পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা J তাহার মৃত্যুর পর অমরপাল রাজা হইলেন। তিনি ৫০ বৎসর রাজত্ব করিয়া শমন-সদনে গমন করিলেন । উtহার পুত্র গঙ্গপাল একবিংশতি বৎসর রাজত্ব করিয়াছিলেন। তাহারই সময়ের গঙ্গোলাতাল’ এখনও আছে। রাজপাল এবং তাহারও মৃত্যুর পর ভোজপাল রাজ্যলাভ করিলেন। রাজা ভোজপালের সময়ের ‘চতুর্ভুজমন্দির” এখনও বর্তমান। ইহার বিশেষত্ব এই যে পাহাড়ের গ৷ কাটিয়া সম্পূর্ণ মন্দিরটি প্রস্তুত হইয়াছে। এইরূপে স্বৰ্য্যপাল হইতে পালবংশের শেষ রাজা বুদ্ধপাল অবধি ৮৪টি নরপতি যথাক্রমে ৯৪৯ বৎসর “গোয়ালিয়র ছুর্গের” সিংহাসনে প্রতিষ্ঠিত ছিলেন। ইহা হইতে বুঝা যায় পূৰ্ব্বে আমাদের ভারতবর্ষে রাজার দীর্ঘ জীবন লাভ করিয়া প্রজাদের মুখে রাখিবার চেষ্টা করিতেন। বুদ্ধপাল এই বংশের শেষ পাল'-উপাধিধারী রাজা । তাহার পুত্র তেজকরণ অহঙ্কারে অন্ধ হইয়া "পাল” শব্দ ত্যাগ করিলেন, সঙ্গে সঙ্গে ঋষি গালপ্যের কথাও ফলিতে বিশেষ দেরী হইল না। তেজকরণের বিবাহ আমেরের (জয়পুর) কচ্ছবাহী রাজা বিক্রমের পরম রূপসী কন্যা রূপবতীর সঙ্গে হইয়াছিল । রাজা বিক্রমের অপর সস্তানাদি ছিল না। তিনি তেজকরণের নিকট প্রস্তাব করিলেন—যদি রাজা “গোয়ালিয়র দুর্গ” ত্যাগ করিয়া অভ্যামেরকে নিজের রাজধানী করেন তাহা হইলে আমেরের সমস্ত রাজত্ব র্তাহাকে দেওয়া হইবে। রাজা তেজকরণ সহজেই সম্মত হইলেন। বিবাহ করিতে যাইবার সময় তিনি নিজের ভাগিনেয় পরমলদেব পরিহারকে দুর্গের ভার দিয়া যান। পরমলদেব যখন দেখিলেন রাজা আর আসিবার নামটি করিতেছেন না— তখন তিনিও আর মামাকে দুর্গ প্রত্যপণ করিলেন না। এইরূপে ‘পাল'-বংশের অবসান হইল ও পরিহার'-বংশ श्रांब्रख्ठ श्झेल । পরিহারগণ অতি উত্তমরূপে রাজকার্য পরিচালনা করিয়াছিলেন। রাজা পরমলদেব প্রজাদের সহিত মিত্রত করিয়া নিজের প্রভাব বজায় রাখিয়াছিলেন ও শান্তি-সংস্থাপনে কৃতকাৰ্য হইয়াছিলেন। তিনি ৬৮বৎসর রাজত্ব করেন। র্তাহার পর রামদেব রাজসিংহাসনে আসীন হইলেন। গোরালিয়র দুর্গ ᏋᏑ ☾ & T. " " ' ". গোয়ালিয়র দুর্গের পথে স্থউচ্চ আদিনাথের মূৰ্ত্তি এবং তাহার ও পর সালমদেব, বিক্রমদেব, রতনদেব, ইত্যাদি সৰ্ব্বস্বদ্ধ এই বংশের সাতজন রাজ রাজত্ব করিয়াছিলেন । তাহদের মৃত্যুর পর শেষ রাজার রাজত্বকালে গোয়ালিয়র-দুর্গ স্বাতন্ত্রবিচ্যুত হইয় এক প্রবল সাম্রাজ্যের অস্তনিবিষ্ট হইল। দক্ষিণ জয় করিয়া আলতীমাশ দিল্লী যাইতেছিলেন । পথে আস্তরী নামক স্থানে ৯৬০০০ ফেীজ সহ তিনি নিজের শিবির স্থাপন করিলেন। সেই স্থানে হিন্দুদিগের অনেকগুলি প্রাচীন মূৰ্ত্তি অতি স্বন্দর কারুকাৰ্য্যের পরিচয় "দিতেছিল। তিনি আরও শুনিলেন যে, অতি নিকটেই প্রসিদ্ধ গোয়ালিয়র দুর্গ অবস্থিত । তাহার তখন দুর্গ অধিকার করিবার ইচ্ছা প্রবলভাবে জাগিয়া উঠিল । লোভ • সম্বরণ করিতে না পারিয়। প্রথমে তিনি