পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8@rb" AeAMAMMAMMAeeMAMMAMAeSMAeAAA AAAAA عمی. [ ২৩শ ভাগ, ১ম খণ্ড হইলে দাবীকৃত দ্রব্যাদির মূল্য ফরিয়াদিকে সে দিতে তবে তিনটির স্বতন্ত্র নাম হইল কেন ? তিনটিকেই অগ্নি বাধ্য হইবে । সেইজন্য তাহাকে মূল্য-প্রদানের আদেশ করা হইয়াছিল । প্রশ্ন। অগ্নি-পরীক্ষা, উত্তপ্ত-লৌহ পরীক্ষা, উত্তপ্ত তৈল-পরীক্ষা এই তিনটির মধ্যে কোন প্রভেদ দৃষ্ট হয় না। পরীক্ষা বলে না কেন ? উত্তর । কোন কোন পণ্ডিতের মতে তিনটিই স্বতন্ত্র । শ্ৰী সুরেন্দ্রনাথ ঘোষ রাজপথ [ 9 বোটানিকাল গার্ডেনের ঘটন। প্রায় একমাস অতীত হইয়াছে । সুরেশ্বরের হাতের ঘ। একেবারে সারিয়া গিয়াছে এবং ইত্যবসবে কয়েকবার দর্শন ও আলাপের স্বধোগে প্রমদাচরণ ও র্তাহীর পরিজনবর্গের সহিত সুরেশ্বরের পরিচয় অনেকটা ধনিষ্ঠ হইয়া উঠিয়াছে। এখন মাঝে মাঝে প্রায়ই বিমান সন্ধ্যfর সময়ে মুরেশ্বরকে মুমিত্রাদেব বাট ধরিয়া লইয়া ধায় । সকালে বৈঠকখানায় বসিয়া স্বরেশ্বর কোনও দৈনিক পত্রের জন্য প্রবন্ধ লিপিতেছিল, এমন সময়ে প্রমদাচরণ কক্ষে প্রবেশ করিলেন । স্বরেশ্বর তাড়াতাড়ি উঠিয়! নমস্কার করিম একখানা চেয়ার আগাইয়। দিল । প্রমদাচরণ ঈষৎ সঙ্কচিত্তভাবে কহিলেন, “কাজের মধ্যে তোমাকে বিরক্ত করলাম, সুরেশ্বর।" সুরেশ্বর মাথ নাড়িয়া ব্য গ্রভাবে বলিল, “ন, না, একটুও করেন নি। আপনি বস্থন ।” চেয়ারে উপবেশন করিয়| প্রমদাচরণ কহিলেন, “আসছে শনিবারে মুমিত্রার জন্মদিন ; সেই উপলক্ষে তোমার নিমন্ত্রণ। সন্ধ্যার সময়ে যাবে আর সেইখানেই আহার করবে। ছেলে-মেয়েদের জন্মদিনের উৎসবে আমি বাইরের লোক কাউকে বড় বলিনে। কিন্তু তোমাকে আমরা বাইরের লোক বলে’ মনে করিনে। স্থমিত্রার জন্মদিনের উৎসবে তুমি উপস্থিত থাকৃবে এ আমাদের । সকলেরই ইচ্ছ।” সুরেশ্বর সা গ্রহে কহিল, “নিশ্চয়ই থাকৃব।” তাহাবু, পর ক্ষণকাল চিস্ত করিয়া কহিল, “শনিবারে তার জন্মতিথি, ন জন্ম-তারিখ ?” প্রমদাচরণ কহিলেন, “জন্মতাবিথ । ১৯— সালের ৮ই অক্টোবর সকালে সুমিত্রার জন্ম হয়, আমি সেইদিন প্রথম ডিষ্ট্ৰীক্টের চাজ পাই। মুমিত্রা আমার ভারি পয়মন্ত মেয়ে।” বলিয়া প্রমদাচরণ হাসিতে লাগিলেন । স্বরেশ্বর একটা বিশেষ চিন্তায় নিমগ্ন হইয়া অন্যমনস্ক হইয় প্রমদাচরণের সহিত হাসিতে লাগিল। পরে প্রমদাচরণ প্রস্থান করিলে তৎক্ষণাং প্রমদাচরণ-কথিত স্থমিত্রার জন্ম তারিখটা একস্থানে লিখিয়া রাখিল । তাহার পর আলমারি খুলিয়া পুরাতন পাজি বাহির করিয়া মিলাইয়া দেখিল যে বাংলা তারিখের হিসাবে সুমিত্রার জন্মদিন সে বৎসর শনিবারে পড়ে না, পূৰ্ব্বদিন শুক্রবারে পড়ে। মধ্যে মাত্র দুইদিন। ক্ষণকাল চিন্তা করিয়া খাতাপত্র তুলিয়। রাখিয়া মুরেশ্বর গৃহমধ্যে মাধবীর নিকট উপস্থিত হইল। মাধবী তখন তাহার মাতার পূজার ঘরে পূজার পাত্র ও সাজগুলি ধুইয়া মুছিয়া তুলিয়া রাখিতেছিল, সুরেশ্বরকে দেখি জিজ্ঞাসা করিল, “কি দাদা ?” সুরেশ্বর কহিল, “এখানকার কাজ শেষ হ’ল, মাধবী ? “হা, হ’ল।” “তবে চল ত আমাকে খানিকট স্বতে দিবি।” “চল দিচ্ছি।” বলিয়া মাধবী বাহিরে আসিয়া ঘরে শিকল লাগাইয়া দিল। . =