পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] , করিয়াছেন, তাহাদিগকে শ্রদ্ধা করি, বন্দনীয় মনে করি ; র্তাহীদের সকলে যে বাহুবার করতালির জন্ত এত जश्ञ्चिारश्न, ज्राश७ मटश् । किस्त्र ऐर्शएनग्न भ८क्षा ७ङ পৌরুষ থাকা সত্বেও ইহাঙ্গের অধিকাংশ সমাজের ভয়ে ভীত । তাহাঙ্গেরই মত হাত-পা-আত্ম-বিশিষ্ট কোন কোন মানুষকে তাহদের মধ্যে অনেকে ছুইতে পারেন না, তাহাদের ছায়া মাড়াইন্ডে পারেন না, তাহাদের নিকটস্থ হইতে পারেন না, তাহাদিগকে দৃষ্টিগোচর করিতে পারেন না, তাহাদের দেওয়া জল খাইতে পারেন না, তাহাদের সঙ্গে এক পংক্তিতে বসিয়া আহার করিতে পারেন না । অথচ অস্পৃশ্বতা দূর করিবার প্রস্তাবের সপক্ষে ইহার ভোটও দিয়াছেন । অল্পদিকে, সমাজভয়ে ভীত নহুেন, অহিতকর দেশাচারকে অগ্রাহ করেন, এমন বিস্তর লোক সমাজ দ্বারা খুব বেশী উৎপীড়িত হইয়াছেন, কিন্তু তাহাতে ভীত ন হইয৷ অটল আছেন এবং সারা জীবন কুসংস্কার ও কদাচারের বিরুদ্ধে সংগ্রাম করিয়াছেন । ইহঁাদের যে সাহস আছে, পৌরুষ আছে, তাঙ্গতে সন্দেহ নাই । কিন্তু ইহঁাদেরও অনেকে রাজনি গ্রহকে অত্যন্ত বেশী ভয় করেন ; রাজকৰ্ম্মচারীর ও আইনের ভয়ে যেন একেবারে তটস্থ । র্যাহার যে-দিকে সাহস আছে, তাহার জন্তই তিনি প্রশংসাৰ্ছ । নানা কারণে সকল মাহুষের সব দিকে সাহস থাকে না। কিন্তু বিচার দ্বার এবং মানসিক শক্তি প্রয়োগ করিয়া কিয়ৎপরিমাণে সকল দিকে সাহসী হওয়া যায়। সাহস বা ভীরুতা কতটা স্বাভাবিক এবং কতটাই বা শিক্ষা, সংসৰ্গ, আবাল্য-প্রভাব প্রভৃতি হইতে জাত সংক্ষেপে তাহার আলোচন করা যায় না । কিন্তু অঙ্কুশীলন দ্বারা যে সাহস বাড়িতে পারে, তাহার সাক্ষ্য অনেকেই দিতে পরিবেন। সম্মতির বয়স বালিকার যত বয়সে নিজেদের পার্থিব সম্পত্তি সম্বন্ধে ব্যবস্থা করিতে পারে, তাহা অপেক্ষা কম বয়সে অমূল্য নারীধর্শ্বনাশে সন্মতি দিতে পারে, ইহা বর্তমান ۹ هسسه ع বিবিধ প্রসঙ্গ-বিদ্যালয়ে শিশুপালন শিক্ষা 8›ዓ AeAMeSMSS ব্রিটিশ-ভারতীয় আইনের একটি অদ্ভুত বিধি। এই বয়স বাড়াইবার সম্বন্ধে গবৰ্ণমেন্ট লোকমত জানিতে চান। নারীর সন্মতির বয়স একুশের কম হওয়া উচিত ज्ञब्र, नूनकद्वग्न था*ांब्र । বিদ্যালয়ে শিশুপালন শিক্ষা এদেশে স্ত্রীশিক্ষার বিরোধীদের মধ্যে অনেকের এই চমৎকার ধারণা আছে, যে, পাশ্চাত্য’দেশের মেয়ের লিখিতে পড়িতে শিখিয়া কেবল আরামকুলীতে বসিয়া উপন্যাস পড়ে, বা পিয়ানো বাজায়, কিম্বা পোষাকের দোকানে গিয়া নূতন নূতন ফ্যাশানের পোষাক কেনে । কেহ কেহ যে এই রকম করে, তাহাতে সন্দেহ নাই । শিশুর স্বাস্থ্য পরীক্ষা কিন্তু অধিকাংশ স্ত্রীলোক এরূপ করিলে পাশ্চাত্য দেশসকলের গৃহকৰ্ম্ম কে করিয়া দেয় ? আমাদের দেশ হইতে ত কোটি কোটি ঝি তথায় যায় না। তা ছাড়া, সন্তানপালন আমাদের দেশের চেয়ে পাশ্চাত্য দেশসকলে যে ভালই হয়, তাহার একটা ভাল প্রমাণ এই, যে, শিশুমৃত্যু আমাদের দেশে যেরূপ ভীষণ, পাশ্চাত্য কোন দেশেই তেমন নয় ।