্স , ৯ -২ এ হ্যারিসন রোড, কলিকাতা । ১৩৩ পৃষ্ঠ । পীচ সিকা । - যমুনা মাসিক পত্রে অনিল দেবী ছদ্মনামে যখন এই প্রবন্ধগুলি দশ বৎসর আগে বহির হয়, তখনই আমরা আগ্রহের সহিত পড়িয়াছিলাম, ও লেপিকার রচনাশক্তি, স্বজাতির অধিকার দাবীর ওকালতী করিবার ক্ষমতা, পুরুষের স্বার্থপরতার প্রতি তীব্র বিদাপ করিবার পটুতl. নারায় প্রতি পুরুষের সমাজের অবিচার অত্যাচার ও নির্যাতনের চিত্র ফুটাইয়া তুলিবার কৌশল দেখিয় আমরা আশ্চর্য হইয়াছিলাম এবং শক্তিমতী লেখিকার পরিচয় জানিতে ব্যগ্র হইয়াছিলাম। পরে জানিতে পারি ইত। প্রসিদ্ধ লেখক স্ত্রীযুক্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা । লেখকের ছদ্মত। প্রকাশিত হইয় যাওয়াতে রচনা-পটুতা-জনিত বিস্ময় কাটিয়া গিয়াছিল— ওস্তাদ লোকের লেখা ত এমন হইবেই ; কিন্তু বক্তবা বিষয়ের গুরুত্ব বtfঙয়া গিয়াছিল—একজন নারী স্বজাতির মূলা নিৰ্দ্ধারণ করিতেছেন না, আসামীদলভুক্ত একজন পুরুষ নারীর মূল্য কষিয়া নিজের স্বার্থীন্ধ স্বজাতিদের বুঝাইবার চেষ্টা করিতেছেন । ইহার মধ্যে । ওকালতার কাজ ও অত্যুক্তি থাকিলেও কথাগুলা বড় খাটি, বড় মৰ্ম্মস্পর্শী আজকাল যে চারিদিকে পুরুল ও নারী বহু লেখকলেখিকা বহু পত্রে নারীর অধিকার সাব্যস্ত ও আদায় ও নির্ণয় করিলার চেষ্টা করিতেছেন, তাহার কারণও এই "নারীর মূল্য"। শরৎবাবু স্বপ্ত আত্মবিশ্বত সমাজকে আঘাত করিয়া চেতনা দিয়া প্রবুদ্ধ করিয়া দিয়াছেন। নারী ও পুরুষ উভয়েরই এই পুস্তকথানি পাঠ করিয়া সমাজকে আবার একবার . গুছাইয় লওয়ার সময় অসিয়াছে। "নারীর মূল্য" পাঠ করিয়া নারী নিজের মূলা খুঝুন, পুরমের নিকট হইতে নিজের ন্যায্য প্রাপ্য আদায় করিতে যত্নবর্তী হোন । "নারীর মূল” পাঠ করিয়া পুরুম নারীর মূল্য বুঝুন, এতদিনের সঞ্চিত অপরাধের প্রায়শ্চিত্ত করিয়া নারীকে সম্মান ও শ্রদ্ধার অধিকারিণী করুন । - উচ্ছাস-পঞ্চক-- জানানন্দ রায় চৌধুরী প্রণীত ও প্রকাশিত, ৭৭১ হরি ঘোষের ষ্ট্রট, কলিকান্ত।। ৭২ পৃষ্ঠী বারে আীন । - এই পুস্তকে ধৰ্ম্মতত্ত্ববিষয়ক পটটি প্রবন্ধ আছে—বিশ্বসমস্যা, হিন্দুর সাধন, কিন্মুর পূঃ , প্যাসদেব, ওঁকার মন্ত্র । ভগবদারাধনার পথ