পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা 1 M MA AMAAA AAAA S AAA S AAAAA AAAAMAAA S S S S S S *مس. -۔ م م ہے کہ جب م ব্যবস্থাপক সভায় প্রবেশ গয়ার কংগ্রেসে অধিকাংশ প্রতিনিধি ব্যবস্থাপক সভায় প্রবেশের বিরুদ্ধে মত দেন এবং অল্প অংশ উহার সপক্ষে মত দেন। ফলে চিত্তরঞ্জন দাশ, মোতীলাল নেহরু, প্রভৃতি নেতাগণ “স্বরাজ্য দল" গঠন করেন, এবং ঐদলের লোকেরা যাঙ্গতে ব্যবস্থাপক সভায় প্রবেশ করিতে সমর্থ হন, তাঙ্গার জন্য চেষ্টা করিতে বদ্ধপরিকর হন। কিন্তু তাহার। ইহা হন নাই। গয় কংগেসের একটি প্রস্তাব অনুসারে ভোটারদিগকে এই পরামর্শ দেওয়া হুইয়াছিল, যে, র্তাহারা যেন কৌন্সিল প্রবেশার্থীদিগকে ভোট ন দেন । এই প্রস্তাব অনুসারে যদি অসহযোগী সম্পাদকের কলম চালাইতে এবং অসহযোগী বক্তারা বক্তৃতা করিতে থাকেন, তাহ হইলে কৌন্সিলপ্রবেশার্থী স্বরাজ্যওয়ালাদের অভীষ্টসিদ্ধির পথে ব্যাঘাত জন্মিতে পারে । সেইজন্য তাহার নিখিল ভারতীয় কংগ্রেস কমিটিতে একটি প্রস্তাব ধাৰ্য্য করাইয়াছেন, যে, কংগ্রেস দলের কেহ কৌন্সিলপ্রবেশের বিরুদ্ধে গয়ার নিৰ্দ্ধারণ অনুসারে যেন কিছু না বলেন বা ন লেখেন । কংগ্রেসের নিৰ্দ্ধারণ উহার কমিটির পক্ষে উঠাইয়া দেওয়৷ অবৈধ হইয়াছে । কংগ্রেসদলের দুই উপদলের মধ্যে মতভেদ হওয়ায় উহার প্রভাব কমিয়া গিয়াছে ; এই হেতু ঐ প্রভাবকে পুনঃ প্রতিষ্ঠিত করিবার চেষ্টা করা এবং উভয় উপদলের বিরোধে ধে কৰ্ম্মশক্তির অপব্যয় হইতেছে, তাহা নিবারণ করিয়। কংগ্রেসের প্রকত কৰ্ম্মে সকলকে প্রবুন্তু করা, নিখিল ভারতীয় কংগ্রেস কমিটির এই প্রস্তাবের উদ্দেশ্য বলিয়া ঘোষিত হইয়াছিল ! উদ্দেশ্য যে কিরূপ সিদ্ধ হইয়াছে, তাহা খবরের কাগজের পড়য়া মাত্রেই জানেন । উভয় উপদলের নেতা, উপনেতা, প্র-নেতা, প্রোপনেতা, অপনেতা, প্রভৃতিদের বক্তৃতা, লেখা প্রভৃতির জালায় মানুষ বিত্রত হইয়া পড়িয়াছে। আসল যাহা দেশের কাজ তাহা চাপা পড়িয়া গিয়াছে । মডারেটুর কৌন্সিল প্রবেশ করিয়াছেন এবং ভবিষ্যতেও করিবেন ; কিন্তু তদুপলক্ষ্যে এরূপ দক্ষযজ্ঞ তাহারা করেন নাই। বিবিধ প্রসঙ্গ—ব্যবস্থাপক সভায় প্রবেশ S S AAAA S AAAAA MSASAM AAAA SAAA AAAA AAAA AAAAS AAAA S S S AAAAS করিয়াই ক্ষান্ত । 8?? SAAA AAAAS A SAS SSAS SSAS S S AAAAA AAAS S AS مخ۹ م.م م ہے۔ অথচ স্বরাজ্যদলের লোকের কৌন্সিলে গিয়া মডারেটুদের চেয়ে বেশী কিছু করিতে পারিবেন বলিয়া মনে হয় না । স্বারাজ্যিকের কৌন্সিলে গিয়া কি নীতি অনুসারে কাজ করিবেন, সে বিষয়ে ও র্তাহার একমত নহেন। প্রথম প্রথম শোনা গিয়াছিল, তাহারা সরকারী বিল আদি যাহা কিছু সবগুলারই বিরুদ্ধাচরণ করিবেন। তাহার পর শোনা যাইতেছে, তাহারা ব্যতিহার ও সহযোগিতা করিবেন ; অর্থাং সরকার লোকহিতকর কিছু করিলে সহযোগিতা করিবেন, তাঙ্গ। ন হইলে প্রতিকূল আচরণ করিবেন। সব কিছুরই বিরুদ্ধাচরণ যে ন্যায়সঙ্গত নহে, তাহা আমরা পূৰ্ব্বে পূর্বে দেখাইয়াছি। অবশ্য সরকারী ভাল বিল বা অন্যান্য প্রস্তাবেরও বিরুদ্ধাচরণ ধৰ্ম্মসঙ্গতভাবেও করা যায় এই বিশ্বাস থাকিলে, যে, গবর্ণমেণ্টের প্রধান এবং আসল অভিপ্রায় আমাদের হিত নহে নিজেদের স্বার্থসিদ্ধি, এবং সেই আসল অভিপ্রায়টাকে চাপা দিবার জন্য মধ্যে মধ্যে ভাল কিছু কিছু জিনিষ প্রস্তাবিত হয়। এই বিশ্বাস যাহাদের আছে, তাহারা গবর্ণ মেন্টের সব কিছুর বিরোধিতা করিতে পারেন। কিন্তু গবৰ্ণমেণ্টের গৃঢ় অভিপ্রায় যাহাই হউক, কোন কোন সরকারী আইন, নিয়ম ও কাজের দ্বারা লোকদের যে স্ববিধ বা কল্যাণ হয়, সেই সুবিধা যদি বেসরকারীভাবে অসহযোগীরা করিয়া দিতে পারেন, তাহা হইলে সরকারী সব কিছুর বিরোধিত শোভা পায় । যাহা হউক, ইহা এক প্রকার নিশ্চিত, যে, স্বারাজ্যিকের কৌন্সিলগুলির অধিকাংশ আসন দখল করিতে পারিবেন না, এবং সরকারী সব কিছুর বিরোধিতা করিতে চেষ্টাও করিবেন না, বা, করিলেও সিদ্ধকfম হইবেন না। তাই। হইলে বাকী থাকে, কোন কোন বিষয়ে সরকারের প্রতিকূলতা ও কোন কোন বিষয়ে সহযোগিতা করা । ইহাও বরাবরই মডারেট দলের সৎ ও স্বাধীনচেতা সভ্যেরা করিয়া আসিতেছেন। ইহার জন্য লেখার ও বক্তৃতার কথার কচকচিতে দেশটাকে অতিষ্ঠ করিয়া তুলিবার কি দরকার ছিল ? আর একটা কথাও বলি। সরকারী ও সরকারের জানিত স্কুল কলেজ পরিহার, সবুকারী আদালত বর্জন,