পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] MMMM HAMA AM MAA AMMAAA AAAA AAAAMAMAAMMMAMMMMM MMMMS MA MA MM MMMM MMMMeMMS MAAAA SASA বঙ্গে কালী-জ্বর বাংলা দেশে কাল-জর ত বাড়িয়া চলিতেছে । ইহা কি প্রকারে সংক্রামিত হইয়া বিস্তৃতি লাভ করে, তাহা এখনও নিরূপিত হয় নাই । বৈজ্ঞানিকের। তাহ নিরূপণ করিলে লোকে সাবধান হইতে পারিবে । রোগ হইবার পর চিকিৎসা নিশ্চয়ই বাঞ্ছনীয়, কিন্তু রোগ না হওয়াটা তার চেয়েও বাঞ্ছনীয়। কোন রোগের উৎপত্তি, সংক্রামণ, প্রভূতি সম্বন্ধে বৈজ্ঞানিক জ্ঞান জন্মিলে, উহার প্রতিষেধক উপায় অবলম্বন করা যায়। সমগ্রবঙ্গের স্বাস্থ্যসমিতির উদ্দেশ্য রোগের চিকিৎসা ও প্রতিষেধ, দুই-ই । অতএব, আশা করা যায়, এই সমিতি কলা-জরের উৎপত্তি, সংক্রামণ প্রভৃতির গবেষণ। সম্বন্ধে বলিবেন না, যে, বিজ্ঞানের এই কাজটা স্বরাজলাভের পর করিলেই চলিবে । গবর্ণমেণ্ট, ঘাড় হেঁট করিয়াছিল কি ন৷ শ্ৰীযুক্ত চিত্তরঞ্জন দাশের মতে র্তাহার কারাবাস-কালে গৰ্ব্বিত ব্রিটিশ গবর্ণমেণ্ট ভারতীয়দের ইচ্ছাশক্তির নিকট মাথ। নীচু বা ঘাড় হেঁট করিয়াছিল, এবং তিনি জেলে ন। থাকিয়া বাহিরে থাকিলে ভারতীয় জাতিকে সরকারীবেসরকারী কনফারেন্সের সর্ব গ্রহণ করিতে বte্য করিতেন ( খুব জবরদস্ত গণভান্ত্রিক বটে । )। কিন্তু সাভেন্ট পত্রিকায় “কৃষ্ণদাস” নেতাদের সমুদয় টেলিগ্রাম ও অন্যান্ত সংবাদ ছাপিয় দেখাইয়াছেন, যে, লর্ড রেডিং, যুবরাজের অভ্যর্থনা উপলক্ষ্যে হরতাল বন্ধ করাইবার নিমিত্ত যে চাল চালিয়াছিলেন, তাহাতে পণ্ডিত মদনমোহন মালবীয়ের যোগ ছিল, এবং সেই চা’লের দ্বার চিত্তরঞ্জন আদি আর সকলকেই বড়লাট বোক বানাইতে পারিয়াছিলেন, কেবল গান্ধী মহাশয়কে পারেন নাই। গান্ধী-রেডিং সংবাদ উপলক্ষ্যে গান্ধীর যে ভ্রম হইয়াছিল, এ-ক্ষেত্রে তাহ হয় নাই ।

  • -*.

বিবিধ প্রসঙ্গ—মুস্তাফ কমাল পাশ ও ভাঙ্গর স্ত্রী 89.3 S AMS SSAS SSAS S S S S S S A S A S A S A S A S A SAAA AAAA AAAA AAAA SAAA AAAA SAM M S M S M S SSMSSAAAAAAS মুস্তাফ কমাল পাশা ও র্তাহার স্ত্রী ফ্রান্সের রাজধানী পারীর বিখ্যাত সচিত্র সাপ্তাহিক “লইলুক্সাসিওঁ"তে জী এর্কোল নামক একজন লেখক ইন্মত, পাশার সহিত এঙ্গোর যাত্রার তাহার নিজের ডায়েরীর (দৈনন্দিন লিপি বা রোজ নাম্চার ) কিয়দংশ প্রকাশ করিয়াছেন। ২৪শে ফেব্রুয়ারী তারিখে এঙ্গোরায় তিনি লিখিতেছেন, “হোটেলে আসিয়া দেখিলাম, একজন হরকরা খবর আনিয়াছে, যে, মুস্তাফ কমাল পাশা বিদেশী সাংবাদিকদিগকে ( journalists ) এঙ্গোরার নিকটবৰ্ত্তী চান্‌কিয়া গ্রামস্থিত তাহার উদ্যানবাটিকায় পরদিন চ; খাইবার নিমন্ত্রণ করিয়াছেন। મૂછામિ માને નાનાં ૩ ઠાકાન ઇંી “ফেব্রুয়ারী ২৫ । সকলের চেয়ে ভাল কয়েকট। ঘোড়ার গাড়ী ভাড়া করিয়৷ আমরা সওদাগরদিগের দলের মত মুস্তাফ কমালের বাসগ্রাম চান্‌কিয় যাত্র