পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

AAAA AAAA AAAA AAA AAAA SAAAAA AAAAeee eeA AM MM MAS AM AAAAS AAAAA TAM eM MA AA Ae MeM M MAM AAAA AAAA AAAAM eAeeS বিশ্বব্রহ্মাণ্ডের উপরে নজর রাখিতে পারিতেন। তিনি সিংহাসনে বলিলে উrহার কাধের উপরে ছুটি দাড়কাক বলিত—ইহাদের মধ্যে একটি চিন্তাশক্তি, আর-একটি স্মৃতিশক্তি। এই পাণী দুটি প্রতিদিন সকালে বাহির হইয়া সমস্ত বিশ্বজগতে যাহা দেখিতে পাইত ৰ শুনিতে পাইত সন্ধ্যায় ফিরিয়া আসিয়া, প্রভূর নিকটে সমস্ত নিৰোন করিত। ওডিন দেবতাদের মধ্যে প্রধান বলিয়া ভিন্ন ভিন্ন দেশে এবং ভিন্ন ভিন্ন যুগে বিভিন্ন প্রকারে তাহার কল্পনা হইয়াছে । পুরাকালে এ দেশের লোকেরা যুদ্ধবিগ্রহের খুব আদর করিত, শৌর্ধ্যবর্ধ্যই ছিল তাহাদের প্রধান ধর্শ্ব। এইজন্য তাহারা ওডিনকে প্রধানতঃ যুদ্ধের দেবতা বৃলিয়া পূজা করিত। তাহাদের বিশ্বাস ছিল, যাহারা যুদ্ধে হত হইত তাহাদিগকে স্বর্গে লুইয়া যাইবার জন্য দূত আসিত। এই কার্ধ্যের জন্ত কয়েকজন দেবকস্তা নিযুক্ত ছিল, তাহার হালকির নামে পরিচিত। ইহার ঘোড়ায় চড়িয়া স্বর্গ এবং পৃথিবীর মধ্যে যাতায়াত করিত। পৃথিৰীতে যাহার যুদ্ধে হত হইত, ইহারা আসিয়া অত্যন্ত যত্বের সহিত তাহাদিগকে ঘোড়ায় তুলিয়া লইয়া যাইত। তাহাদের অবস্থানের জন্য হালহালা নামে এক প্রাসাদ ছিল, সেখানে স্বয়ং বিশ্বপিত তাহাঁদের অভ্যর্থনা করিতেন । এখানে আসিয়া ছালকিরদের সেবায় এবং খাষ্ঠপানীয়ের রাজভোগে তাহাদের সময় মুখেই কাটিত । এই স্বৰ্গ-স্বগের কল্পনায় যুদ্ধে মৃত্যুই ছিল এদেশের লোকের চিরজীবনের জাকাঙ্কা। কথিত আছে যে যদি যুদ্ধে মৃত্যু না ঘটে তবে ইহারী মৃত্যুর সময়ে অন্ততঃ নিজের অস্ত্র দ্বারাও শরীরে জাঘাত করিয়া লয় । " ওডিনের আর-এক রূপ বায়ুর দেবতা । লোকের বিশ্বাস ছিল ষে মৃত ব্যক্তির আত্মা বাতাসে ভর করিয়া স্বশ্বে যায়। সেই হিসাবে তিনি ছিলেন সমস্ত অশরীরী আত্মার নেতা। বায়ুর দেবতা বলিয়া ঝড়-তুফানের্তাহারই গতির বিকাশ। এই মূৰ্ত্তিতে তিনি বগুশিকারী নামে পরিচিত। শীতে এবং শরৎকালে যখন ঝড়ের বেগ খুব প্রবল হয়, লোকের বিশ্বাস ওডিন দেবতা এই সময়েই প্রবাসী—বৈশাখ, ১৩se' : [ ২৩শ ভাগ, ১ম খণ্ড । AMAeAMAMAMAM MAMAM eeS শিকারে বাহির হন। এই বস্তশিকারী রূপে বিশ্বাস । ফ্রান্স জার্মানী এবং ইংলণ্ডে পৰ্যন্ত ছড়াইয় পড়িয়াছিল, এবং ইহা এতই লোকপ্রিয় হইয়াছিল ষে মধ্যযুগে যখন দেবদেবীতে বিশ্বাস প্রায় ছিল না তখনও বগুশিকারীর কথা তাহারা ভুলিতে পারে নাই। তখনকার বস্তশিকারী আর ওডিন ছিল না, তখনকার বস্তশিকারী হইল শালেমাঞ ফ্রেডারিক বারবারোস, রাজা আর্থার, ইত্যাদি। ইংরেজী সাহিত্যে ওয়ার্ডসওয়ার্থ এবং সার ওয়ান্টার স্কটের কাব্যে ধন্যশিকারীর কথা আছে। শ্ৰীমতী হেমান্সের বস্তশিকারী নামে কবিতা স্থপরিচিত। মধ্য যুগের কাহিনীতে হাম্‌লিনের বিচিত্র সাজের সানাইদার নামে এক গল্প প্রচলিত আছে—রবার্ট-ব্রাউনিংএর প্রসাদে অনেকেই উহার সহিত পরিচিত। অনেকের মতে ওডিনই ছিলেন সেই সানাইদার ; বঁাশীর স্বর আর কিছুই নয়, তাহার গতিতে বাতাসেরই শক, আর সেই ইকুরের দল ছিল তাহারই অনুগত মৃত ব্যক্তিদের আত্মা | এই-সব কাহিনী ছাড়া আরও বিভিন্ন মূৰ্ত্তিতে ইউরোপের ভিন্ন ভিন্ন দেশে ওডিনের পূজা হইত। অনেকস্থানে ওডিনের কাষ্ঠনির্মিত প্রতিমূৰ্ত্তি ছিল। এই ওডিনই স্তাক্সনদের ভাষাতে ওডেন রূপে পরিণত হইয়াছে। এই ওডিন বা ওডেন নাম হইতেই ইংরেজী ওয়েডনেস্-ডে ( বুধবার ) নামের স্বষ্টি । অনেকস্থলে এরূপও ঘটিয়াছে যে রাজভক্তির বাহুল্যে দেশের লোকের রাজাতে দেবতার সমস্ত গুণাবলী আরোপ করিতে করিতে রাজাকে দেবতা বলিয়াই কল্পনা করিয়া লইয়াছে। পরে ক্রমে ক্রমে রাজাতে এবং দেবতাতে পার্থক্যজ্ঞান হারাইয়া, রাজার ব্যক্তিত্বের কথাও ভুলিয়া গিয়া ওডিন দেবতাকে ঐতিহাসিক ব্যক্তি ৰলিয়াও করিয়াছে । - z ওডিন বহুপত্নীক বলিয়া পরিচিত। তাহার প্রথম পত্নী ইয়োর্ড, বা এর্ড। এর্ড অর্থ পৃথিবী, ইংরেজী আর্থ শব্দের সহিত ধাত্বর্থে এক ; ইহারই গর্তে বজ্রদেবতা ধরের জন্ম । ওডিনের দ্বিতীয় এবং প্রধান পত্নী ফ্রিগগা,ইহাকে সভ্যতার প্রতিমূর্তিরূপে কল্পনা করা হইয়াছে; ইহার গর্তে হামঙ, ... * * * *